কবিতা আবৃত্তি || স্বরচিত কবিতা : " শুধু তোমাকে ঘিরে "

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে আসলাম। কবিতাটা আমার নিজের লেখা। আমি প্রায় অনেকদিন ধরে কবিতা লিখেছিলাম। আসলে কবিতা লেখা আমার কাছে যেমন কঠিন আবৃতি করা তার চেয়েও ভীষণ কঠিন। জানিনা কেমন হয়েছে অবশ্যই ভালো হয়নি কিন্তু তারপরেও চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার। আশা করি আমার আজকের কবিতা আবৃত্তি আপনাদের ভালো লাগবে।

কবিতা আবৃত্তি সম্পর্কে কিছু কথা

আজকের কবিতাটি একজন ভালোবাসার মানুষকে ঘিরে লেখার চেষ্টা করেছি। আমি মনে করি আমাদের প্রত্যেকের জীবনে কোন না কোন ভালোবাসার মানুষ রয়েছে। আর আমরা সবাই কিন্তু তার অপেক্ষায় বসে থাকি। এমনকি নিজের সকল চিন্তাভাবনা এবং ধ্যান-ধারণা সবকিছুই তাকে নিয়ে ভাবি। এমন কি হৃদয়ের সকল আবেগ অনুভূতিগুলো অন্যরকম একটা স্মৃতি হিসেবে কাজ করে। এছাড়াও তাকে নিয়ে আমাদের সারা জীবন ভাবনা, এমনকি অনেক সময় আমরা স্বপ্নে অনেক কিছুই দেখে থাকি। চোখ খুলে সেগুলো বাস্তবে পরিণত করতে ইচ্ছে করে। এমনকি সব সময় শুধু তারই অপেক্ষায় থাকে। তাকে বলার জন্য হাজারো কথা জমিয়ে রাখে। এই সকাল অনুভূতি গুলো নিয়ে আজকের কবিতাটি লেখার চেষ্টা করলাম। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার কিছু তথ্য

কবিতাশুধু তোমাকে ঘিরে।
আবৃত্তিতেতাসলিমা আক্তার সনিয়া @tasonya
লেখা@tasonya
এডিট@tasonya

আমার কবিতা আবৃত্তির ভিডিও লিংক

কবিতার লিরিক্স


শত পুষ্প ছড়িয়ে রেখেছি,
তোমার ভালবাসার পরসে।
শুধু তোমায় আপন করেছি,
আমার হৃদয়ের স্পর্শে।

এই হৃদয়ের সকল আবেগ,
শুধু তোমাকে ঘিরে।
এই মনের যত কথা,
শুধু তোমার ভালোবাসা তরে।

তোমায় ঘিরে কত কথার মেলা,
সবকিছুই যেন উড়ো চিঠির খেলা।
একটুখানি পাশে পেলে তোমায়,
শুধু আপন করে নিও আমায়।

তোমায় ভেবে কত যে দিন কাটে,
পাশে পাওয়ার অপেক্ষায় থাকি।
হয়তোবা আসবে স্বপ্নের গভীরে,
চোখ খুললেই যেন তোমাকে দেখি।

কত নতুন কথা জমিয়ে রেখেছি,
শুধু তোমায় বলবো বলে।
শুনবে কি হে তুমি ,খুব যতনে।
হৃদয়ের শত কথা বলবো মন খুলে।

কত ফুলের দিকে তাকিয়ে,
মনে পড়ে তোমার কথা।
না পাওয়ার সব কষ্টগুলো,
এ মনের গভীরে শুধুই ব্যথা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভাল লেগেছিল। আজকে আপনার কন্ঠে আবৃত্তি শুনতে পেয়ে আরো বেশী ভাল লাগল। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাদের উৎসাহ পেয়ে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

হুম আপু আপনার কবিতা প্রায় সময়ে পড়ি ৷ ভালো লাগে আর বেশ সুন্দর লিখেন আপনি ৷ ঠিক তেমনি আজকেও বেশ চমৎকার কবিতা লিখেছেন৷ আসলে ভালোবাসার মানুষ কে ঘিরে অনেক কিছু চিন্তা ধারুনা থাকে যা মনে মনে অনুভব করায় ৷অসংখ্য ধন্যবাদ

আমি আসলে কবিতা লিখে তারপর আবৃত্তি করার চেষ্টা করেছি।

আপু আপনার কবিতা আমি পড়ে থাকি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে কবিতা পোস্ট করেছেন। শুধু তোমাকে ঘিরে । মনের মানুষকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে যাওয়া যায়। আপনার কবিতার চরণগুলো অসাধারণ ছিল ধন্যবাদ এত সুন্দর কবিতা পোস্ট করার জন্য।

চেষ্টা করেছি কবিতার লিখে এমন কি আবৃত্তি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

আমরা প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের মধ্যে ভিন্নতা আনার জন্য তাই ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আপনি বেশ সুন্দর কবিতা লিখেছেন নিজের কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে শুনে।

কবিতা আবৃতি শুনেছেন এটা শুনে ভালো লাগলো।

খুব সুন্দর হয়েছে আপু আপনার কবিতা আবৃত্তি। আপনার কন্ঠে শুনে খুব ভাল লাগলো। কবিতার প্রতিটি লাইন খুবই সুন্দর হয়েছে। ভালবাসার অপেক্ষায় ভরপুর ছিল।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি আপু কবিতা আবৃত্তি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

তুমি এই কবিতাটি একজন ভালোবাসার মানুষকে ঘিরে লিখেছ। এবং এই কবিতাটি নিজের মতো করে খুবই সুন্দরভাবে আবৃতি করেছ। তুমি এখন বেশিরভাগ সময় কবিতা আবৃতি করে সবার মাঝে ভাগ করে নাও যা শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে তুমি কিন্তু ঠিকই বলেছ আমাদের প্রত্যেকের জীবনে একটা না একটা ভালোবাসার মানুষ রয়েছে। তোমার কন্ঠে এই কবিতাটার আবৃতি শুনে মনটা একেবারে ভরে গেল। এরকম কবিতা আবৃতি তোমার খালি কন্ঠে আরো শুনতে চাই।

অনেক ধন্যবাদ এভাবে উৎসাহিত করার জন্য।

আপু আপনার লেখা কবিতাটি আপনার কণ্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লেগেছে।শুধু তোমাকে ঘিরে কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

আপনার কাছে ভালো লেগেছে এটা শুনে অনেক বেশি উৎসাহিত হলাম।

আপু আপনার কবিতা আবৃতি অনেক সুন্দর হয়েছে। নিজের স্বরচিত কবিতা নিজেই আবৃত্তি করার ভিতরে আলাদা একটি আনন্দ লুকিয়ে থাকে। ভালোবাসার মানুষকে ঘিরে আসলেই অনেক কথা থাকে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

ঠিক বলেছেন নিজে কবিতা লিখে নিজে আবৃত্তি করার মধ্যে আলাদা একটা আনন্দ রয়েছে।

অনেক খুশি হলাম আপনার এত সুন্দর একটি কবিতা পড়তে পেরে। আর বুঝতে পারলাম ভাইয়ার প্রতি আপনার কত ভালোবাসা এবং মনের টান রয়েছে। পাশে থাকার পরেও অনেক সময় এত কিছু বলা সম্ভব হয়েছে না যা লেখার মাধ্যমে ব্যক্ত হয়। খুব ভালো লাগলো আপনার এই কবিতা।

হা হা হা 😁।