আমার করা গত মাসের ডাই পোস্টের সংগ্রহশালা ।steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। কিন্তু আমি আজকে অন্য কোন পোস্ট নিয়ে আসিনি। আমি এই পুরো এক মাস ধরে কি কি ডিজিটাল ডাই পোস্ট করেছিলাম সবগুলো পোস্ট একসাথে সংগ্রহশালা তৈরি করার চেষ্টা করলাম। সবার যখন সংগ্রহশালার পোস্ট গুলো দেখি আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ সংগ্রহশালা পোস্ট এর মাধ্যমে অনেকগুলো পোস্ট একসাথে দেখা যায়। এছাড়াও কোন পোস্ট যদি করে থাকেন তাহলে সংগ্রহশালা পোস্ট এর মাধ্যমে দেখে নিতে পারেন। এইজন্য আমি আমার গত মাসের সবগুলো ডিজিটাল ডাই পোস্ট একসাথে আরো একবার আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের পোস্টের রিভিউ আপনাদের ভালো লাগবে।

1663902749288.jpg

পোস্ট - ১ :


নারিকেল পাতা দিয়ে তৈরি ঝুড়ি :

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYCwi4dtoUqMBsHyVqXG6m21t7wkSx7B49MxSVxLWKwAGZZQEerAEsqJd4EawEFysgEMUdn7SAxggnTNJUXQT8.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন

এই পোস্ট হচ্ছে নারিকেল পাতা দিয়ে তৈরি একটি ঝুড়ি। নিশ্চয়ই এটা দেখে আপনাদের পরিচিত মনে হচ্ছে। কারণ আপনারা সবাই এই পোস্ট অনেক বেশি পছন্দ করেছিলেন। ছোটবেলাতে আমরা নারিকেল পাতা দিয়ে খেলনা জাতীয় অনেক কিছুই তৈরি করতাম। কিন্তু এখন তো আসলে এইরকম কিছু দেখাই যায় না। আগের সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে আনতে আমি আবারও প্রচেষ্টা করলাম। এমনকি আমি সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। অনেকেই কমেন্টের মাধ্যমে লিখেছিলেন তাদের ছোটবেলার স্মৃতিগুলোর কথা। এই পোস্ট আরো একবার দেখতে পেয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।

পোস্ট - ২ :


নারিকেল পাতা দিয়ে তৈরি লাভ চিহ্ন :

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6WjjLr8RbkXAtTkmEkgHBWdmNyXufkLLseGdgQdKt298r6XtVc8qpfuqY6zE27rsg18vYk1vnPsXKBh5YQMC.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন

এটাও নারিকেল পাতা দিয়ে তৈরি করা একটি হার্ট চিহ্ন। আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। আর এটাও ছিল তার একটা প্রচেষ্টা। বিশেষ করে এই চিহ্নটা আমাদের জীবনে অনেক সুখ দুঃখ হাসি সবকিছুই ফিরিয়ে আনে। আর যেটা হচ্ছে ভালবাসার চিহ্ন। আর আমি যখন এটা তৈরি করেছিলাম আমার কাছে অসম্ভব ভালোই লেগেছিল। বিশেষ করে এর সাথে আমাদের জীবনে অনেক কিছুই জড়িয়ে আছে। আমি যখন এটা তৈরি করেছিলাম সবাই সবার মত করে অনেক কিছুই লিখেছেন। এমনকি আমি আমার কাজে সফলতা পেলাম। এই পোস্ট আরো একবার দেখতে পেয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।

ধাপ ৩ :


রঙিন কাগজ দিয়ে তৈরি স্টার :

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY2zVZhUVuyQQcVpQFofMZ1QvvZ5xqoP2FSDHvRVssDKWLGKYb8wWhKpWzqD4RLmpemZ9ngQgniCZRofjvNawp.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন

এটা হচ্ছে রঙিন কাগজ দিয়ে তৈরি করা একটি স্টার। আমাদের কমিউনিটিতে রঙিন কাগজ দিয়ে সবাই অনেক কিছুই তৈরি করার চেষ্টা করে। আর আমি মনে করি এটা তৈরি করাটা অনেক প্রচেষ্টার একটি কাজ। বিভিন্ন রংবেরঙের এই কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করলে দেখতেও অসাধারণ লাগে। আর এইসব কাজগুলো করতে আমি মনে করি আমাদের সবার ভীষণ ভালো লাগে। এগুলো আবার ঘর সাজাতেও অনেক ভালো লাগে, আবার আমরা চাইলে বাচ্চাদের খেলনা হিসেবে অনেক কিছু তৈরি করতে পারি। এই সবকিছু আমাদের জন্য বেশ ভালো। সবার প্রতিটি কাজকে প্রাধান্য দিয়ে আমি আমার মতো করে এটা তৈরি করেছি। আশা করি এই পোস্ট আরো একবার দেখতে পাই আপনাদের ভালো লাগবে।

ধাপ ৪ :


নাশপাতি ফল দিয়ে হাঁস তৈরি। :

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6iLRm8U5dERZA5osJfRe5NPjMYHzpbaPxqU9ApRKHAPYxZpLF5KFs8tEBxSvd3FMMdFMHBGiCMMNNMb9oRtA.jpeg

পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন

এটা হচ্ছে আমার আরেকটা সৃজনশীলতা। আমি নাশপাতি ফল দিয়ে হাঁস তৈরি করেছিলাম। কি ভাবছেন ? আমি খাবারের জিনিস নষ্ট করলাম। কিন্তু না হাঁস তৈরি করার পর এগুলো আবার খেয়ে ফেলেছিলাম। আসলে এটা তো শুধুমাত্র একটা ডেকোরেশন। আর আমি যখন এটা তৈরি করেছিলাম অনেকেই দেখলাম আপেল এবং নাশপাতি ফল দুটো গুলিয়ে ফেলেছেন । অনেকে এটাকে আপেল বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আসলে আপেল ভিন্ন একটা ফল, আর নাশপাতি ভিন্ন একটা ফল। দেখতে অনেকটাই মিল রয়েছে । সবাই কিন্তু আমার এই পোস্টের অনেক প্রশংসা করেছিল । আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছে। এইজন্য এই পোস্টটা দেখতে পেয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।

আশা করব আমার এই সুন্দর সুন্দর ডাই পোস্ট গুলো দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারো আসবো নতুন কিছু নিয়ে। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।

পোস্ট বিবরণ

শ্রেণীরিভিউ পোস্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল নাশপাতি ফল দিয়ে তৈরি হাঁস পাখির দৃশ্যটি। আসলে এমন আইডিয়া আপনার মাথায় যে কোথা থেকে এসেছে চিন্তা করা যায় না। আর যাই হোক মোটামুটি প্রত্যেকটা পোস্ট ভালো লেগেছিল আমার।

নাশপাতি ফুল দিয়ে হাঁস তৈরি করার পোস্ট আমার নিজের কাছেও ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

বাহ্ কি চমৎকার হাতের কাজ। নারিকেল পাতা দিয়ে তৈরি ঝুড়ি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার সব গুলো ডাই প্রজেক্ট আমার ভীষণ ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

নারিকেল পাতা দিয়ে ঝুড়ি তৈরি করতে বেশ ভালোই লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

গত মাসে আপনি চমৎকার কিছু ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমি আপনার দুটি পোস্ট দেখতে পারিনি এছাড়া বাকি গুলো দেখেছি। আজ একসাথে আবারও দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে আপু

আপনি দুইটা পোস্ট দেখেননি কিন্তু রিভিউ দেওয়ার কারনে দেখতে পেরেছেন এটা জেনে ভালো লাগলো।

আপনার এই পোস্ট গুলো আগে মনে হয় দেখা হয়নি। তবে আজকে সবগুলো পোস্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। এ পোস্টগুলোর ভিতর দুটো পোস্ট আমার খুবই ভালো লেগেছে তা হল নারিকেল পাতা দিয়ে তৈরি ঝুড়ি এবং নাশপাতি ফল দিয়ে হাঁস তৈরি। তবে বাকিগুলোও যথেষ্ট সুন্দর ছিল।

আগে না দেখলেও এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এটা জানি বেশি ভালো লাগলো।

আপনি অনেক সুন্দর করে আপনার করা গত মাসের ডাই পোস্টের সংগ্রহশালা শেয়ার করেছেন। সময়ের কারণে সবগুলো আমি দেখতে পারিনি। এখন একসাথে এতগুলো ডাই পোস্ট দেখে খুব ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

একসাথে ড্রাই পোস্ট গুলো দেখতে পেয়ে আসলেই ভীষণ সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।