"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১০ আমার পছন্দের রেসিপি " পাঁচমিশলী নিরামিষ সবজি"

in hive-129948 •  3 years ago  (edited)

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। "আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা - ১০ আমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ কে ধন্যবাদ জানাই।এক আমি খুব সাধারণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। আমি শীতকালীন সবজি দিয়ে " পাঁচমিশালী নিরামিষ সবজি"। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে।

শীতকাল আমার মতো কম বেশি সবাই পছন্দ করে। কারন এই শীতের সময় বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। শীতের সময় কৃষকের মাঠে ঘাটে বিভিন্ন ধরনের সবজি দেখা যায়। আবার হাটে ও বাজারে নানা রকমের শীতের সবজির সমারোহ হয়। আর এই শীতকালে পিঠা পুলির ধুম পড়ে যায়। শীত কালের সব রকমের সবজি আমার পছন্দের। তাই কোনটা বাদ দিয়ে কোনটা বলবো বুঝতে পারছি না। আমার সব থেকে বেশি ভালো লাগে শীতের সবজি দিয়ে " পাঁচমিশালী নিরামিষ সবজি"। শীতের সবজি বাজারে উঠলে আমি প্রায়ই এই খাবারটি রান্না করি। কারন আমার খুবই পছন্দের একটি রেসিপি। এবং এটি খুবই স্বাস্থ্যসম্মত খাবার। এই শাক - সবজি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই সবজি আমাদের অতিরিক্ত ওজন কমাতে ও সাহায্য করে। শীতকালের সব রকম সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম ও ফসফরাস ,আয়রন রয়েছে।এ সকল উপাদান আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তাই আমাদের কম বেশি সকলের সবজি খাওয়া প্রয়োজন। এ সকল সবজির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। তাই আমি আর কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাই। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211207_103059.jpg

IMG_20211207_103018.jpg
উপকরণ:
১. কুমড়ো বড়ি - ১৫ টি
২. ফুলকপি - একটি
৩. বাঁধাকপি - একটির অর্ধেক
৪. বেগুন - ১ টি
৫. মুলা - ১ টি
৬. গাজর - ১ টি
৭.আলু - ১ টি
৮. পালং শাক - ১ আঁটি
৯. মোটর শুটি - ১০০ গ্রাম
১০. টমেটো - ১ টি
১১. ক্যাপসিকাম - ১ টি
১২. বরবটি সিম - ১০০ গ্রাম
১৩. আদা বাটা - ২ চামচ
১৪. গোটা জিরে - ২ চামচ
১৫. তেজপাতা - ২ টি
১৬. গোটা ধনিয়া - ১ চামচ
১৭. পাঁচ ফোড়ন - ১ চামচ
১৮. কাচা মরিচ - ৫ টি
১৯. শুকনো মরিচ - ২ টি
২০. লবণ -২ চামচ
২১. হলুদ - ২ চামচ
২২. জিরে গুঁড়া - হাপ্ চামচ
২৩. ধনিয়া গুঁড়া - হাপ্ চামচ
২৪. সরিষার তেল - এক কাপ
২৫. কাশ্মীরি লঙ্কার গুঁড়ো - ১ চামচ

IMG_20211207_091843.jpg
কুমড়ো বড়ি

IMG_20211207_081651.jpg
মটরশুটি, বাঁধাকপি ও পালং শাক

IMG_20211207_081616.jpg

ফুলকপি ,বেগুন ,মুলা ,গাজর, বরবটি সিম , ক্যাপসিকাম
ও আলু

IMG_20210730_175024.jpg
গোটা জিরে , কাচা মরিচ ও তেজ পাতা

IMG_20210713_110651.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও সরিষার তেল

IMG_20211207_130221.jpg
শুকনো মরিচ ও আদা বাটা

IMG_20211207_125005.jpg
পাঁচ ফোড়ন ও গোটা ধনে
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে সবজি গুলো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। বেশি ছোটো করে কাটা যাবে না। এরপর সবজি গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।আপনাদের বুঝার সুবিধার্তে আলাদা আলাদা করে নিয়েছি।

IMG_20211207_091223.jpg

IMG_20211207_081738.jpg
২. চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। ( এবার মসলা তৈরি করে নিতে হবে)।

IMG_20211207_090833.jpg
৩. মসলা তৈরি করার জন্য খালি কড়াই গরম হয়ে গেলে একে একে ১ চামচ পাঁচ ফোড়ন, এক চামচ জিরে ও এক চামচ ধনে দুটি শুকনো মরিচ দিয়ে এক সাথে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে দিতে হবে।

IMG_20211207_091036.jpg
৪. বাদামী রঙ করে ভেজে নিতে হবে। ভাজা মসলা দিয়ে হালকা হালকা ঘ্রাণ ছড়ালে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211207_091527.jpg

৫. এবার ভাজা মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।

IMG_20211207_143257.jpg
৬. এরপর আবার চুলার ওপর কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে চার চামচ সরিষার তেল দিয়ে দিতে হবে।

IMG_20211207_092003.jpg
৭. তেল গরম হয়ে গেলে কুমড়ো বড়ি গুলো দিয়ে দিতে হবে। এবং বড়িগুলো হালকা ভেজে নিতে হবে।

IMG_20211207_092203.jpg
৮. বড়ি নামানোর পর ওই তেলের ভিতর আর একটু বেশি তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে জিরে ও তেজপাতা দিয়ে একটু ভেজে নিতে হবে। জিরে ভাজা হলে আলু দিয়ে একটু ভেজে নিতে হবে।এবার একে একে ফুলকফি ও মুলা, গাজর ও বরবটি দিয়ে একসাথে ভেজে নিতে হবে। সবজি ভাজা হয়ে গেলে ২ চামচ আদা বাটা দিয়ে আরো কিছুক্ষন ভেজে নিতে হবে।

IMG_20211207_093347.jpg
৯. ভাজা হয়ে গেলে পরিমান মতো জল দিয়ে দিতে হবে।

IMG_20211207_093708.jpg
১০. ঝোল ফুটতে শুরু করলে বেগুন, বাঁধাকপি, পালং শাক দিয়ে দিতে হবে। এবং পরিমান মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে।

IMG_20211207_094546.jpg
১১.সব মশলা দিয়ে ৫ মিনিট রান্না করে নিতে হবে।এরপর কয়েকটি কাচা মরিচ চিরে দিতে হবে ও ওই ভাজ মসলা গুঁড়া এক চামচ ছড়িয়ে দিতে হবে। এরপর ১০ মিনিটের মতো রান্না করে নিতে হবে। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

IMG_20211207_094720.jpg

IMG_20211207_094626.jpg
১২.মাঝে মাঝে ঢাকনা তুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে । ঝোল একটু কমে গেলে সবজি সেদ্ধ হয়ে আসলে মটরশুটি , টমেটো কুচি ও কুমড়ো বড়ি দিয়ে দিতে হবে।

IMG_20211207_095814.jpg
১৩. এরপর আর ও কিছু ক্ষন জ্বাল দিতে হবে। এবং সবজি ঝোল কমে গাঢ় হয়ে আসলে বাকি ভাজা মসলা গুঁড়া দিয়ে দিতে হবে।

IMG_20211207_101551.jpg
১৪. মসলা দেওয়ার পর আরো ৫ মিনিট জ্বাল দিয়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। চাইলে আপনারা ধনে পাতা দিতে পারেন। আমি ধনে পাতা পছন্দ করি না তাই দেই নি।

IMG_20211207_103010.jpg

IMG_20211207_103052.jpg
তৈরি হয়ে গেল আমার খুব পছন্দের পাঁচমিশালী নিরামিষ সবজি। এটি রুটি , লুচি ও গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। এটি খুবই টেস্টি একটি খাবার। এবং খুবই সুস্বাদু খাবার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই কুমড়ো বড়ি টা খাওয়ার অনেক বেশি ইচ্ছে ছিলো আমার। তবে চট্টগ্রামের কোথাও পাওয়া যায়না।

বৌদি আপনার রেসিপিটি দেখেই জাস্ট জিভে জল চলে আসলো।দেখেই তো বুঝা যাচ্ছে যে কতোটা মজার একটি রেসিপি এটি।আমার মনে হচ্ছে এই পাঁচমিশালি নিরামিষ সবজিটি একবার যদি লুচি দিয়ে খাওয়া যায় তাহলে জাস্ট জমে যাবে।

এটি একটি খুব সুস্বাদু খাবার যা আপনি তৈরি করেন।
এটা সত্যিই সুস্বাদু দেখায়.

বাহ দিদি খুব সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি ।পাঁচমিশালি রেসিপি আগে কখনো খাওয়া হয়নি ।যেটা আপনার মাধ্যমে দেখতে পেলাম বিভিন্ন ধরনের সবজির ও শীতকালীন সবজি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করলেন। যেটা আমাদের সাথে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।

বৌদি শীতকাল আমার এই শাক সবজির জন্যই আরো বেশি পছন্দের। এত এত শাক সবজি পাওয়া যায় কয়েকটা মাস , মন ভরে যায় পুরো। রান্নাটা কিন্তু অসাধারণ লাগছে। এরকম সবজি বাড়িতে আমার মা রান্না করেন। গরম ভাতের সাথে জমে যায় পুরো। যে জিনিসটা সবথেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে কুমড়ো বড়ি যোগ করা। এটার স্বাদ এই শীতকাল ছাড়া একদমই পাওয়া যায় না। মুখে জিভে সব জায়গায় জল চলে এসেছে। আজকে খাওয়া দাওয়া করার সময় আমার কথা ভেবে একটু বেশি বেশি খেয়ে নেবেন। যাতে আমারও খাওয়া হয়ে যায়। অনেক ভালোবাসা রইলো দিদি।

বাহ বাহ আপু, আপনি দেখছি শীতকালীন কোনো সবজি ই বাদ দেননি। সত্যিই এই সবজির মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন যা আমাদের শরিরের জন্য অনেক উপকারী।
তবে আপনার সবজি রান্না দেখে আমার আর তশ সইছে না। এতো এতো মসলা দিয়েছেন দেখেই বুঝা যাচ্ছে অনেক মজার। অনেক ইউনিক একটা রেসিপি ছিল।

সবজি তরকারি এমনিই আমার পছন্দ এরপর যদি হয় শীতকালীন সবজি তাহলে তো কথায়ই নেই ।বউদি আপনার পাঁচ মিশালি সবজির চেহারা দেখে লোভে পাগল ।সুন্দর ধাপে ধাপে শেয়ার করেছেন ধন্যবাদ বউদি এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ।

শীতকাল মানেই বিভিন্ন ধরনের সবজির সিজন। বৌদি আপনি দেখছি শীতকালের প্রায় সবগুলো সবজি ব্যবহার করে পাঁচমিশালী নিরামিষ সবজি রান্না করেছেন। এই ধরনের সবজি রুটির সাথে খেতে খুবই খুবই মজা লাগে। বৌদি আপনার রান্নাটি দেখেই বোঝা যাচ্ছে এই পাঁচমিশালি সবজি খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। রান্নার প্রস্তুত প্রক্রিয়ার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য বৌদি।

বৌদি, অসাধারণ হয়েছে আপনার রেসিপিটা।সত্যিই শীতকালে কোনটা বাদ দিয়ে কোনটা করবো ভাবাটাই মুশকিল।বৌদি আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানিনা আমিও প্রথমে ভেবেছিলাম - পাঁচমিশলী সবজি দিয়ে আমি কিছু একটা তৈরি করবো প্রতিযোগিতায়।তারপর ভাবলাম অন্য কিছু তৈরি করবো।আপনি আমার মনের কথা রেখেছেন।দারুণ হয়েছে রেসিপিটা, দেখেই খেতে মন চাইছে।তাছাড়া এটি অনেক পুষ্টিকর খাবার।ধন্যবাদ বৌদি।ভালো থাকবেন।

শীতকালে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। টাটকা সবজি গুলো খেতে খুবই ভালো লাগে। বৌদি আপনি দারুণভাবে পাঁচমিশালি সবজি রেসিপি তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে পাঁচমিশালি সবজি খেতে খুবই ভালো হয়েছে। পাঁচমিশালি সবজি খেতে আমি অনেক পছন্দ করি। আমার মনে হচ্ছে গরম গরম রুটি বা ভাতের সাথে পাঁচমিশালি সবজি খেতে বেশি ভালো লাগবে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৌদি। শুভকামনা রইলো আপনার জন্য।

পাঁচমিশলী নিরামিষ সবজিটার কালার আহ্ বৌদি দেখতে অস্থির লাগছে। এ ধরনের রেসিপির স্বাদ খুব বেশি থাকে কারন বিভিন্ন ধরনের সবজি থাকে তাই। কালার টা দেখেই বুঝা যাচ্ছে খুব টেষ্ট হয়েছে। আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন। পাঁচমিশলী নিরামিষ সবজি এটারতার ব‍্যতিক্রম নয়। সুন্দর উপস্থাপনা ছিল যা যে কেউ সহজেই রান্না করতে পারবে। আপনার কাছে আরো সুন্দর সুন্দর রেসিপি আশা করছি বৌদি। শুভকামনা রইল বৌদি।

খুবই মজার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করেছেন আপু। সাধারণত আপনার সব রেসিপি গুলোই আমি ফলো করি এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হলে সেটা খেতে যেমন অনেক সুস্বাদু হয় তেমনি ভাবে অনেক উপকারী। আর আপনার রান্নার কালার টা অনেক সুন্দর হয়েছে যা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক মজার হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক শুভকামনা।

দিদি খুবই চমৎকার একটি রেসিপি আপনি শেয়ার করেছেন আমাদের সাথে। আপনার রেসিপির উপকরণ গুলো দেখেই বুঝা যাচ্ছে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে। পাঁচমিশালি সবজি রেসিপির প্রতিটি ধাপের বর্ণনাগুলো অসাধারণ সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

শীতকালের সবজি আমার এতো পছন্দের যা বলে বুজানো সম্ভব না। আপনার রেসিপিটি এতো সুন্দর লাগছে বৌদি,মনে হচ্ছে খুবই মজাদার হয়েছিল রেসিপি টি। কালারটা একদম পারফেক্ট হয়েছে বৌদি।

অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🙂🙂

অনেকগুলো সবজি মিক্সড করে রান্না করেছেন, যাহা নি:সন্দেহে মজাদার ও সুস্বাদু বৌদি ।শুভেচ্ছা রইল আপনার জন্য।

প্রথমে যে কথাটা না বললেই নয় বৌদি। আপনার এই পাঁচ মিশালি সবজি রেসিপি দেখেই লোভ লেগে গেছে। আসলেই এটি লোভনীয় একটি রেসিপি। এর আগে কখনোই রেসিপি খাওয়া হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। রেসিপির প্রত্যেকটি অংশ অনেক সুন্দর ভাবে পৃথক পৃথক ভাবে উপস্থাপন করেছেন। বৌদি আপনার মত আমিও শীতকালে অনেক পছন্দ করি। আর শীতকাল মানেই শাকসবজির সমাহার। আপনি ঠিক বলেছেন।

আপনাকে আবারো ধন্যবাদ জানাই এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইলো আপনার প্রতি।

উফ! দারুণ একটা রান্না হয়েছে আজ দেখছি!
আমিতো অনেক কিছুই মিস করছি, খালি দূরে থাকি বলে!

এতোগুলো পদ সাথে আবার মুলাও আছে, তারপর এতো সুন্দর করে রান্না করেছেন কি আর বলবো। শেষের দৃশ্যটা দেখে তো ঝাঁপ দিতে মন চাচ্ছে। বৌদির রান্নাগুলো সত্যি অনেক দারুণ হয়। ধন্যবাদ

অসাধারণ দিদি খুবই সুন্দর ও সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন। এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজার।অনেক গুলো সবজি দিয়ে এই রেসিপি তৈরি করার জন্য রেসিপির কালার দারুণ লাগছে। আপনার প্রতিটি রেসিপি আমি ফলো করে থাকি।আমার খুবই ভালো লাগে আপনার প্রতিটা রেসিপি।

পাঁচমিশলী নিরামিষ সবজি"
দেখতে হয়েছে দারুন
কি চমৎকার রান্না দিদি
কুরিয়ারে ছাড়ুন।

শীতের সবজি নিরামিষ
খেতে লাগে বেশ
স্বাদটা জিভে লেগে থাকে
হয়না কভু শেষ♥♥

পাঁচমিশলী নিরামিষ সবজি এভাবে তৈরি করে খেতে দারুন মজা লাগে। আর বৌদি আপনি যেভাবে তৈরী করেছেন স্বাদ তো আর দিগুন বেড়ে গেছে দেখেই তো খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি দেখে শিখে নিলাম বাসায় তৈরি করে খাবো। অনেক ধন্যবাদ আপনাকে পাঁচমিশলী নিরামিষ সবজি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

পাঁচমিশলী নিরামিষ সবজি রেসিপি অনেক সুস্বাদু মনে হচ্ছে।আপনি খুবই সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন।আমার অনেক খেতে ইচ্ছা করছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল বৌদি

পাঁচমিশালী সবজি খেতে সত্যিই খুব ভালো লাগে। অনেক সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার৷ আমাদের বাড়িতেও মাঝেমধ্যে বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে রান্না করা হয়,আমার খুব ভালো লাগে এটি খেতে৷ আপনার রান্না সত্যিই খুব দারুণ দেখাচ্ছে দিদি,খেতে ইচ্ছে করতেছে একটু। খুব সুন্দর করে আপনি সবটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ যতই দি না কেন,কম পড়বে। এককথায় অসাধারণ হয়েছে রেসিপিটি।