আকাশ এবং ফুলের ফটোগ্রাফি।

in hive-129948 •  2 years ago 
14 September, 2022
২৭শে কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ


🌼আস‌সালামুআলাইকুম/আদাব🌼

                🌹


আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে জানাই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 😌 আজকে আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
IMG_8634.JPG

Location

Device: Canon 450D with (50-250) zoom lens


আজ থেকে প্রায় দু বছর আগে আমি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলাম কিন্তু সেগুলো ঠিকমতো সংগ্রহ করতে পারেনি। তাই অনেক ভালো ভালো ছবি আজ খুঁজে পাচ্ছি না। উক্ত গোলাপ ফুলের ছবিটি আমি আমার নিজ বাসাতেই তুলেছিলাম। শীতকালের গোলাপ আমাদের বাড়িকে অনেক সুন্দরময় করে তুলেছিল। এই ছবিতে কোনো ধরনের এডিট করা হয়নি।

0607-2019-11088059058090487997.jpg

Location

Device: Canon 450D with (50-250) zoom lens

এই ছবিটি একই জায়গায় তুলেছিলাম। ছবিটি মূলত গোলাপ ফুলের গাছের। টবের মধ্যে গোলাপ গাছ লাগিয়েছিল । এই গাছটতে কোন ফুল ছিল না।সকালবেলা সূর্যের মিষ্টি রোদ গাছের পাতাগুলোতে এসে আলতোভাবে পড়েছিলো। তখন সরাসরি দেখতে অনেক সুন্দর লাগছিল। ছবিটি আমি লাইট রুম অ্যাপ্লিকেশন দিয়ে একটু এডিট করেছিলাম।

IMG_5900.JPG

Location

Device: Canon 450D with (50-250) zoom lens

এই ছবিটি মূলত একটি ছোট্ট ফুলের। এই ফুলের কোন গন্ধ নেই। রাস্তার পাশে ধুলো ভরা গাছের মধ্যে হঠাৎ করে ফুলটি আমার চোখে পড়ে গেলো। ক্যামেরার জুম লেন্সের সাহায্যে জুম করে তুলেছি বলে এত বড় মনে হচ্ছে। এ ফুল রাস্তার পাশে থাকা ঝোপঝাড়ে পাওয়া যায়। মূলত শীতকালের শুরুতে এই ফুলের দেখা পাওয়া যায়। আমার জানামতে এই ফুলের নাম লিপিয়া আলবা। ফুলটি তুলনামূলক ছোট হলেও দেখতে অনেক সুন্দর।

IMG_4306.jpg

Location

Device: Iphone 6s with back camera

রংধনুর সাথে আকাশের এই ছবিটি আমি মূলত আবার ফোনের ক্যামেরা দিয়ে তুলেছিলাম। ছবিটি মূলত বিল্ডিং এর পাঁচতলা থেকে তোলা হয়েছে। আমি একদিন বিকেল বেলা ছাদে উঠে বসে ছিলাম তখন আকাশের এই সুন্দর দেখে এই ছবিটি তুলে ফেলি। আমি যেখানে থাকি সেই মেচের ছাদ থেকে তুলেছিল। ছবিটা তোলার পর ফোনের এডিটের অ্যাপ দিয়ে একটু এডিট করে দিয়েছিলাম।

📸সব ছবির কারিগর📸

মোহাম্মদ তাশিক
                😊


ফটোগ্রাফি নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত

আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসি । ফটোগ্রাফি করা অনেক মানুষের শখ। অনেকে আবার এই শখটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে। আমারও ইচ্ছা আছে আমি ফটোগ্রাফিকে একদিন প্রফেশন হিসেবে নিব। সবাই ফটোগ্রাফি করতে ভালো না বাসলেও সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে সবাই ঠিকই ভালোবাসে। আমার ব্যক্তিগত কারণে আমি গত অনেকদিন যাবত নিয়মিত পোস্ট করতে পারি নাই । এখন থেকে আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দিব ইনশাআল্লাহ ।আজকে এ পর্যন্তই পরের পোস্টগুলোতে আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ


😇চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন😇


FacebookInstagramTwitter

আমার সংক্ষিপ্ত পরিচয়

IMG-2224.JPG

IMG_5972 (1).JPG

আমার নাম মোহাম্মদ তাশিক। সবাই আমাকে তাশিক নামেই চেনে😇 আমি একজন মুসলিম এবং আমি বাংলাদেশের নাগরিক। বর্তমানে আমি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। ট্রাভেল এবং ফটোগ্রাফি আমার নেশা। নতুন নতুন জিনিস শেখার প্রতি আমার প্রচুর আগ্রহ রয়েছে। আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি। আমি অনেক মিশুক। একজন বাঙালি হিসেবে আমি গর্বিত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আকাশ এবং ফুলের খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। রংধনুর সাথে আকাশের যে ফটোগ্রাফিটি রয়েছে সেটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এমনিতে প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই চমৎকার ছিল। প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা খুবই সুন্দরভাবে সময় দিয়ে লিখে শেয়ার করেছেন। ফটোগ্রাফি আমার খুবই পছন্দের করতে এবং দেখতে খুবই ভালো লাগে।

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে এটা শুনে অনেক খুশি হইলাম। দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের উপহার দিতে পারি। 🥀

আপনি তো দারুন ফটোগ্রাফি করেন ভাইয়া। আপনার আকাশ এবং ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি। কমপক্ষে সাতটি ফটোগ্রাফি শেয়ার করার নিয়ম রয়েছে। আশা করি এর পরের বার থেকে এইদিকটাতে লক্ষ্য রাখবেন। আকাশের রংধনুর ফটোগ্রাফিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। পরের পোস্টগুলোতে আরো সুন্দর সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ‌।🥀

আই ফোনের ফটোগ্রাফি সব সময় ভালো আসে। আর ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে, তবে মাত্র চারটি ফটোগ্রাফি শেয়ার করেছেন, আশা করি আগামী পোস্টে আরও বেশি ফটোগ্রাফি শেয়ার করবেন।

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 🥀

আপনার এই পোস্টটি নিয়ম অনুযায়ী সঠিক হলেও এ ধরনের পোস্ট আমরা সাধারণত কিউরেশনে দিই না। এরপর থেকে ফটোগ্রাফি পোস্টে চেষ্টা করবেন একটু বেশি ছবি দেয়ার। সেই সাথে প্রতিটি ছবির সাথে কয়েক লাইনের বর্ণনাও থাকতে হবে। আপনি এই পোস্টে মাত্র চারটি ছবি ব্যবহার করেছেন। কমিউনিটির ভেরিফাইড মেম্বারদের ফটোগ্রাফি পোস্টগুলি খেয়াল করে দেখবেন। সেখানে ছবির পরিমাণ অনেক বেশি থাকে। তাছাড়া আপনার পোস্টে কিছু ভুল রয়েছে। আপনার ভাষাগত দক্ষতার উন্নতি প্রয়োজন। ধন্যবাদ আপনাকে।

আমি পরের ফটোগ্রাফি পোস্টগুলোতে ছবির সংখ্যা বাড়িয়ে দিব। আর কথাগুলোকে একটু ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব।

আপনি ফুল এবং আকাশের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগলো। আপনার বাসার ছাদের উপর গোলাপ ফুলের ফটোগ্রাফিটি খুব অসাধারণ লাগলো আমার কাছে। খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে।