স্বরচিত কবিতা : " তুমি আর আমি "

in hive-129948 •  3 days ago 

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250226_104207_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আজকের কবিতাটি মূলত নিজের প্রিয় মানুষ এবং নিজেকে নিয়ে লিখেছি। কবিতার ভাষা এবং ছন্দ আসলে অনেক শব্দ দিয়ে মেলানো যায়। তবে চেষ্টা করেছি কিছু কিছু সুন্দর প্রকৃতির সাথে মিলিয়ে নিজেদেরকে প্রদর্শন করার। বর্তমানে কিন্তু সুন্দর প্রকৃতির সুন্দর অনুভূতি গুলো নিজেদের সাথে মিলিয়ে যায়। আমাদের অনুভূতিগুলো যেমন সুন্দর, তেমনি আমাদের চারপাশের জিনিসগুলো অনেক বেশি সুন্দর। এইজন্য সমুদ্র কিংবা নদী দুটোই আমাদের মতো সুন্দর। হয়তোবা আমরা প্রকৃতির সাথে মিশে যাই। তখন চারপাশের এই সুন্দর জিনিসের সাথে মিলিয়ে যেতে ইচ্ছে করে। তাই নিজের প্রিয় মানুষ আর নিজে এই সব কিছুর সাথে তুলনা করেই আজকের কবিতাটি লিখলাম। তবে এই কবিতার লাইনগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

" তুমি আর আমি "

তুমি যদি তীক্ষ্ণ হও,
আমি হব মায়া।
তুমি যদি কঠিন হও,
আমি হব ছায়া।

তুমি যদি আকাশ হও,
আমি হব মেঘ।
তুমি যদি চঞ্চল হও,
আমি হব নিরব।

তুমি যদি উষ্ণ হও,
আমি হব শীতল।
তুমি যদি সাগর হও,
আমি হব ঢেউ।

তুমি যদি পাখি হও,
আমি হব ডানা।
তুমি যদি স্নিগ্ধ হও,
আমি হব মুগ্ধ।

তুমি যদি প্রকৃতি হও,
আমি হব ফুল।
তুমি যদি মিষ্টি হও
আমি হব দুষ্টু।

তুমি যদি সকাল হও,
আমি হব সন্ধ্যা।
তুমি যদি আলো হও
আমি হব আলোকিত।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Screenshot_2025-02-27-09-36-28-97_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-27-09-34-30-46_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

প্রিয় মানুষ মানে হচ্ছে নিজের মনের অন্যরকম এক অনুভূতির ছোঁয়া। প্রিয় মানুষ পাশে থাকলে সব কিছু জয় করার ইচ্ছা শক্তি তৈরি হয়। প্রিয় মানুষটিকে নিয়ে মনের মধ্যে নানা রকম জল্পনা কল্পনার সৃষ্টি হয়। তুমি আর আমি কবিতা টির মধ্যে আপনি সেই রকম কিছু কল্পনা জল্পনা এবং মনের অনুভূতি দিয়ে লিখেছেন। খুবই ভালো লাগলো আপনার কবিতাটি। আশা করি আগামীতে আপনার থেকে আরও নিত্য নতুন কবিতা পড়তে পারবো।

প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। এই ধরনের রোমান্টিক কবিতা গুলো পড়তে ভালো লাগে। আপনার লেখা প্রত্যেকটা লাইন দারুন ছিল। সহজ ভাষায় পুরো কবিতাটা লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

দারুন কবিতা লিখেছেন আপু, আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। বেশ চমৎকারভাবে কবিতাটি লিখেছেন। ধন্যবাদ আপু কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনার স্বরচিত তুমি আর আমি কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আসলে কবিতা লেখা এত সহজ নয়। সময় দিয়ে ধীর স্থির মনে লিখতে হয়। তাহলে খুব সুন্দর কবিতা লিখা যাই। আজকে আপনি মনের মানুষকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা মাধ্যমে অনুভূতি শেয়ার করলেন। আপনার কবিতাটি পড়তে চমৎকার হয়েছে।

অনেক দারুণ কবিতা লিখেছেন। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার লেখা কবিতাগুলো আমি বলতে সবসময় অনেক বেশি ভালোলাগে।কবিতার প্রত্যেকটি লাইন ছন্দের সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

বাহ আপু আপনি তো মনের অনুভূতি দিয়ে সুন্দর কবিতা লিখেছেন।তুমি আর আমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে নিজের ভালোবাসার মানুষ এবং নিজেকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করে কবিতা লিখলেন। তবে আপনার আবেগ ভরা কবিতা পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি ছন্দ মিলিয়ে লিখে শেয়ার করার জন্য।