জেনারেল রাইটিং:- ব্যর্থ না হলে সফলতা মেলেনা।

in hive-129948 •  17 days ago 

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20241102_105456_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

জীবনে সফলতা অর্জন করার জন্য প্রথমে আমাদেরকে ব্যর্থ হওয়া লাগে। যদি আমরা কখনো ব্যর্থ না হই, তাহলে কখনো সফলতা মিলবে না আমাদের জীবনে। কোনো কিছুই একেবারে সহজ নয়, আবার কোনো কিছুই একেবারে কঠিন নয়। আমি মনে করি সফলতা অর্জন করার জন্য ব্যর্থতা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারন একটা কাজে যদি আমরা ব্যর্থ না হই, তাহলে সেটা ভালোভাবে শিখতে পারবো না। এরকম অনেক মানুষ রয়েছে যারা কোনো কাজে ব্যর্থ হলে সেই কাজটা আর দ্বিতীয়বার করতে চায় না। কারণ তারা মনে করে একটা কাজে একবার ব্যর্থ হয়েছে মানে, সেই কাজটা তাদের দ্বারা কখনো হবে না।

আসলে এরকমটা না করে আমাদের সবার উচিত, একটা কাজে ব্যর্থ হওয়ার পরেও সেই কাজটা বারবার করার জন্য চেষ্টা করা। আর নিজের মধ্যে ধৈর্য টাকে ধরে রাখা উচিত। কারণ আমাদের মধ্যে ধৈর্য না থাকলে আমরা কখনো কোনো কিছু ভালোভাবে করতে পারব না। ধৈর্য এবং পরিশ্রমের সাথে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করলেই, আমরা সফলতা অর্জন করতে পারবো। ছোট ছোট ব্যর্থতা গুলো থেকেই আমরা নতুন করে অনেক কিছু শিখতে পারি। আর এই শিক্ষাটাই আমাদের জীবনে সবথেকে বেশি জরুরী। আর এই শিক্ষার কারণে পরবর্তীতে ভুল করার আগে আমরা অনেক বেশি ভেবে থাকি।

আর ছোট ছোট এই ব্যর্থতা গুলোর কারণে এগুলো শুধরে নেয়ার পর, এরকম ভুল আমাদের দ্বারা অনেক কম হয়। ছোট ছোট ব্যর্থতা গুলোকে ধৈর্য এবং পরিশ্রমের সাহায্যে মোকাবেলা করা লাগে। তবেই আমরা ছোট ছোট সফলতা অর্জন করবো, আর পরবর্তীতে অনেক বড় সফলতা অর্জন করতে সক্ষম হব। ব্যর্থতা জীবনে আসা জরুরি কারণ এই ব্যর্থতা গুলোর থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। সফলতা অর্জন করার পর একসময় আমরা এটা বুঝতে পারি, জীবনে ব্যর্থতা যদি না আসতো তাহলে কোনো কিছু কখনো সম্ভব হতো না। এই সফলতা কখনো অর্জন করতে পারতাম না।

সবকিছুর পেছনেই রয়েছে ধৈর্য আর সাহসিকতা এবং পরিশ্রম। আমরা সবাই জানি পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আর ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। এইজন্যই এগুলোকে নিজের মধ্যে রাখতে হবে। ধৈর্য হারিয়ে ফেললে চলবে না। আমরা যদি ছোট ছোট ব্যর্থতাগুলোর থেকে শিক্ষা অর্জন করি, তাহলে পরবর্তীতে সফলতা অর্জন করতে পারব। আর তারপর অন্যদেরকেও এগুলো করার জন্য উৎসাহিত করতে পারব। তখন দেখা যাবে আমাদের জন্য এরকম হাজারো মানুষ সফলতা অর্জন করতে সক্ষম হবে। তখন নিজের কাছে আরো বেশি ভালো লাগবে।

ব্যর্থতা কখনো মানুষকে নিরাশ করে না বরং মানুষ নিজেই ব্যর্থতা দেখে নিরাশ হয়ে যায়। নিরাশ না হয়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার বারবার চেষ্টা করতে হবে। আর আমাদের এই চেষ্টার মাধ্যমেই আমরা ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে পারব। এজন্যই আমি মনে করি ব্যর্থ না হলে সফলতা মেলেনা। আর এটা সবারই বিশ্বাস করা দরকার বলে আমার মনে হয়। এখনো পর্যন্ত যারা সফলতার মুখ দেখেছে, তারাই জানে ব্যর্থতা তাদেরকে কতটা সাহায্য করেছে। কিছু সফল মানুষের মুখ থেকে তাদের সফলতার কথা শুনলেই আমরা ভালোভাবে সবকিছু বুঝতে পারবো। আজ এই পর্যন্তই লিখলাম। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন আপু। আসলে যারা ব্যর্থ হয় তারা সাফল্যতার জন্য ছুটে চলে সামনের দিকে। আর ব্যর্থতা কিন্তু সফলতা পথ দেখানোর মেন হাতিয়ার।

একদম ঠিক বলেছেন আপু। আমার পোস্টে সময় দিয়ে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ব্যর্থতাই সফলতার একটি ধাপ। জীবনে সফলতা পেতে হলে হাজার বার ব্যর্থতার শিকার হতে হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। আপনার এই টপিক টি দেখে বেশ কিছু জিনিস জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

একদম ঠিক বলেছেন ভাইয়া। ব্যর্থতা ও জীবনে অনেক বেশি প্রয়োজন। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

খুব সুন্দর একটি টপিকস নিয়ে বর্ণনা করলেন আপু আপনি। আপনি ঠিকই বলছেন জীবনে ব্যর্থতা না আসলে কখনো সফলতা অর্জন করা যায় না। এই ব্যর্থতার জের ধরে মানুষ খুব সুন্দরভাবে এগিয়ে যায়। ফলে সফলতা খুব সুন্দর ভাবে এগিয়ে আসে।

হ্যাঁ ব্যর্থতা না আসলে কখনোই সফলতা অর্জন করা যায় না এটাই সত্য।

ব‍্যর্থতা হলো সফলতার পূর্বশর্ত। যদি কেউ বলে আমি কখনও ব‍্যর্থ হইনি তবে আমি বলব সে কখনও সফলও হয়নি। মানুষ জীবনে যতবার ব‍্যর্থ হয় ততবার নতুন কিছু নতুন ভাবে নতুন করে শেখে। আর ব‍্যর্থতা শেষে ভেঙে না পড়ে আবার চেষ্টা করার মানসিকতায় মানুষ কে সফলতা এনে দেয়। সুন্দর লিখেছেন আপু।

এই যে ব্যর্থ হয়নি সে কখনো সফল হয়নি। তাই ব্যর্থতা আশা ও গুরুত্বপূর্ণ।

সফলতা ব্যর্থতার একটি অংশ।ব্যর্থ না হলে সফলতার আনন্দ গ্রহণ করা যায়না সেইভাবে।ভালো লাগলো আপনার লেখনী আপু।ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপু আপনার পোষ্টের সাথে আমি একমত। ব্যর্থ না হলে সফলতা অর্জন করা যায় না। প্রতিটি ব্যর্থ থেকে মানুষ শিক্ষা নেই। আর এই শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তাই আমি মনে করি প্রত্যেক মানুষের জীবনে ব্যর্থ আসা দরকার। এবং ব্যর্থ থেকে শিক্ষা নিয়ে জীবনে অনেক উন্নতি করতে পারে। সুন্দর করে পোস্ট শেয়ার করেছেন।

আপনি আমার পোষ্টের সাথে একমাত্র শুনে ভালো লাগলো। অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন পুরো পোস্টে সুন্দরভাবে পড়ে।