হঠাৎ করে শপিং

in hive-129948 •  3 months ago 

আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ করে ইনফিনিটি থেকে শপিং করার আনন্দময় মুহূর্ত । আজকে হঠাৎ করে শপিং গুলো করা হয়ে গিয়েছে শপিং করার তেমন কোন ইচ্ছাই ছিল না । শপিংমলে ঢুকলে কোন কিছু কেনা হয়েই যায় । আর শপিং করতে আমার কাছে সব সময় খুব ভালো লাগে সেজন্য আমি সবসময় সুযোগ খুঁজি কিভাবে শপিং মলে গিয়ে ছোটখাটো কিছু শপিং করব । তবে আজকে একটু বেশি শপিং করে ফেলেছি ।

1000003078.jpg

1000003064.jpg


ছেলের পরীক্ষা চলছে ইদানিং তো বাইরে বের হওয়াই হচ্ছে না এত ব্যস্ততম সময় পার করতে হচ্ছে । কোন রকমে একদিন রান্না করে দু-তিন দিন খেয়ে সময় পার করছি । রান্না করতে এমনি আমার আলসেমি লাগে তারপর আবার পরীক্ষার কারণে অনেক বেশি ব্যস্ত থাকতে হচ্ছে । যার কারনে রান্না করার সময়ই হয়ে উঠছে না । কারণ সেই সকালবেলা ছেলেকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে রেডি করে তারপর পরীক্ষা দিতে নিয়ে যেতে হয় এবং সেখান থেকে আসতে আসতে প্রায় তিনটা বেজে যায় । তখন আর রান্নার সময় থাকে না এজন্য একদিনে বেশি করে রান্না করে তিন দিন খেয়ে তারপর বন্ধের দিনে আবার রান্না করি হয়তোবা রাতের বেলা রান্না করি । এভাবেই পার করছি আজ বেশ কয়েকটা দিন ।

1000003067.jpg


কাজও তেমন একটা হয়ে উঠছে না তারপরও চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে কাজগুলো করার । হঠাৎ হাসবেন্ড বলল চলো একদিন রমনা পার্কে যাই অনেকদিন হলো গাছ গাছালির ভেতরে যাওয়া হয় না। পার্কে গিয়ে একটু ঘুরে আসলে ভালো লাগবে । আমার তেমন একটা যাওয়ার ইচ্ছা ছিল না । ভেবেছি যাব না কিন্তু ছেলেকে বলার পরে সে এত বেশি বিরক্ত করতে লাগল তারপর বাধ্য হয়ে ওকে নিয়ে পার্কে গেলাম । কিন্তু যেতে যেতেই প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল ।সন্ধ্যার আগে যতটুকু পেরেছি ঘোরাফেরা করেছি ।

1000003066.jpg

1000003065.jpg


সেখান থেকে ফেরার সময় ভাবলাম যে একটু ইনফিনিটিতে ঢোকা যাক । কারণ ইনফিনিটিতে শীতের সময় অনেক সেল চলে এ কারণে শীতের সময় অনেক কিছু কেনাকাটা হয়ে থাকে । গত এক সপ্তাহ আগে যদিও কিছু কিনে এনেছি ছেলের জন্য । কিন্তু তারপর আজকে সে আশায় গেলাম গিয়ে দেখি সব আইটেম শেষ হয়ে গিয়েছে । এখন সব নতুন জিনিস এনে রেখেছে এবং শীতের বেশ কিছু জিনিস দেখতে পেলাম ভালই লাগলো । ছেলের জন্য জ্যাকেট দেখেছিলাম দাম যদিও একটু বেশি ছিল আমার নেয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ছেলে কিছুতেই সেটা নিল না । এছাড়া ছেলের বাবা তার জন্য বেশ কিছু শপিং করল সাথে আমার জন্য করল । পরে আমি ছেলের জন্য আরও কিছু কিনে নিলাম । ছেলে খুব জোরাজুরি করলো একটা শোপিস কেনার জন্য এবং বাধ্য হয়ে সেটা ওকে কিনে দিতে হয়েছে । তারপর কেনাকাটা করে ভালোই লাগলো । কারণ শপিং করতে আমার কাছে এমনিতেই ভালো লাগে । সবাই মিলে শপিং করে বাসায় ফিরে এলাম সত্যিই ভালই লেগেছিল সময়টা ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png