বাঙালি মিষ্টির রেসিপি " পাউরুটি দিয়ে রসমালাই তৈরি" তৈরি"

in hive-129948 •  3 years ago 

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন হলো আমি তেমন কিছু রান্না করি না। নতুন কিছু তৈরি না। আপনাদের আগেই বলেছিলাম কাল ভাই ফোঁটা ছিল তাই আমি দুই রকম মিষ্টি ছানার সন্দেশ ও রসমালাই তৈরি করেছিলাম। রসমলাই তৈরি করেছিলাম একটু নতুন ভাবে। আমি আগে কখনও মিষ্টি তৈরি করিনি। এই প্রথম তৈরি করলাম। আমার মাঝে মধ্যে খুব মিষ্টি খেতে ইচ্ছা করে কিন্তু আমাকে করোনা পরিস্থিতির কারণে বাইরের কিছুই খেতে দেয় না। তাই ভাবলাম একটু আজ একটু পাউরুটি দিয়ে তৈরি করে দেখি। আমার সব সময় আনকমন জিনিস বেশি পছন্দ করি। এটা আসলে যাওয়া যাবে কি না তা নিয়ে আমার একটু সন্দেহ ছিল। আলমার আমার মা তো খুব রাগ করছিলো বলছিলো এবার দুধ ও পাউরুটি দুটোই নষ্ট করবি। যদি এটা খাওয়া না যায় তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। আমি তো জোর করে এক পর্যায়ে তৈরি করে ছিলাম। এটি খেতে খুবই সুস্বাদু ও মজার হয়েছিল। মনে হয়েছিলো যেনো দোকান থেকে আনা। একেবারে দোকানের রসমালাইয়ের মতো হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চাইলে আপনারা ও বাড়ীতে তৈরি করে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211030_200255.jpg
উপকরণ:
১. পাউরুটি - ৬ পিচ
২. দুধ -১ লিটার
৩. চিনি - ২ কাপ
৪. ঘি - ৪ চামচ
৫. কনডেন্স মিল্ক - ৪ চামচ
৬. গুঁড়া দুধ - ১ কাপ

IMG_20211030_171452.jpg
পাউরুটি

IMG_20211014_171036.jpg
দুধ

IMG_20211030_174905.jpg
গুঁড়া দুধ

IMG_20211030_164230.jpg
কনডেন্স মিল্ক

IMG_20211030_164157.jpg
চিনি
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পাউরুটি গুলোর চার পাস ছুরি দিয়ে কেটে নিতে হবে। পোরা পোরা অংশ টুকু কেটে বাদ দিতে হবে।( এগুলো পেলে না দিয়ে গুঁড়ো করে ব্রেড গ্রাম তৈরি করে নিতে পারেন।)

IMG_20211030_171827.jpg
২. এবার কাটা পাউরুটি গুলো টুকরো টুকরো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে।

IMG_20211030_172725.jpg
৩. এবার চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। ফ্রাই প্যানে ২ কাপ দুধ দিয়ে ভালো করে গরম করে নিতে হবে।চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।

IMG_20211030_173439.jpg
৪. দুধ গরম হয়ে গেলে এর ভিতরে ৪ চামচ চিনি দিয়ে আরো কিছুক্ষন জ্বাল দিতে হবে। এরপর পাউরুটি গুঁড়ো দুধের ভিতর দিয়ে দিতে হবে। এরপর খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে।

IMG_20211030_173614.jpg
৫. দুধের সাথে পাউরুটির গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে বার বার খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। এরপর যখন শুকিয়ে মন্ড তৈরি হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211030_173722.jpg

IMG_20211030_174915.jpg
৬. এবার পাউরুটির মন্ড এর ভিতরে এক চামচ ঘি ও দুই চামচ গুড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে।মন্ড যখন একটু নরম হয়ে গেলে ১০ মিনিট রেস্টে রেখে দিতে হবে।

IMG_20211030_175904.jpg
৭. দশ মিনিট পর মন্ডটি আর এক বার হাতে একটু ঘি মেখে মন্ড টি মেখে নিতে হবে। এবার মন্ড থেকে অল্প অল্প করে নিয়ে হাতে ঘি মেখে ছোটো ছোটো বল এর মতো তৈরি করে নিতে হবে।খেয়াল রাখতে হবে বল গুলোতে ফাটা না থাকে। বলে ফাটা থাকলে দুধের মালাই এর ভিতরে দিলে ফেটে যেতে পারে। ঠিক একই ভাবে বাকি বল গুলো তৈরি করে নিতে হবে।

IMG_20211030_185717.jpg
৮. এবার মালাই তৈরি করার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে।করাইতে এক লিটার দুধ দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। দুধে জ্বাল দিয়ে কমিয়ে অর্ধেক হাফ লিটারের মতো করে নিতে হবে।

IMG_20211030_190047.jpg
৯. এবার দুধের ভিতর চিনি এক কাপ ও কনডেন্স মিল্ক ৪ চামচ দিয়ে দিতে ৫ মিনিট জ্বাল দিয়ে নিতে হবে। এরপর দুধের ভিতর এক চামচ গুড়ো দুধ দিয়ে আরও ২ মিনিট জ্বাল দিয়ে মালাই তৈরি হয়ে গেলে ছোটো ছোটো বল গুলো দিয়ে দিতে হবে। এবং ৫ মিনিট জ্বাল দিয়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। ও হালকা ভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে।

IMG_20211030_190902.jpg
১০. আঁচ কমিয়ে দিয়ে চুলার উপর দশ মিনিট রেখে দিতে। এবং মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। যাতে কড়াই এর নিচে যেনো লেগে না যায়। কিছক্ষন পর দেখবেন বল গুলো ফুলে নরম হয়ে গেছে।

IMG_20211030_193024.jpg

IMG_20211030_193028.jpg

১১. এবার বল গুলো ফুলে উঠলে মালাই গাঢ় হয়ে এলে চুলার আঁচ বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। কারণ রসমালাই ঠান্ডা হতে দিতে হবে। রস মালাই ঠান্ডা হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে।

IMG_20211030_200149.jpg
তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু রসমালাই। বাড়ীতে কোনো আত্মীয়-স্বজন আসলে আপনারা তৈরি করে সার প্রাইজ দিতে পারেন। কি দিয়ে তৈরি করেছেন না বললে কেউ বুঝতে পারবে না যে পাউরুটি দিয়ে তৈরি করেছেন। এটি সত্যি খেতে অনেক সুস্বাদু।
আশা করি, আমার এই মিষ্টি আপনাদের ভালো লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৌদি পাউরুটি দিয়ে আপনি সুন্দরভাবে রসমালাই বানিয়েছেন ।আসলে আমি কখনো পাউরুটি দিয়ে রসমালাই দেখিনি আজ প্রথম দেখলা।ম আপনার মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি শিখতে পারছি
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর ভাবে রসমালাই তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন ।ভালো থাকবেন।

ওয়াও বৌদি দারুন বানিয়েছেনতো। অনেকেই পাউরুটি দিয়ে রসমালাই বানায় কিন্তু আমি কখনো বানায়নি আপনার গুলো দেখে খুবই ভালো লাগছে ।আপনার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবো। রসমালাইগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে খুবই খেতে মন চাইছে। কালারটা দারুণ হয়েছে একেবারে দোকানের মত হয়েছে ।অনেক ধন্যবাদ বৌদি মজার একটি খাবারের রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। একবার ট্রাই করে দেখুন খুবই মজার।

বৌদি আপনি এতো সুন্দর করে রসমালাই বানিয়েছেন শুধু দেখানোর জন্য খাওয়াবেন না। আপনার রসমালাই দেখে মন ছটফট করছে কি করি এখন কোথায় যাই কোথায় পাই কোথায় খাই। আপনি পারেন না এরকম কোন জিনিস যদি থাকে আমাকে একটু বলেনতো বৌদি। সত্যি বৌদি অনেক সুন্দর হয়েছে এবং কি মিষ্টির কালার গুলো খুবই সুন্দর হয়েছে আর মিষ্টি বানানোর উপকরন গুলো আপনি অনেক সুন্দর করে দিয়েছেন। আমাদের সাথে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করার জন্য আপনার প্রতি ভালোবাসা অবিরাম বৌদি।

ধন্যবাদ, আসলে আমি সবকিছু করার চেষ্টা করি। শুধু সময়ের অভাবে পারি না। আমি একা তো তাই সবকিছু আমাকে সামলাতে হয়। আর আমি তো আপনাদের দেখে শিখার চেষ্টা করি।

ওয়াও আপু আপনি খুবই সুন্দর রসমালাই তৈরি করেছেন ।দেখে মনে হচ্ছে একদম দোকানের কিনে আনা রসমালাই।আপনি গোল বলের মত করে প্লেটে রেখেছেন যেটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগেছে।খুবই সুন্দর গোল হয়েছে।দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট রসমালাই হবে।অনেক অনেক ধন্যবাদ আপনাকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু।আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

বউদি রেসিপি মানেই জীবে জল ।মানে দেখেই জল চলে আসে জীবে ।খুবই সুন্দর একটা রেসিপি বউদি ।ধাপে ধাপে বুজিয়ে দিয়েছেন চমৎকার ভাবে যে কেউ বানাতে পারবে দেখে ।ধন্যবাদ বউদি এতো সুন্দর রসে ভরা রসমালাই উপহার দেওয়ার জন্য।

রসমালাই আমার খুবই পছন্দের একটি খাবার। আমি মাঝেমধ্যে বাসায় বানাই, কিন্তু গুড়ো দুধ দিয়ে। পাউরুটি দিয়ে কখনো রসমালাই বানানো হয়নি। আপনার পাউরুটির রসমালাই গুলো দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু আপনার কাছ থেকে নতুনভাবে রসমালাই বানানোর শিখলাম। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ দেখিয়েছেন। আমিও বাসায় চেষ্টা করব আপনার রেসিপি দেখে। ধন্যবাদ আপনাকে।

বৌদি। দিলেন তো একেবারে লোভ লাগিয়ে। তাও আবার এতো রাতে। আমি কিন্তু আমার পছন্দের সব রেসিপি লিস্ট করে রাখছি।এইযে যেমন আজকে রস মালাই, এরপরে জলপাই এর আচার।একবার শুধু যেতে পারলে সবটা ইচ্ছে পূরণ করে নিবো।
হিহিহিহি,
আপনার মিষ্টি বানানোর ফাইনাল লুক দেখে কেও বলতেই পারবেনা যে এগুলো বাসায় বানানো। জাস্ট দেখতে যা হয়েছে না!বুঝাই যাচ্ছে খেতে খুব মজা হয়েছে।

আপনি আসলে আমি সবকিছু নিজের হাতে তৈরি করে খাওয়াবো আপু।

আহা বৌদি।
অপেক্ষায় আছি সত্যি। কারণ ইন্ডিয়া তো তেমন দূরে নয়। কোনো একদিন নিশ্চয় যাওয়া হবে। 😇😇😇

এমনি আমি মিষ্টি পাগল।আর তার মধ্যে আপনি রসমালাই তৈরি করেছেন।দেখে যে কি লোভনীয় লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। দারুন একটা রেসিপি আপনি আমাদের কাছে শেয়ার করেছেন। এভাবে আমি একদিন অবশ্যই করে দেখবো। আমার দারুন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।

দেখেই খেতে ইচ্ছে করছে বৌদি । শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

আমার আপুও কয়েকদিন আগে এইভাবে পাউরুটি দিয়ে মিষ্টি বানাইছিলো। আপনার মতো করে বানায় নায় কিন্তু পাউরুটি দিয়েই করছিলো। খেতে যে কতো মজা হইছিলো তা বলে বুঝাইতে পারবোনা। আপনার মিষ্টিটার মতো দেখতে হইছিলো।

ওয়াও জাস্ট আমেজিং আমি আর আগে খোকনও এমন রেসিপি দেখি নাই অনেক ইউনিক একটি রেসিপি।দেখে অনেক লোভনীয় এবং জিবাতে পানি চলে আসলো। আপনি প্রতিটি ধাপ যা ভাবে উপস্থাপন করেছেন আমি বাসায় একবার হলেও ট্রাই করব। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

যেকোনো কিছুই একটু আনকমন হলে বেশ ভালই লাগে। নতুন কিছু চেষ্টায় সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপু। দেখে খুব খুবই সুস্বাদু মনে হচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।

অসংখ্য ধন্যবাদ আপনাকে বৌদি এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।অনেক সুন্দর হয়েছে আপনার রসমলাইর রেসিপি টি।দেখেই জিভে জল এসে গেল।আপনি প্রতেকটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ।😊

অসাধারণ রেসিপি বৌদি, পাউরুটি দিয়ে তৈরি করা রসমালাই দেখতেই খুব ভালো লাগতেছে৷ সবগুলো ধাপ আপনি সুন্দর করেই আমাদের মাঝে তুলে ধরেছেন, খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই রসমালাই রেসিপি শেয়ার করার জন্য।

আহা কি দারুন মিষ্টি দিদি
ইচ্ছে করে খেতে
এক দৌড়ে পারতাম যদি
তোমার কাছে যেতে।।

রসমালাই প্রিয় আমার
রসে ভরপুর
প্রিয় দিদি মালাই নিয়ে
আর থেকো না দূর♥♥

ছানার মিষ্টি সরের মিষ্টি দেখেছি তবে পাউরুটি দিয়ে মিষ্টি প্রথম দেখলাম।দেখবই তো আপনি মানেই দিদি নতুন এক রেসিপি আপনার জন্য অসংখ্য শুভ কামনা দিদি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিলো খাবার টি।

ভাবী এতো সুন্দরভাবে রসমালাই বানিয়ে ফেললেন।
আপনার দেখে আমিও শিখে ফেলেছি পাউরুটি দিয়ে রসমালাই বানানো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাবি এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বৌদি পাউরুটি দিয়ে রসমালাই তৈরি টা খুবই সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় খাবার আমার অনেক ভালো লাগে রসমালাই আপনার জন্য শুভকামনা রইল

আপু, আপনার পাউরুটি দিয়ে রসমালাইটা অনেক দেখতে লাগছে। খেতে নিশ্চয় অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে একদম কোনো হোটেল থেকে কেনা রসমালাই।

অনেক সুন্দর এবং সহজ ভাবে আপনে ধাপগুলোকে উপস্থাপন করেছে। এটা দেখে যেকেউ খুব সহজেই তৈরি করতে পারবে।

ধন্যবাদ আপু, এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক অনেক শুভ কামনা রইল।

হ্যা ঠিক বলেছেন এটা বানানো করে খুব সহজ। এবং খেতেও অনেক মজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দিদি আপনি খুব সুন্দর রসমালাই বানিয়েছেন। আমিও একদিন বানিয়েছিলাম। কিন্তু মিষ্টি গুলো একদম ফেটে গিয়েছিল। ভালো ভাবে হই নি। তবে দুধের স্বাদটা খুব ভালো লেগেছিল একদম দোকান থেকে কেনা মনে হচ্ছিল। কিন্তু দিদি আপনার বানানো রসমালাইটা একদম পারফেক্ট হইয়েছে। সত্যিই লোভনীয় একটা রেসিপি। ধন্যবাদ দিদি।

ওয়াও বৌদি আপনার মিষ্টি দেখে খেতে ইচ্ছে করছে।বৌদি পাউরুটি দিয়ে অনেক সুন্দর করে রসেমালাই বানিয়েছেন।সব মিলে দারুণ লাগছে। ধন্যবাদ বৌদি।

  ·  3 years ago (edited)

@ tanuja দিদি নতুন সৃজনশীল চিন্তাধারা। অনেক নরম ও সুস্বাদু হয়েছে রসমালাই তা দেখেই বোঝা যাচ্ছে। আপনি একজন মাস্টার সেফ দিদি ❤️

রসমালাই আমার খুবই প্রিয়। তবে পাউরুটি দিয়ে রসমালাই তৈরি হয় এটা আমার জানা ছিল না। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। বৌদি আপনার তৈরি পাউরুটি দিয়ে রসমালাই রেসিপি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

বৌদি পাউরুটি দিয়ে আপনি অনেক সুন্দর রসমালাইয়ের রেসিপি তৈরি করেছেন, তবে মাঝে মাঝে আমার অনেক অবাক লাগে দাদা এত খাবার খায় কিভাবে এবং দাদার বডি ফিটনেস ঠিক থাকে কিভাবে! সত্যি আমি অবাক। তবে বৌদি কখনো যদি সময় হয় আমাদের বাংলাদেশের গাইবান্ধা জেলার বিখ্যাত রসমালাই খাওয়ার দাওয়াত রইলো।

রেসিপির টাইটেল টি শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছিলাম কিন্তু পুরো বিষয়টি দেখার পর ডাবল অবাক হলাম, হি হি হি

কি চমৎকার ভাবে রসমালাই হয়েগেলো, দেখেই বুঝা যাচ্ছে স্বাদের মাত্রাটা কি রকম হতে পারে। এইডা একদম ব্যতিক্রম আইডিয়া চিন্তাই করা যায় না, বৌদি চিন্তা করলো কিভাবে? সেটাই চিন্তা করছি এখন, হে হে হে।

খুব সুন্দর হয়েছে, এটা বাড়ীতে ট্রাই করা লাগবো। ধন্যবাদ

আমার মাথায় সারাক্ষণ নতুন নতুন রেসিপি আসে ভাইয়া। আপনাদের ভালো লাগলে আমার মিষ্টি বানানো সার্থক। আমার বেশি ভালো লাগতো যদি আপনাদের তৈরি খাওয়াতে পারতাম। কারণ আমার সবাইকে খাওয়াতে ভালো লাগে। আপনার ও ভাবির জন্য শুভকামনা রইলো ভাইয়া।

পাউরুটি দিয়ে রসমালাই দারুন একটি রেসিপি তৈরি করেছেন বৌদি। আমরা বাঙালিরা ভোজন রসিক। তাই আমরা বিভিন্ন ধরনের মিষ্টি খেতে খুবই পছন্দ করি। মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই আমাদের মাথায় চলে আসে বিভিন্ন রকমের মিষ্টি তৈরির আইডিয়া। তবে আপনার পাউরুটি দিয়ে রসমালাই তৈরি রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে বৌদি। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার এখনই খেতে ইচ্ছে করছে তৈরি করে। আমি অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করব এবং আপনাদের সবার সাথে শেয়ার করব। বৌদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বৌদি রসমালাই নিঃসন্দেহে একটি মজাদার খাবার সবার জন্য। আমি এবং আমার বাড়ির সকলে তো খুবই পছন্দ করি। মাঝে মাঝে বানিয়েছি। অনেক দিন করা হয় না। তবে পাউরুটি দিয়ে কখনো করি নি। আমার খুবই ভালো লেগেছে আপনার রেসিপি টা। অবশ্যই বানাবো। সব শেষে দুধের যা রং টা এসেছে গো 👌👌👌👌👌👌 অমৃত স্বাদ যে হবে দেখেই বোঝা যাচ্ছে।

সত্যি দিদি অনেক স্বাদ হয়েছিল। আমি ও এই প্রথম আমি তৈরি করেছিলাম।

বৌদি আপনার উপস্থাপনাটা একদম সহজ-সরল। দেখে মনে হচ্ছে আমিও পারবো। রসমালাই আমারও খুব প্রিয়। আমিও একদিন বানানোর চেষ্টা করব। আপনার নিমন্ত্রণ রইল।

দিদি, অসাধারণ সুন্দর একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো। রসমালাই অত্যন্ত সুস্বাদু মিষ্টি জাতীয় খাবার। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Hi @tanuja i draw a card for you 😍
fb216fcc3b64077127f78108de2cfd90.jpg

ওয়াও বৌদি পাউরুটি দিয়ে রসমালাই তৈরির কেন ভাল লাগলো। এর আগে আমি একবার রসমালাই তৈরি করেছিলাম কিন্তু তা শুধুমাত্র দুধ দিয়ে। কিন্তু আপনি পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করলেন এটা একেবারে নতুন একটি পদ্ধতি। রশমালাই আসলে সবারই পছন্দের। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ আপু।আমি ও অনেক দিন আগে দুধ দিয়ে বানিয়েছিলাম।

দিদি আপনি একের পর এক লোভনীয় রেসিপি দিয়ে যাচ্ছেন । দাদা তো মহা খুশি আমি জানি। এটাও জানি দাদা খেতে ভালবাসে।আমি রস মালাই আর পাউরুটি খেয়েছি যাত্রা পথে। খুবি ভাল লাগে।আপনাকে ধন্যবাদ দিদি এত সুন্দর একটা রেসিপি বাড়িতে তৈরী করে দেখানোর জন্য। ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।

পাউরুটি দিয়ে কোনো দিন রসমালাই তৈরি করি নি। আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম। আমিও একদিন চেষ্টা করবো। আপনার তৈরি রসমালাই রেসিপিটি দেখেই খেতে ইচ্ছা করছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিলো। আমার কাছে একদম ইউনিক রেসিপি। বৌদিকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ সুন্দর সুন্দর রেসিপি উপহার দেবার জন্য।

ওয়াও আপু দারুন দারুন , আপু এই ভাবে মিষ্টি বানানোর রেসিপি আমি আজ প্রথম দেখলাম ,একদম উনিক ছিল ,দেখে মনে হচ্ছে অনেক মজার মিষ্টি এটা , আপনি সব গুনে গুনামব্বিত আপু ,দাদা তাই বলে খাবার দেখে লাভ সামলাতে পারেনা ,অনেক অনেক সুন্দর আর উনিক একটি রেসিপি ছিল , অনেক ধন্যবাদ আপু।

বৌদি পাউরুটি দিয়ে রসমালাই তৈরি দেখে তো আমার জিভে পানি চলে এসেছে 😋😋😋
বৌদি খুব ইচ্ছে করছে খেতে খুব লোভনীয় লাগছে।
বৌদি পাউরুটি দিয়ে রসমালাই খেতে মনে হয় খেতে অনেক অনেক টেস্টি হয়েছে?

বৌদি এই রেসিপি টা আমি কালকেই তৈরি করে খাবো।
অসংখ্য ধন্যবাদ বৌদি এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

বাহ,দারুণ হয়েছে তো রসমালাই।দেখেই খেতে মন চাইছে।খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে।ধন্যবাদ বৌদি।

পাউরুটি দিয়ে আপনার রসমালাই রেসিপিটি চৎমতকার হয়েছে।েদখেতে অনেক সন্দুর হয়েছে।খেতে নিশ্চয়ই অনেক চমৎকার হবে।রসমালাই আমার অনেক প্রিয়।আপনার রেসিপি অসাধারণ হয়েছে।