(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে বন্দুক তৈরি 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  3 years ago 
আমার প্রিয় কমিউনিটির সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চই অনেক ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি কাগজ দিয়ে খুব সুন্দর একটি বন্দুক বানিয়ে দেখাবো। আজ অনেকদিন হলো আমি কাগজ দিয়ে তেমন কিছু বানাই না ,মানে আমি বানাতে সময় পাই না। কারণ আমি অনেক দিন হলো বাসার বাইরে বেড়াতে এসেছি তাই সময় করে উঠতে পারছিনা ।আজ অনেকদিন পরে কাগজ নিয়ে একটা কিছু বানানোর জন্য রেডি পেয়েছি তাও বাচ্চাদের জন্য বানানো খুব কষ্টকর হয়ে যাচ্ছিল অনেক চেষ্টা করার পর একটি বন্দুক বানালাম। বন্দুক বানানোর পরে বাচ্চারা দেখে খুবই খুশি। আমার কাছেও অনেক ভালো লেগেছে তাই ভাবলাম যে আমি বন্দুকটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার বন্দুকটি আপনাদের পছন্দ হবে ।আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য বানাতে পারেন। চলুন তাহলে বন্দুক বানাতে চলে যায়।

Polish_20220105_003123020.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • পেন্সিল

Polish_20220105_003227731.jpg

প্রস্তুত প্রণালী:

20220104_205327.jpg20220104_205628.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি কাগজটি মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি

20220104_205728.jpg20220104_205845.jpg
তারপরে ভাজের দুই পাশে আরো দুটো ভাঁজ দিয়ে তারপরে আরও দুটো ভাঁজ দিয়ে কাগজটাকে একেবারে চিকন করে নিয়েছি।
20220104_210134.jpg20220104_210209.jpg
ওই একই ভাবে আরো একটা কাগজ ভাঁজ দিয়ে নিয়েছি এবং একটি নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিয়েছি।
20220104_210443.jpg20220104_210603.jpg
তারপর ওই ভাঁজ দেওয়া কাগজটাকে উপরের ছবির মত করে ভেঙ্গে নিয়েছি এবং আরও একটা কাগজ নিয়ে কিছু অংশ ওইটার সাথে পেঁচিয়ে নিয়েছি।
20220104_210636.jpg20220104_210651.jpg
তারপর পেছনের অংশটুকু রেখে বাকিটুকু কাঁচি দিয়ে কেটে দিয়েছি।
20220104_210740.jpg20220104_210756.jpg
তারপর উপরের ছবির মত করে পেঁচিয়ে কাগজটাকে উল্টিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি।
20220104_211037.jpg20220104_211439.jpg
দেখুন কাগজটা ভাজে ভাজে ভাজ দেওয়ার পর উপরের ছবির মত হয়েছে। তারপর আরো একটি কাগজ নিয়ে মাঝখানে একটা পেন্সিল ঢুকিয়ে পেঁচিয়ে একটা লাঠির মত বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি ।
20220104_211549.jpg20220104_211646.jpg
আঠা দিয়ে লাগানোর পর একটা লম্বা লাঠির মত হয়েছে তারপর কাঁচি দিয়ে মাঝখান থেকে কেটে দু'টুকরো করে নিয়েছি।
20220104_211807.jpg20220104_211902.jpg

|তারপর আগে যে ছোট অংশটা বানিয়ে দেখেছিলাম তার মাথার কাছে যে ফাঁকা অংশটা ছিল সেই ফাঁকা অংশের ভিতরে ঢুকিয়ে দিয়েছি তারপর আরো একটি চিকন কাগজ নিয়েছি।|

20220104_211954.jpg20220104_212010.jpg
তারপর কাগজটাকে পেঁচিয়ে পেঁচিয়ে চিকন ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর চিকন অংশটা বন্দুকের মত বানিয়ে রাখা ওই অংশটার পেছনের দিকে লাগিয়ে দিয়েছি।
20220104_212047.jpg20220104_212121.jpg
এই পর্যায়ে আরও একটি ছোট কাগজ নিয়ে উপরের ছবির মত করে পেচিয়ে নিয়েছি।
20220104_212251.jpg20220104_212314.jpg
তারপর বন্দুকের যে অংশটায় হাত রেখে গুলি করে সেই অংশটা বানিয়ে নিয়েছি। আমার বন্দুক বানানো হয়ে গিয়েছে।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ওয়াও অনেক সুন্দর হয়েছে আপনার রঙ্গিন কাগজের বন্ধুকটি৷ দেখে মনে হচ্ছে অরজিনাল বন্ধুক। হটাৎ করে কেউ দেখলে চমকে উঠবে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

ঠিকই বলেছেন ভাইয়া বানানোর পড়াশোনা অনেক সুন্দর লাগছিল ধন্যবাদ আপনাকে।

সত্যি আপনার বানানো কাগজের বন্দুকটি অসাধারন হয়েছে। বাচ্চাদের জন্য খেলনা হিসাবে বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হবে। প্রতিটা ধাপ সুন্দর করে বিবরণ করেছেন তাই বুঝতে সুবিধা হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য আপু।

হ্যাঁ ভাইয়া আমার বাচ্চাতো এটা খুবই পছন্দ করেছে ।ধন্যবাদ আপনাকে।

বাহ অনেক সুন্দর হয়েছে আপনার ডাই পোস্ট টি অনেক সুন্দর ভাবে প্রতিটি স্টেপ ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপু

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর বন্দুক বানিয়েছেন আপু। সত্যিই রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে বন্দুক তৈরি করেছেন। প্রতিটি স্টেপ খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

ওয়াও আপু, রঙিন কাগজ দিয়ে আপনি সত্যি অসাধারণ বন্দুক তৈরি করেছেন।রঙিন কাগজ দিয়ে আপনি এত নিখুত ভাবে বন্দুকগুলো তৈরি করেছেন দেখে মনে হচ্ছে একদম বাস্তবিক বন্দুক। বাচ্চারা যদি পাই সত্যিই অনেক খুশি হবে। বন্দুক তৈরি করা প্রতিটি ধাপ আপু আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নিখুঁত রঙিন কাগজ দিয়ে বন্দুক তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

ঠিকই বলেছেন আপু আমার বাচ্চা এটি খুবই পছন্দ করেছে।অনেক ধন্যবাদ আপনাকে।