✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফকির গ্রাম " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ৫৫ তম পর্ব শেয়ার করব। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফকির গ্রাম। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
প্রযোজনা সহকারী | জাহাঙ্গীর আলম, বাবু আহম্মেদ, আলমগীর, ইনামুল, মারুফ, জনি। |
স্ক্রিপ্ট | সুলাইমান |
অভিনয়ে | আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি, আজমাইল মেহেরব এলহাম, মোসাদ্দেক সাহেব, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, স্পর্শিয়া মিম, সাগরিকা ইসলাম মিনহা, আফরিভা খান মুমু, আকাশ ইসলাম, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, অদিতি জামান স্নেহা, জাহাঙ্গীর কবির , মিমো এবং জাকির সিন্টু। |
প্রধান সহকারী পরিচালক | কামরুজ্জামান রানা, আকরাম দেওয়ান, এস এল ডি সাগর, শাফায়েত, হানিফ খান |
সম্পাদনা | অনিক ইসলাম |
সহকারী সম্পাদনা | জুনায়েদ মোঃ বাঁধন |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, মানিক ফকিরকে নিয়ে রতন আর সায়েমের বউ যাচ্ছিল। আর তখনই ফকিরদের সরদারের সাথে তাদের দেখা হয়, আর তারা উনার কাছ থেকে দোয়া নেয় এবং অনেক কথা হয়। এরপর তারা আবারো তাদের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা ফুলিকে দেখি দোকানদারের সাথে দাঁড়িয়ে রয়েছে। আর তারা দাঁড়িয়েছিল কাউকে মারার জন্য। আর তখনই ওখান দিয়ে ঝুমা আর বয়ফ্রেন্ড আসে। আর দুইটা ছেলেই ছিল একে অপরের বন্ধু। তাই তারা কেউ কাউকে মারে না। কিন্তু তাদের গার্লফ্রেন্ডরা তাদেরকে মারে।
তারপর আমরা মর্জিনা আর চান্দুকে দেখতে পাই, গাছ তলায় বসে বসে কথা বলছিল। আর তখনই ওখানে রবি আসে। আর চান্দুকে লাঠি নিয়ে মারার জন্য তাড়া করে। তারপরে প্রিন্সের মাকে দেখতে পাই ঝুমার জন্য অপেক্ষা করছিল। আর তখনই ওখানে আসমানী ভিক্ষা চাওয়ার জন্য আসে। আর প্রিন্সের মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে। আর তখনই ওখানে প্রিন্স আসে। আর তার সাথে কথা বলছিল। হঠাৎ করেই আসমানী ওখান থেকে চলে যায়। আর প্রিন্স ও তাকে আবার খোঁজার জন্য চলে যায়। তারপরে আমরা সুতা আর তার সাথের ফকির গুলোকে দেখতে পাই।
চেয়ারম্যান সাহেবের সাথে তারা বেশ কিছুক্ষণ কথা বলে। আর চেয়ারম্যান কে অনেক টাকা দেয়। আর এই সবকিছু আসমানী গাছের আড়াল থেকে দেখে ফেলে। তাদের কথা বলা শেষে আসমানী ওখানে আসে। আর নতুন ফকির দুইটা চলে যায়, তখন সুতা ফকিরের সাথে কথা বলতে বলতে চলে যায়। রাতের বেলায় আমরা দেখতে পাই মানিক রতন আর সায়েমের বউ চম্মনের বাড়িতে এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু চম্মনের বাবা অনেক বেশি রিয়েক্ট করে। আর তারাও মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তারপরে মর্জিনাকে দেখি তার বাবাকে ডাকছিল।
কিন্তু তার বাবাকে তো ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। তখন ওখানে সুন্দরী খালা আসে। আর কিছুক্ষণ পর কাদের ফকির জেগে ওঠে। এরপর তারা বেশ কিছুক্ষণ কথা বলে। তারপরে মানিক রতন কে আর সায়েমের বউকে দেখি মন খারাপ করে ঘরে ফিরে এসেছে। বিশেষ করে মানিকের অনেক বেশি মন খারাপ ছিল। তারা যখন বিষয়গুলো নিয়ে কথা বলছিল তখনই ওখানে সায়েম আসে। আসলে সায়েম নিজেই তার শ্বশুরকে খবর দিয়েছিল ওরা বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছে। আর বিয়েটা আগামীকাল ঠিক করে ফেলে। আর এই সবকিছু শুনে ওরা তো আরো বেশি কষ্ট পায়।
তারপর সায়েম তার বউকে নিয়ে ওখান থেকে চলে যায়। সকাল বেলায় বিদেশে আকাশের বোন চম্মনের বাড়িতে আসে। আর হলুদের বিষয়টা বলে। চম্মন রাজি না হলে তার বাবা তাকে আত্মহত্যার ভয় দেখায়। তখন চম্মন কিছু না পেরে রাজি হয়ে যায়। তারপরে চান্দুকে দেখি সুন্দরী খালার কাছে এসেছে রবির হাত থেকে বাঁচার জন্য। কিন্তু রবি তাও মানে না, বরং আবারও তাকে তাড়া করে। এরপর রতনকে দেখতে পাই ডাক্তার আপার সাথে কথা বলছিল। আর তখন এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
এই পর্বটাও সবগুলো পর্বের মত অনেক সুন্দর হয়েছিল। আর আমার কাছে অনেক ভালো লেগেছিল দেখতে। কিন্তু একটা বিষয় অনেক বেশি খারাপ লেগেছিল। তা হচ্ছে মানিক বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার পর, আরো অনেক বেশি অপমানিত হয়ে ফিরে আসে। যার কারণে সে অনেক বেশি কষ্ট পায়। সেই সাথে রতন আর সায়েমের বউ ও খুব কষ্ট পায়। অন্যদিকে চেয়ারম্যান সব দিক দিয়ে মাদক বিক্রি করা ফকিরদের কে সাপোর্ট করে যাচ্ছে। কারণ তারা প্রতিনিয়ত চেয়ারম্যান কে অনেক টাকা দিচ্ছে। আর এই সবকিছু আসমানী নোটিস করে। এখন দেখা যাক তাদেরকে ধরতে পারে কিনা। মানিক আর রতন তাদের এই ফকির হওয়ার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে। দেখা যাক শেষ পর্যায়ে কি হবে। আমি চেষ্টা পর্ব পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1873704166448828621?t=Pmm2mAk1galckMxNSyQckA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেক সপ্তাহে আপনার এই পোস্টের জন্য অপেক্ষায় থাকি। আপনি প্রত্যেক সপ্তাহে ফকির গ্রাম নাটকের একটি করে পর্ব শেয়ার করেন। আজকে ৫৫ তম পর্ব শেয়ার করেছেন। যার রিভিউ পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি ধারাবাহিক নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফকির গ্ৰাম নাটকের ৫৫ তম পর্বের রিভিউ পড়ে ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফকির গ্রাম নাটকটি আমার বাসার সবাই পছন্দ করেন। ঈগল টিমের নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। চমৎকার সব নাটক দেখতে ভালো লাগে। আমিও মাঝে মধ্যে দেখার চেষ্টা করি। আপনার রিভিউ দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেষ্টা করছি এই নাটকের প্রতিটা পর্বের রিভিউ সুন্দর করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ফকির গ্রাম নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আসলে এই নাটকগুলো প্রত্যেকটি পর্ব যদি স্টেপ বাই স্টেপ দেখা যায় তাহলে বেশ ভালো লাগে। আমি এর আগেও এই নাটকের বেশ কয়েকটি পর্ব দেখেছি। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার পোস্টের মাধ্যমে নাটকের মূলভাব বর্ণনা দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এই নাটকের বেশ কয়েকটি পর্ব দেখেছেন শুনে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখতে দোখতে অনেক গুলো পর্ব আমাদের মাঝে শেয়ার করছেন আপু। ফকির গ্রাম নাটক টি তেমন দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। দারুণ ভাবে পুরো নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টের মাধ্যমে আপনার কাছে নাটকের রিভিউ পড়তে ভালো লাগে শুনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে তুমি অনেক সুন্দর করে ফকির গ্রাম নাটকের ৫৫ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছ। আমার কাছে এই পর্বের রিভিউ অনেক ভালো লেগেছে পড়তে। চম্মনের বাবা দেখছি মানিক ফকিরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর চম্মন ও শেষ পর্যন্ত রাজি হয়ে গিয়েছে বিয়ে করতে। কারণ তার বাবা থাকে আত্মহত্যার ভয় দেখিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী পর্ব আমি খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চেষ্টা করবো। রিভিউটা পড়ার জন্য ধন্যবাদ তোমাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit