আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । কয়েকদিন ধরে একদমই সময় পাচ্ছি না কারন বাসা ভর্তি মেহমান রয়েছে সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকতে হচ্ছে যার কারণে পোস্ট করতে পারছিলাম না । আজকে একটু ফ্রি যার কারণে একটু সময় করে বসে পড়লাম একটা পোস্ট লিখতে । আজকে আপনাদের সাথে আমার নিউ ইয়ার এর কিছু মুহূর্ত শেয়ার করতে এসেছি ।আমরা তেমন একটা নিউ ইয়ার পালন করি না শুধুমাত্র থার্টিফার্স্ট নাইটে সবাই মিলে ছাদে গিয়ে চারদিকে বাজি ফোটানোর সুন্দর দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করি । গত বছর এই থার্টি ফার্স্ট নাইটে ওয়াহিদা আমাদের সাথে ছিল আমরা সবাই মিলে ছাদে গিয়ে বাজি ফুটানো দেখেছিলাম । সে সময়টা মনে পড়ে গিয়েছিল । নিজের ভাই বোন সবাই মিলে একসাথে থাকলে তখন নিজের কাছে খুবই ভালো লাগে । তখন ছোট্ট একটু আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে অনেক বড় করে তোলা যায় । এবারও মেহমান ছিল এবার আমার শ্বশুর বাড়ির দিকের লোকজন ছিল ।
আমরা সবাই মিলে ঠিক করলাম যে বারোটা বাজার ১৫ মিনিট আগে ছাদে চলে যাব । সেই মোতাবেক খাওয়া-দাওয়া করে সবাই মিলে রেডি হতে লাগলাম ।এবার ছাদ আগে থেকেই খোলা ছিল কারণ ছাদে অনেকে বারবিকিউ করছে যার কারণে বিকেল থেকে ছাদটা খোলা ছিল । আমরা আধাঘন্টা আগেই ছাদে চলে গিয়েছিলাম এবং গিয়ে দেখলাম যে খুব একটা লোকজন নেই । এক সাইডে কয়েকটা মেয়ে দেখলাম বাজী ফোটাচ্ছে । আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এবং আশেপাশে সুন্দর পরিবেশ উপভোগ করার চেষ্টা করলাম । হঠাৎ করে মনে পড়লো যে আজকে যেহেতু একটু আগেই চলে এসেছি তাই আরো একটু উপরে উঠে চারপাশটা দেখার চেষ্টা করি । সাথে বাচ্চারা ছিল তারপরেও একটু রিক্স নিয়ে সবাই মিলে চলে গেলাম ।
২১ তলার উপরে আরো একটি ছোট্ট ছাদ রয়েছে সেই ছাদে ওঠার । কারণ সেখানে দাঁড়িয়ে বাজি ফুটানোটা দেখতে বেশি ভালো লাগে । আমরা অন্য সাইডটাতে চলে গেলাম ছোট্ট সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করলাম এখানে লোহার একটি ছোট্ট সিঁড়ি রয়েছে সেটা দিয়ে আস্তে আস্তে উঠতে হয় । সেখানে গিয়েও দেখলাম আগে থেকে লোকজন এসে ভিড় করেছে । আমাদের মত ওরাও আগে থেকে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে ।কারন এই ছাদটা তুলনামূলকভাবে ছোট অল্প কয়েকজন লোকজন এখানে দাঁড়াতে পারে । এজন্য লোকজন আগে থেকে চলে এসেছে । আমরা যখন গেলাম তখনও আমাদের দাঁড়ানোর মতো বেশ ভালই জায়গা ছিল এবং আমরা সুন্দরভাবে উঠে যেতে পেরেছি ।
অন্যান্য দিনের তুলনায় এবার ঠান্ডা একটু কম ছিল যার কারণে তেমন একটা কষ্ট হয়নি । ছেলেকে যদিও নিচে অন্যদের কাছে রেখে গিয়েছিলাম । কিন্তু পরে যখন রাত বারোটা বাজলো চারদিক থেকে বাজী ফোটা শুরু করল । আবার আমাদের ছাদেও কয়েকজন বাজী ফুটাচ্ছিল এবং সে বাজীর ফুলকা গুলো আমাদের ছাদে এসে পড়ছিল । সেটা দেখে ছেলে অনেক ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল এবং আমরা তাড়াতাড়ি করে ওকে নিয়ে ওখান থেকে চলে আসি। ছোট মানুষ যদি বেশি ভয় পেয়ে যায় যার কারণে আমরা ওখান থেকে চলে আসি । বাসার বারান্দায় দাঁড়িয়ে দেখার চেষ্টা করি কিন্তু সে সেখানেও দাঁড়াবেনা ওখানেও ভয় পাচ্ছিল । তারপর কি আর করা ভিতরে ঢুকে গেলাম । এবারকার বাজী ফুটানোটা খুব একটা দেখতে পাইনি এবং ভালোভাবে ছবিও তুলতে পারিনি তারপরও যতটুকু পেরেছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | oppo reno12 |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
থার্টিফার্স্ট নাইট উদযাপনের বিষয়টা বেশ ভালো লাগলো জেনে। আপনারা এত উচু বিল্ডিং এর উপরে উঠে চারিপাশের বাজি ফুটানোসহ মানুষের আনন্দ উপভোগ করার চেষ্টা করেছেন। আমরা গ্রামে থাকি এখানে কিন্তু এগুলো নাই। শুধুমাত্র আশেপাশে থেকে গান-বাজনার আওয়াজ আসে। নতুন কে বরণ করে নেওয়ার অনেক সুন্দর অনুভূতি জানতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন বছর পড়বার মুহূর্তটা ছাদে গিয়ে সবাই মিলে সুন্দর করে এনজয় করেছেন দেখে ভালো লাগছে। আপনার বাড়ির ছাদ তো বেশ উঁচু। ফলে আশপাশের সমস্ত কিছুই নিচে দেখা যাচ্ছে। আর এত উঁচু ছাদ থেকে সবকিছু দেখতে খুব ভালো লাগে। বাজি ফাটানো দেখে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন এটাই সব থেকে আনন্দের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit