কালো কলম দিয়ে একটি আর্ট

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20231025_000909.jpg

আজকে আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে বেশ কিছুদিন পরে কালো কলম নিয়ে আবার আর্ট করতে বসেছি । যেকোন আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে । এই আর্টগুলো সরাসরি কলম দিয়ে করলেই ভালো হয় তবে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি প্রথমে পেন্সিল দিয়ে করে নিয়েছি । আর্ট করতে খুব ভালো লাগে তবে আর্ট করতে বসতে হলে একটু সময় করে বসতে হয় আর সে সময়টুকু হয়না বলে তেমন একটা আর্ট করা হয়ে ওঠেনা । তবে ইদানিং ছেলের স্কুল বন্ধ হওয়ার কারণে মোটামুটি দু-এক দিন চেষ্টা করছি আর্ট করার জন্য । ছেলেটা যদি বিরক্ত না করে তাহলে একসাথে দুই তিনটা আর্ট করে ফেলা যায় । আজকে আমি কালো কলম ও পেন্সিল মিলিয়ে সুন্দর একটি ফুলের আর্ট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
পেন্সিল
কম্পাস
কালোকলম
ইরেজার

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231025_000828.jpg

প্রথমে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি তারপর বৃত্তের মাঝ দিয়ে ছয়টা চিহ্ন দিয়ে নিয়েছি ।

20231025_000813.jpg

প্রত্যেকটা চিহ্নের সাথে মিলিয়ে মিলিয়ে গোল গোল করে একটা ফুলের মতো এঁকে নিয়েছি ।

20231025_000757.jpg

এরপর চারপাশ দিয়ে সুন্দর করার জন্য ছোট ছোট করে ফুল এঁকে নিচ্ছি ।

20231025_000740.jpg

ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে আমার ছোট ছোট ফুল আঁকা হয়ে গিয়েছে ।

20231025_000719.jpg

এরপর ফুলের ফাঁকা জায়গা গুলোতে গোল গোল করে ডিজাইন করে নিয়েছি ।

20231025_000657.jpg

এরপর মাঝের অংশটুকুতে লম্বা লম্বা করে দাগ দিয়ে নিয়েছি ।

20231025_000637.jpg

এরপর দাগে দাগে লম্বা লম্বা দাগ ও ফোটা দিয়ে ডিজাইন করে নিয়েছি ।

20231025_000621.jpg

এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিচ্ছি ।

20231025_000603.jpg

এরপর বাইরের অংশটুকু কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি ।

20231025_000544.jpg

তারপর মাঝের অংশটুকু কালো কলম দিয়ে দাগিয়ে নেয়ার পরে আমার দাগানোটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং আঁকাটাও সম্পন্ন হয়ে গিয়েছে ।

20231025_001408.jpg

এরপর আঁকা সম্পূর্ণ হয়ে গেলে আমি আমার নাম লিখে নিয়েছি ।

20231025_000516.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পেন্সিল দিয়ে আগে আর্টটা করে নিয়ে সুবিধা হয়েছে। কলম দিয়ে করলে হয়তো একটু ভুল হলেই নষ্ট হয়ে যেত। যাক, আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন। আপনার জন্য শুভেচ্ছা 😍

পেন্সিল দিয়ে করে নিলে সুবিধা হয়, ভুল হলে মুছে ফেলা যায় কিন্তু একবারে কলম দিয়ে করলে আর ঠিক করা যায় না ।

আপু আপনি কালো কলম দিয়ে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আমার তো অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে আর্ট করতে পারেন এবং আপনাকে দেখে আমি শিখতে পারলাম এবং আমিও খুব শীঘ্রই চেষ্টা করব আপু।

আমার আর্ট দেখে আপনি শিখে নিয়েছেন শুনে ভালো লাগলো ।

কালো কলম দিয়ে আপু আপনি ইউনিক একটি আর্ট করেছেন। ভিন্ন রকম আয়োজন বরাবরেই ভীষণ ভালো লাগে। আপনার আর্ট গুলো আমি মাঝে মধ্যে দেখে ভালো লাগে। শুভ কামনা রইল এভাবে এগিয়ে যান।

আমার আর্ট গুলো আপনি মাঝেমধ্যে দেখেন আর ভালো লাগে শুনে ভালো লাগলো ।

শুধুমাত্র কালো কলম দিয়ে এত সুন্দর একটি আর্ট করলেন। রঙিন পেন্সিল ব্যবহার করলে এর সৌন্দর্য আরো বেশি ফুটে। আসলেই আপনি চিত্র অঙ্কনে অনেক দক্ষ যেটা ধারাবাহিকভাবে আমাদের মাঝে উপহার দিয়ে চলেছেন। আপনার প্রত্যেকটা চিত্র অংকন সত্যিই অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে।

Posted using SteemPro Mobile

কালো কলম দিয়ে আজকাল অনেক সুন্দর আর্ট করা যায় আমিও মাঝে মধ্যে চেষ্টা করি । ধন্যবাদ আপনাকে ।

কালো কলম দিয়ে অসাধারণ একটি আর্ট করলেন আপু দেখে খুবই ভালো লেগেছে। এই ধরনের আর্ট গুলো আমার দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করেন। অনেক ধন্যবাদ আপু প্রতিনিয়ত সুন্দর সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু আমার আর্টগুলো দেখে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য ।

আপনি খুব চমৎকার একটি আর্ট তৈরি করেছেন আপনাদের আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এয়ার্ট তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার আর্টটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম । ধন্যবাদ ।

আপু মাঝে মাঝে আপনি অদ্ভুত কিছু আর্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন। আর আজকের আর্টটি কিন্তু সেরকম। কলাম দিয়ে এত সুন্দর একটি আর্ট করলেন যে শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম। বেশ দারুন লেগেছে আমার কাছে। শুভ কামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য দেখে সত্যি অনেক ভালো লাগে ।

কালো কলম দিয়ে অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। এই চিত্রটি খুবই সুন্দর হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আমার চিত্রটি আপনার কাছে সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো ।

খুব চমৎকার একটি আর্ট করেছেন। খুব ভালো লাগলো আপনার এই আর্টটি দেখে। ধাপে ধাপে তুলে ধরায় সবার এটি মনোভূত হয়েছে।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার আর্টটি দেখে আপনার কাছে চমৎকার লেগেছে শুনে সত্যি খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।

কালো কলম দিয়ে দারুন একটি আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। কালো কলমের অংকনটি শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন । ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু কষ্ট করে এঁকেছি এজন্য ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

কালো কলমের কালি দিয়ে চমৎকার একটি আর্ট করে আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার এ আর্ট খুবই ভালো লাগলো সুন্দর ভাবে আট করা দেখে।

আমার আর্ট আপনার কাছে অনেক সুন্দর লেগেছে শুনে সত্যি অনেক ভালো লাগছে । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

কালো কলম দিয়ে অসাধারণ সুন্দর একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলের চিত্র অঙ্কন করে দেওয়া এবং লম্বা দাগ দিয়ে পরে ডিজাইন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মাঝখানে লম্বা লম্বা দাগ দিয়ে ডিজাইন করেছি দেখে আরো বেশি ভালো লাগছে ধন্যবাদ আপনাকে ।

আপু ছেলের স্কুল বন্ধ থাকাতে দারুন আর্ট করে ফেললেন। কালো কলম এবং পেন্সিল মিলিয়ে দারুন আর্ট করেছেন। আর্টটি দেখার মত হয়েছে। আপনি চমৎকার সব আর্ট করেন যেগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ছেলের স্কুল বন্ধ দিয়েছে সেই সুযোগে আমি অনেকগুলো করেছি এখন তো আর সময়ই পাচ্ছিনা ।