সব চাইতে ভয় হলো কপি-পেস্ট এবং মাইক্রো পোস্ট দাতাদের নিয়ে । এরা স্প্যামিং করে বেশি । এবং স্টিমিটের রিয়ার্ডস পুলের একটা বড় অংশ এখনো এই স্প্যামারদের একাউন্টে ঢুকছে । আর আমরা গুড কোয়ালিটি পোস্টাররা বঞ্চিত হচ্ছি । এরপর আছে প্ল্যাগিরিজম যারা করে তারা । অন্যের ওরিজিনাল কনটেন্ট থেকে চুরি করে সামান্য রদবদল করে শেয়ার করে স্টিমিট প্ল্যাটফর্মে এবং নিজের অরিজিন্যাল কনটেন্ট বলে দাবী করে থাকে । এরাও সম্পূর্ণ অনৈতিকভাবে রিয়ার্ডস পুল থেকে একরকম বলা চলে স্টিম চুরি করছে ।
সর্বশেষে কথা বলবো পোস্ট রিপিটারদের নিয়ে । এরা অদ্ভুত চরিত্রের লোক । নিজের করা পোস্ট যেগুলি থেকে ইতিমধ্যে ইনকাম করেছে সেগুলিই ঘুরিয়ে ফিরিয়ে স্টিমিটের একাধিক বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করে রিয়ার্ডস পুলকে লুঠ করছে ।
এই ধরণের পরিস্থিতি সামাল দেয়ার জন্য একটা অটোনোমাস মনিটরিং সিস্টেম থাকা জরুরি। যার কাজ হবে মনিটর করে দায়িত্বরত টিম কে জানানো। এই টিমের কাজ হবে সিগন্যাল অনুযায়ী ম্যানুয়ালী পর্যবেক্ষণ করা। সেই টিম @rex-sumon এর সাজেস্ট করা আইডিয়ার ওপর বেজ করে হতে পারে অথবা অন্য যেকোন উপায়ে। তবে সেই টিম মেম্বার চয়নের ক্ষেত্রে তার স্টীম পাওয়ার এবং রেপুটেশন দেখা জরুরি, কারণ অরথনৈতিক অভাব থাকলে স্বভাব চেঞ্জ হতে বেশি সময় লাগে না।