ডাই : পুঁতি দিয়ে চুলের ব্যান্ড তৈরি।

in hive-129948 •  2 years ago 

1676212301665.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর ভাবে পুঁতি দিয়ে মাথার ব্যান্ড তৈরি করলাম।

আসলে বর্তমানে দেখি এই ধরনের পুঁতির ব্যান্ডগুলো অনেক জনপ্রিয়। বিশেষ করে অনেকেই হিজাবের উপরে লাগিয়ে থাকে। আমার ভাগ্নি এরকম একটা বাজার থেকে কিনেছিল অনেক দাম দিয়ে। তখন আমি ওকে বললাম এগুলা তো আমিও তৈরি করতে পারব। এই কথা শুনে ও বলল ঠিক আছে তাহলে আমাকে একটা তৈরি করে দেন। আবার তৈরি করার জিনিসপত্র কিন্তু আমাদের ঘরে ছিল। এইজন্য আমি সাথে সাথে বসে পড়লাম তৈরি করার জন্য। এটা কিন্তু খুবই পরিশ্রমের কাজ। বিশেষ করে আমি তার এবং পুঁতি দিয়ে তৈরি। তার হাত দিয়ে মোড়াতে মোড়াতে হাতে একেবারে ব্যথা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও আমি এটা তৈরি করতে সফল হলাম। এমনকি দেখতেও খুব সুন্দর দেখাচ্ছিল। আমার ভাগ্নি হিজাবের সাথে লাগানোর পর ফটোগ্রাফি করি।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1676211920747.jpg

প্রয়োজনীয় উপকরণ

• পুঁতি
• তার
• কাটিং প্লাস

IMG_20230127_165826.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি তার নিলাম। এরপর তার টাকে দুইটা ভাজে ভাজ করলাম। এরপর আমি একটা মাথা নিয়ে পাঁচটা পুঁতি লাগিয়ে নিলাম।

1676203618710.jpg

ধাপ - ২ :

এরপরে মাঝখানের অংশে গিয়ে একটা একটা করে পুঁতি তার দিয়ে পেঁচিয়ে খুব সুন্দর একটা ফুলের মতো তৈরি করে নিলাম।

1676203644450.jpg

ধাপ - ৩ :

এরপরে আবারো চারটা পুঁতি দিয়ে তার পেঁচিয়ে একপাশে পাতার মতো তৈরি করে নিলাম। অন্য পাশে একটা গোল্ডেন কালারের বড় পুতি লাগিয়ে নিলাম।

1676203663067.jpg

ধাপ - ৪ :

এরপরে আরেকটা পাশে আবার ও চারটা পুঁথি লাগিয়ে চিকন চিকন করে নিলাম। অন্যের পাশে আবারও একটা গোল্ডেন কালারের পুঁতি লাগিয়ে নিলাম।

IMG_20230127_171715.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি দুই পাশে চারটা পুতি দিয়ে আরো দুইটা ফুল তৈরি করে নিলাম। এরপরে পাঁচটা পুথি দিয়ে আবারো ফুলের মতো তৈরি করে নিলাম।

IMG_20230127_173331.jpg

ধাপ - ৬ :

এরপরে আবারো পাঁচটা পুঁতি দিয়ে দুই পাশে গেঁথে নিলাম।

IMG_20230127_174849.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি পাঁচ থেকে আবার চারটা পুঁতি করে লাগানো শুরু করি। এরপরে আমি তিনটা এরপর দুইটা করে লাগিয়ে নিলাম।

IMG_20230127_180901.jpg

ধাপ - ৮ :

এভাবে আমি পুরোটা তৈরি করে দিলাম। এটা আমি শুধুমাত্র উপরের অংশটা তৈরি করে নিলাম।

IMG_20230127_181105.jpg

ধাপ - ৯ :

এরপরে আমি একটা স্টিলের মাথার ব্যান্ড নিলাম।

IMG_20230127_181250.jpg

ধাপ - ১০ :

এরপর আমি স্টিলের মাথার ব্র্যান্ডের উপরের অংশে একদম মাঝখান বরাবর করে ধরলাম। এরপর একটা চিকন তার নিলাম। তার দিয়ে নিচের অংশ থেকে পেঁচানো শুরু করি।

IMG_20230127_181705.jpg

ধাপ - ১১ :

এরপরে পুরোটা স্টিলের ব্যান্ডের সাথে পেঁচিয়ে আটকে নিলাম।

IMG_20230127_181908.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরোটা তৈরি করে শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1676211920747.jpg

1676211920706.jpg

1676211920796.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে পুঁতির কাজগুলো কিন্তু অনেক কষ্টের অনেক সময়ের প্রয়োজন হয় এই কাজগুলো করতে। আমি দেখেছিলাম যখন তুমি ভাগ্নির জন্য এই ব্যান্ড তৈরি করছিলে। এমনিতে কিন্তু কেনার চাইতে নিজের হাতে তৈরি করাই ভালো। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছিল এটি। হিজাবের উপরে পড়ার পরেও দারুন লাগছিল। তোমার কাজগুলো এমনিতেই আমার কাছে সব সময় ভালো লাগে। যে দেখবে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। খুবই দারুণ একটি আইডিয়া ছিল।

সত্যিই দারুণ লাগছিল দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

ওয়াও অসাধারণ একটি ব্যান্ড তৈরি করেছেন আপু। এই ধরনের ব্যান্ড সত্যি হিজাবের উপরে লাগালে দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে পুঁতি দিয়ে ব্যান্ড তৈরি করেছেন। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে।ধাপগুলি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ও ইউনিক ডাই প্রজেক্ট তৈরি করার জন্য।

আইডিয়াটা আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

পুতি ব্যবহার করে অসাধারণ একটি ব্যান্ড প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।। দুই কালারের প্রতি হতে সৌন্দর্য আরো বেশি হয়েছে।।
বিশেষ করে এই ধরনের ব্যান্ডগুলো হিজাবের উপর পড়লে বেশি ভালো দেখায়।।

এটা তৈরি করতে আমার কাছেও ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

পুতি দিয়ে চুলের ব্যান্ড খুবই সুন্দর করে তৈরি করেছেন ।ব্যান্ড দেখতে একেবারে অসাধারণ লাগছে ।ঠিকই বলেছেন তারগুলো আঙুল দিয়ে মোড়াতে মোড়াতে আঙ্গুলের মধ্যে ব্যাথা হয়ে যায় । ব্যথা হওয়ার পর তারগুলো মোড়াতে অনেক কষ্ট হয়। খুবই সুন্দর করে এই পুতির ব্যান্ডটি তৈরি করেছেন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করেছেন এত সুন্দর একটি পুতির ব্যান্ড তৈরি করা।

সত্যি অনেক ব্যাথা হয়ে গেছিল আঙ্গুলে। অনেক ধন্যবাদ আপনাকে।

হুম এখন দেখি অনেক কে হিজাবের উপর এই পুঁতির ব্যন্ডগুলো পরতে।আমার কাছেও ভালোই লাগে।আপু আপনি খুব সুন্দর করে পুঁতি দিয়ে ব্যন্ড তৈরি করেছেন। আমার বাসায় ও পুঁতি ও তার আছে,চেষ্টা করে বানাতে হবে।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

আপনি তৈরি করার চেষ্টা করবেন এটা জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

পুথি দিয়ে আপনি তো দারুন একটি ব্র্যান্ড তৈরি করে ফেললেন আপু। বিশেষ করে ভাগ্নি হিজাবের উপরে পড়ার কারণে চুলের ব্যান্ডটা আরো অসাধারণ দেখাচ্ছে। খুবই ইউনিক একটি জিনিস তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ব্যান্ড তৈরি করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করে উৎসাহিত করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

আরে বাহ দারুন ছিল পুতি দিয়ে বানানো ব্যান্ড৷ আসলেই তো এসব কাজ অনেক ধৈর্য নিয়ে করতে হয় ৷ আর সময়েও লাগে অনেক ৷ আপনি তবুও অনেক সুন্দর করে তৈরি করলেন ৷ দেখতে সত্যিই অনেক ভালো লাগছে আপু ৷

সত্যিই অনেক বেশি সময় লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

বর্তমান সময়ে পুতির ব্যান্ড অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এটা হিজাবের উপর পড়ে আপনার ভাগ্নে এটা বাজার থেকে দাম দিয়ে কিনেছিল আর আপনি এটা নিজের হাতে তৈরি করেছেন আসলে নিজে হাতে তৈরি করে কোন কিছু পড়ার মাঝে অন্যরকম এক আনন্দ লুকিয়ে থাকে যেটা হয়তোবা কাউকে বলে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। ‌ ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন নিজের হাতে যে কোন জিনিস তৈরি করার আনন্দ আলাদা। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি আপনার ভাগ্নির জন্য খুব সুন্দর দেখতে পুঁতি দিয়ে একটি ব্যান্ড তৈরি করেছেন। যা দেখতে সত্যি দারুন লাগছে। আর হ্যাঁ পুতির কাজগুলো করতে একটু বেশি পরিশ্রম লাগে। কিন্তু পুঁতি দিয়ে বানানো জিনিস গুলো দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে পুঁতি দিয়ে এই সুন্দর ব্যান্ড তৈরি করার প্রক্রিয়াটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সত্যি এটা তৈরি করার পর ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

পুঁতি দিয়ে যে কোন জিনিস আমার দেখতে অনেক ভালো লাগে।আপনি ঠিক বলছেন পুঁতি দিয়ে যে কোন জিনিস হিজাবের উপর পড়তে বেশ ভালো লাগে।দেখেই বোঝা যাচ্ছে চুলের ব্যান্ড তৈরি করতে অনেক পরিশ্রম হয়েছে।তার এবং পুঁতি দিয়ে এমন সুন্দর করে ব্যান্ড তৈরি করা যায় আগে জানতাম না। নিজে তৈরি করতে পারলে বাজার থেকে কিনার কি দরকার।অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন নিজে তৈরি করতে পারলে বাজার থেকে কেনার দরকার হয় না। অনেক ধন্যবাদ আপনাকে।

এই ধরনের ব্যন্ডগুলো এখন হিজাবের ওপর পড়তে দেখা যায়। কয়েকদিন আগেও এই রকম ব্যন্ড ছোট বোনের জন্য কেনা হয়েছে।ভালোই দাম আছে এই ব্যন্ড গুলোর। আপনি দেখছি হুবহু তৈরি করেছেন। আপনার টা বেশি ভালো লেগেছে আপু।আর আপনার এই ধরনের ইউনিক কাজ গুলো দেখতে দারুন লাগে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটা পোষ্ট শেয়ার করার জন্য।

আমার কাছে তৈরি করতে অনেক দারুন লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

পুঁথি দিয়ে তৈরি হেয়ার ব্যান্ট গুলো হিজাবের সাথে পরলে অনেক বেশি ভালো লাগে। আপনার ব্যান্ট টা দেখতে খুব সুন্দর লাগছে।আপনার থেকে নতুন একটি জিনিস শিখতে পারলাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

নতুন জিনিস শিখতে পেরেছেন এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

পুঁতি দিয়ে দারুণ সুন্দর একটি ব্যান্ড তৈরি করেছেন আপু ৷ অনেক সুন্দর হয়েছে চুলের ব্যান্ড দেখতে ৷ তবে ব্যান্ড তৈরিতে আপনাকে যে বেশ পরিশ্রম করতে হয়েছে তা কাজ দেখেই বোঝা যাচ্ছে ৷ যাই হোক , অবশেষে দারুণ একটি চুলের ব্যান্ড তৈরি করেছেন আপনার ভাগ্নির জন্য ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

সত্যিই অনেক বেশি পরিশ্রম হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

পুতি দিয়ে অনেক সুন্দর একটি চুলের ব্যান্ড তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখতে একেবারে দোকানের চুলের ব্যান্ড গুলোর মতই লাগছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার কাছে সুন্দর লাগছে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।