হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
অতীত এমন একটা জিনিস, যার থেকে আমাদের অনেক কিছুই শেখার রয়েছে। তাই জন্য আমাদেরকে অতীত থেকে বেশ কিছু বিষয় শেখা লাগে অনেক বেশি। অভিজ্ঞতার মাধ্যমে মানুষ বেশি শিখতে পারে। যেহেতু অতীতে আমাদের সাথে অনেক কিছুই হয়েছে, তাই জন্য অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি। আর তার থেকে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। যা শিখতে হবে ভালোভাবে। যেন পরবর্তীতে আরো ভালো কিছু হয়। অতীত থেকে শিখতে পারলেই আমাদের বর্তমান জীবন আর ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হতে পারে। তাই জন্য অতীত থেকে শেখা সবথেকে বেশি জরুরী।
আমরা বর্তমানে যে অবস্থায় থাকি না কেন, তাকে মেনে নিতে হবে। আর আমাদেরকে এটা মনে করতে হবে, বর্তমানটাকে কিভাবে আমরা সুন্দর করতে পারি। একটা মানুষের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে জন্য বেঁচে থাকা। কেউ কেউ রয়েছে যারা বর্তমানে ভালো ভাবে রয়েছে, আবার কেউ খারাপ ভাবে রয়েছে। কিন্তু আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকার চিন্তাটা সবার আগে করতে হবে। আমরা বর্তমানের জন্য বাঁচবো অন্য কোনো কিছুর জন্য নয়। আজকে যেটাই হোক না কেন, ভবিষ্যতে যেন ভালো কিছু হয় এটাই আমরা চাইবো। নিজের জীবনটাকে সুন্দর করা উচিত।
একটা মানুষের জীবনে আশা ভরসা অনেক বেশি থাকে। তবে আগামীর জন্য আশা রাখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আগামীতে আজকের থেকে আরো ভালো কিছু হবে, এটা নিয়েই আসা জাগাতে হবে নিজের মনের মধ্যে। আগামীতে যেন ভালো কিছু হয়, তার আশা জাগিয়ে ভালোভাবে কাজ করতে হবে। অনেক কিছুর জন্যই তো আমরা আশা রাখি। তবে এগুলোর ভেতর সবথেকে বেশি জরুরি হচ্ছে আগামীর জন্য আশা রাখা। যেটা কিছু কিছু মানুষ একেবারেই পারেনা। বর্তমান পরিস্থিতি অনেকেই মেনে নিতে পারে না যাদের সাথে খারাপ কিছু হয়। আর আগামীর জন্য আশা না রেখে অনেকে নিজের জীবনকেই শেষ করে দেয়।
আজকে আমরা ভালো কিংবা খারাপ যেভাবেই থাকি না কেন, আমাদেরকে আশা রাখতে হবে আগামীতে যেন আমরা আরো অনেক বেশি ভালো থাকি। যার জন্য নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস থাকাটা সব থেকে বেশি জরুরী। নিজে রাখতে বিশ্বাস নিয়ে নিজেকে বেঁচে থাকতে হবে। কারণ এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। আজকে যদি আপনার কোনো কিছুর অভাব না থাকে, তাহলে দেখবেন আপনার পাশে প্রত্যেকটা মানুষ রয়েছে। আর যখনই আপনার খারাপ সময় শুরু হবে, তখন দেখবেন সেই কাছের মানুষগুলোই পর হয়ে গিয়েছে। আর আপনাকে ছেড়ে চলে গিয়েছে।
অতীতে কারো সঙ্গে ভালো কিছু হয় আবার কারো সঙ্গে খারাপ। আমাদেরকে ভালোটাও যেমন শিখতে হবে, খারাপটা তার থেকে আরো ভালোভাবে শিখতে হবে। যেন পরবর্তীতে আর ওরকম কোনো খারাপ কিছু আমাদের সাথে না ঘটে। অতীত থেকে শিখতে পারলে বর্তমানটা সুন্দর হবে। আর বর্তমানের জন্য বাঁচলে আমাদের আগামীতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি আগামীর জন্য আশা রাখলে অবশ্যই ভালো জীবন পাবো আমরা। আমাদেরকে নিজের জন্য বাঁচতে হবে অন্যের জন্য নয়। কারণ কাছের মানুষগুলো ও ছেড়ে চলে যেতে দুইবার চিন্তা করে না এখন। তার জন্য সব সময় এভাবেই জীবন কাটানো দরকার। এই কথাটা সবারই মাথায় রাখা প্রয়োজন বলে আমার মনে হয়।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1871200933994197442?t=llypJgTp-WJzd80TFbEvjA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি আজকে অনেক সুন্দর একটা বিষয়ের উপর এই পোস্টটা লিখেছ। আমার কাছে তোমার লেখা পোস্ট পড়তে অনেক ভালো লেগেছে। অতীতে আমাদের সাথে ভালো খারাপ যেটাই হোক না কেন, আমাদেরকে সবসময় তার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আর প্রত্যেকটা মানুষকে অবশ্যই বর্তমানের জন্য বেঁচে থাকতে হবে। আগামীর জন্য আশা রাখার ফলে আমরা আগামীতে ভালো কিছু করতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পুরো পোস্ট পড়ে অনেক সুন্দর একটা মন্তব্য করেছ তুমি। সব সময় আমাদের অবশ্যই অতীত থেকে শিক্ষা নিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের সাথে সাথে আমরা বিভিন্ন রকমের শিক্ষা লাভ করি। আর সময় আমাদেরকে অনেক কিছু শেখায়। নতুন কিছু ভাবতে শেখায় আর নতুনভাবে বাঁচতে শেখায়। আপু আপনার লেখাগুলো পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার লেখাগুলো পড়তে আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর কত আশা রাখবো আগমীর জন্য? আমার তো মনে হয় আগামী তার নিজের গতিতেই কাছে আসবে। তবে আপনার প্রতিটি কথায় দারুন যুক্তি রয়েছে। আমারা যদি স্বপ্ন বিলাসী হই তাহলে আমাদের জন্য সুন্দর আগামী অপেক্ষা করবে। দারুন ছিল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধৈর্যের ফল অনেক সুন্দর হয় আপু। এগুলো মেনে চললে দেখবেন আপনাকে আপনার আশা নিরাশ করবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোনো একটা বিষয় যদি আমাদের মাথায় ঢোকে আমরা সেটা নিয়েই পড়ে থাকি। এটা মোটেই করা উচিত নয়। আমাদের সেটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে নতুনভাবে চলা উচিত। আপনি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন আপু বেশ ভালো লাগলো আমার। অতীত নিয়ে চিন্তা না করে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চলতে হবে এবং ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ নতুন ভাবে চলা উচিত পরবর্তীতে। সুন্দর একটা মন্তব্য পেয়ে খুব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit