আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি । আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খেলা বিষয়ক কিছু তথ্য।
খেলতে আমি কিভাবে গেছি?
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নয়টায় আমি খেলার উদ্দেশ্যে বের হই ।দশটায় আমি জামালপুর জেলায় সরিষাবাড়ী উপজেলা গণ ময়দান মাঠ এ উপস্থিত হই।এই হচ্ছে খেলার মাঠ।এই মাঠে আমি খেলায় অংশগ্রহণ করি।
খেলা শুরু হয় কিভাবে ও কখন?
খেলার মাঠে গিয়ে পৌঁছায় সকাল দশটায়।আমাদের টিম ও বিপক্ষ টিম সাড়ে দশটার মধ্যে অবস্থিত হয় ।আমাদের খেলা শুরু হতে হতে প্রায় এগারোটা বেজে যায়।এই ক্রিকেট খেলায় মূলত দুটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে আমরা একটি দল এবংআরেকটি বিপক্ষ দল।প্রথমে আমার দলের অধিনায়ক ও বিপক্ষ দলের অধিনায়ক টস করে ।বিপক্ষ দল টসে জিতে তারা আমাদের ফিল্লিং করার সিদ্ধান্ত দেয়।
খেলার নিয়ম কানুন ও খেলোয়াড় লিস্ট
একটি টিমের ১৫ জন খেলোয়াড়ের লিস্ট দেয়া থাকে। এরমধ্যে খেলার মাঠে মূলত অংশগ্রহণ করতে পারে মোট ১১জন খেলোয়াড়।১৬ ওভারের খেলায়,৪ পাওয়ার প্লে থাকে।আর বলে দেওয়া থাকে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হইবে।
আজকের খেলায় আমার ব্যক্তিগত কিছু অংশ তুলে ধরছি
সত্যি কথা বলতে আমি ক্রিকেট খেলাকে অনেক ভালোবাসি।ক্রিকেট খেলাটা আমার পেশা না শুধুই নেশা, তাই আপনাদের সকলের দোয়ায় আমি মোটামুটি ক্রিকেট খেলতে পারি।আমি মূলত আপনাদের দোয়ায় বল করে থাকি,ব্যাটিং ও করতে পারি।আজকে আমার খেলায় সঞ্চয়, ৩ ওভার বল করে তিন উইকেট পাই,ব্যাটিং রান করি 22।দুঃখজনক হলেও সত্য যে আজকের ম্যাচটা আমরা হেরে যাই।
বিশেষ মন্তব্য
অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।আমি যেন আরো ভালো খেলতে পারি এবং আপনাদের কাছে ভালো ভালো কিছু খেলার অংশ শেয়ার করতে পারি।
অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনি ভাই। জেনে খুব কষ্ট পেলাম যে আপনারা ম্যাচটি হেরে গেছেন। আপনার জন্য শুভকামনা রইল যেন প্রতিনিয়ত ভালো ক্রিকেট খেলে যেতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ ভাইয়া আমার জন্য দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit