অরিগ্যামি : আবারো ভিন্ন ডিজাইনের $puss তৈরি।

in hive-129948 •  2 months ago 

IMG20241013210710.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর আবারো ভিন্ন ডিজাইনের $puss তৈরি।

আজকে আবারো আপনাদের সামনে ভিন্ন ভিন্ন কালারের কালারফুল $puss তৈরি করে আনলাম। আসলে বিভিন্ন কালারের কাগজ দিয়ে তৈরি করাতে এগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। এ পর্যন্ত কাগজ দিয়ে আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন ডিজাইনের $puss শেয়ার করেছিলাম। তাই ভাবলাম আবারও একটা সিম্পল ডিজাইনের $puss আপনাদের মাঝে শেয়ার করি। তবে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল। আরো সবগুলো তৈরি করে ফটোগ্রাফি করা সাথে সাথেই মেয়েটা নিয়ে গেল খেলার জন্য। কিছু তৈরি করলেই ওর জন্য রাখতে পারিনি। শুধু অপেক্ষা করে কখন আমি তৈরি করলাম আর কখন নিয়ে যাবে। তবে শুধুমাত্র ছবি তুলবো বলে একটু অপেক্ষা করাই। না দিলে পরে আর তৈরি করতেই দিবে না। আশাকরি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG20241013210729.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• মার্কার কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চারপাশে একদম সমান মাপ নিয়ে একটা কাগজ কেটে নিলাম।

IMG_20241017_214141.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটা কাগজ একদম কোনা করে একটা ভাঁজ করে নিলাম।

IMG_20241017_214156.jpg

ধাপ - ৩ :

এরপরে উপরের অংশের ছোট্ট একটা অংশ ভেতরের দিকে ভাজ করে দিলাম।

IMG_20241017_214208.jpg

ধাপ - ৪ :

এরপর আমি দুই দিক থেকে দুইটা কোন উপরের দিকে উঠিয়ে নিলাম।

IMG_20241017_214222.jpg

ধাপ - ৫ :

এরপর চারপাশ থেকে ছোট ছোট অংশগুলো ভেতরের দিকে ভাঁজ করে নিলাম।

IMG_20241017_214250.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি কলম দিয়ে চোখ মুখের অংশগুলো এঁকে নিলাম।

IMG_20241017_214307.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG20241013210724.jpg

IMG20241013210735.jpg

IMG20241013210729.jpg

IMG20241013210715.jpg

IMG20241013210710.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কালার পেপার দিয়ে অনেক সুন্দর সুন্দর পুস তৈরি করেছেন‌। আপনার দক্ষতাগুলো সত্যিই অসাধারণ আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দক্ষতার প্রশংসা করার জন্য ধন্যবাদ।

ভিন্ন ভিন্ন ডিজাইনের দৃষ্টিনন্দন কিছু পুস এর অরিগামী আমাদের মাঝে শেয়ার করেছেন। অরিগামি টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। পুষ গুলি ভিন্ন ভিন্ন কালারের হওয়াতে বেশি সুন্দর দেখাচ্ছে। যাইহোক আমাদের সকলের প্রিয় পুশ কে তৈরি করার প্রসেস গুলি আমাদের নতুন করে শিখায় দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

হ্যাঁ ভিন্ন ভিন্ন কালারের হওয়ার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে পুশের অরিগ্যামি।

আপু আপনার ভিন্ন ডিজাইনে অরিগ্যামি পোস্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিভিন্ন কালার পেপার দিয়ে বানানোর কারণে দেখতেও খুবই সুন্দর লাগছে। আপনার ক্রিয়েটিভিটি দেখে আমরা সবাই সত্যিই মুগ্ধ। ধন্যবাদ আপু।

আপনি আমার ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়েছেন, এটা ভাবতেই ভালো লাগছে ভাইয়া।

এর আগেও খুব সুন্দর সুন্দর কিছু puss এর অরিগামী আমাদের মাঝে শেয়ার করেছিলেন। একটা থেকে অন্যটা আরও বেশি সুন্দর। আজকের puss গুলো কেও দারুন লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে অরিগামি তৈরির প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

পুশের অরিগ্যামি আসলেই দারুন লাগছিল।

আমি একটু আগেই যখন ব্লগটা খুললাম ভাবছিলাম আপনারই কথা, এখন হয়তো আপনার গড়া পুসের অরিগামি পোস্ট দেখতে পাবো। সত্যিই যে আমার ভাবনা ফলে যাবে এটা জানতাম না৷ আগের গুলোর মতনই এটাও বেশ ভালই হয়েছে৷

আপনার ভাবনার কথা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশে থাকবেন আশা করছি সব সময়।

বাহ আপু আপনি দেখতেছি রঙিন কাগজ দিয়ে অনেকগুলো puss এর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার বানানো puss এর অরিগ্যামি গুলো অসাধারণ হয়েছে। সত্যি বলতে puss আমাদের মনের রাজ্যে আছে। ধন্যবাদ আপনাকে এতগুলো puss এর অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি অনেক পছন্দ করি রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে।

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে আবারো ভিন্ন ডিজাইনের $puss তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে এভাবে যেকোনো ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার তৈরি করা পুশের অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

ভিন্ন ডিজাইনের $puss তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে আবারো এই পুস তৈরি করলেন।

এরকম অরিগ্যামি আমি খুব পছন্দ করি তৈরি করতে।

আপনার তৈরি পুশগুলো বেশ চমৎকার হয়। বিশেষ করে দেখে হতবাক হয়ে যেতে হয় হা হা। রঙিন কাগজ এবং মার্কার পেন দিয়ে দারুণ তৈরি করেছেন পুশের অরিগ‍্যামি টা আপু। বেশ দারুণ উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

আপনারাও যেন এই অরিগ্যামি তৈরি করতে পারেন তাই আমি উপস্থাপনার মাধ্যমে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম।

আমাদের কাছে পুশ যেমন সুন্দর আপনি সেই পুশ তৈরি করে তার সৌন্দর্য টি আরো বৃদ্ধি করে দিয়েছেন।আপনার অরিগ্যামি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

আমার অরিগ্যামি পোস্ট দেখে সুন্দর একটা মন্তব্য করলেন দেখে ভালো লাগলো।

Puss দেখতে অনেক সুন্দর হয়েছে। আর আপনি নতুনভাবে কোন কিছু তৈরি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের কাগজের ভাঁজের কাজগুলো বেশ ভালো লাগে। আর দেখতেও অনেক আকর্ষণীয় লাগে।

আমি চেষ্টা করেছি সুন্দর করে এই অরিগ্যামি তৈরি করার জন্য, যেন আপনাদেরও পছন্দ হয়।

বাহ আপু আপনি ভিন্ন ডিজাইনের $puss এর খুব সুন্দর অরিগামি তৈরি করেছেন। $puss এর প্রতিটি ডিজাইন দেখতে অনেক দারূন লাগছে। সবগুলো কালার খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।শুরু থেকে শেষ পর্যন্ত $puss এর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পুশের ডিজাইন দেখতে অনেক দারুন লাগছিল শুনেই খুশি হলাম। ধন্যবাদ আপু।

আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আপু।

জাস্ট ওয়াও আপু আপনি অত্যন্ত ধৈর্যের সাথে বেশ কিছু সময় নিয়ে আবারো ভিন্ন ডিজাইনের ৫ টি $puss তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আপনি পাঁচটা ভিন্ন ভিন্ন রঙিন কাগজে মার্কার পেন ব্যবহার করে $puss তৈরি করে একসাথে রাখার জন্য ফটোগ্রাফিটাও কিন্তুু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ভিন্ন ডিজাইনের $puss তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

মার্কার পেন দিয়ে চোখ মুখ আঁকায় দেখতে বেশি সুন্দর লাগছিল। আপনার মন্তব্যটা পেয়ে অনেক উৎসাহিত হলাম। ধন্যবাদ আপনাকে ও।