কিছু দরকারী Android TV APPS যা আপনার টিভি দেখার স্বাদকে আরো দশগুন বাড়িয়ে দিবে

in hive-129948 •  10 months ago 

HELLO WORLD!
কেমন আছেন সবাই? Android TV নিয়ে এর আগে আমি একটি পোস্ট করেছি। সেখানে আমি 5 টি Application নিয়ে কথা বলেছিলাম। এঈ পোস্টে আরো কিছু android tv apps নিয়ে কথা বলবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

  1. APP NAME : BINGE
    App টি Install করে Open করার পর আপনাকে আপনার ফোনের নাম্বার দিতে হবে যেখানে OTP MESSAGE যাবে আর সেখানে থাকা কোড নাম্বারটি আপনাকে টিভি স্ক্রিনে লিখতে হবে আর সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে ১ মাসের ফ্রি সাবস্ক্রিপশন ট্রায়াল।

এরপর ভেতরে ঢুকেই আপনি যেসব Category দেখতে পাবেন সেগুলো হচ্ছেঃ

  1. Home : একদম Homepage এটা। এখানে বিভিন্ন Genre যেমনঃ Action, Comedy, Fashion, History, Horror, Kids, Romance, Fantasy/Sci-Fi, Sports, Thriller/Suspense, Drama, Family, Crime, Pop, Music, War, Educational, Tragedy, Game, Reality Show, Fantasy ইত্যাদি রকমের নাটক, সিনেমা, শো দেখতে পারবেন।

  2. Live Tv : এখানে প্রচুর দেশি ও বিদেশি লাইভ টিভি চ্যানেল পেয়ে যাবেন। এর ভিতরে ১০০ টির মতো দেশী ও বিদেশী চ্যানেল রয়েছে।

এখানে Sports, Drama, News, Hindi, Bangla, English, Bangladeshi, Indian, Cartoon, Music সব ধরনের দরকারী চ্যানেলগুলোই পেয়ে যাবেন আপনি।

  1. Notification : আপনার ফোনের (Binge App এর) Message/Notification গুলো টিভির পর্দাতেই দেখতে পারবেন।

  2. My List : এটা অনেকটা Bookmark এর মতো কাজ করে। মনে আছে আগের পোস্টে একটি ব্রাউজার নিয়ে কথা বলেছিলাম যেখানে Favourites এর মাধ্যমে যেকোনো Link এর Bookmark রাখা যায়? এটাও সেই একইরকম।

এখানেও আপনি Bookmark করে রাখতে পারবেন তবে Link না। যেকোনো Show, Movie etc।

  1. History : এটি একটি দরকারী Feature বা Option যা ই বলেন না কেন। আপনি এই Application টির মাধ্যমে এই পর্যন্ত যা যা Movie/Show দেখেছেন সবই এখানে Save হয়ে থাকবে যেন পুনরায় আবার দেখতে পারেন।

  2. Settings : এখানে বলার মতো শুধু একটি ফিচারই আছে যা হচ্ছেঃ Parental Lock। বাচ্চাদের সামনে যেন কোনো উলটা পালটা 18+ inappropriate content যেন না এসে পড়ে সেই কারনে এই ফিচারটি দেওয়া।

আপনার বাসায় যদি কোনো বাচ্চাও আপনার সাথে টিভি দেখে তবে এই ফিচারটি সেটিংস থেকে অন করে রাখবেন যেন তারা খারাপ কোনো কিছু না দেখে।

তো এই ছিল আমাদের Binge App। এখানে যে Movies, Shows ইত্যাদির Collection আছে তা বিশাল রকমের। যার কারনে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

  1. APP NAME : Bioscope
    এই Application টিকেও আপনারা হয়তোবা অনেকেই চিনে থাকবেন। এখানেও আপনারা আগের Application টির মতোই অনেক কিছুই পেয়ে যাচ্ছেন।

কোনটার কি কাজ বা কোথায় কি আ ছে তারই বিস্তারিত বলছি।

  1. Search : App Install করে ঢুকেই বাম পাশের একেবারে প্রথমে এই Option টি পাবেন। অবশ্যই এটা কোনো কিছু (Movie/Show ইত্যাদি) খোজার জন্য ব্যবহার করবেন। আর কিছু বলার মতো নেই।

  2. Home : এটার Homepage Section টা একটু আলাদা আগের App টির থেকে। এখানে Popular Bioscope Shows, Movies, Livetv, popular drama, popular short films সহ সবই পেয়ে যাবেন।

আগেরটায় আপনাকে একটা করে Category Select করে পরে সেই Category/Genre এর Video দেখতে হতো। এখানে একটু আলাদা। এখানে সবই একই সাথে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। নিচে গেলেই দেখতে পারবেন।

যারা Bangla Cinema, Bangla Natok এর Fan আছেন তাদের কাছে এই App টি অবশ্যই ভালো4 লাগবে বলে আশা করছি।

  1. Movies : এখানে আলাদা করে আবার Movies এর Category/Section দেওয়া আছে যার মাধ্যমে আপনি এই এপ্লিকেশনে থাকা সকল Movie গুলোর Access একসাথেই পেয়ে যাবেন।

  2. Live Tv : এখানে আপনি দেশীয় ও বিদেশি সব মিলিয়ে ৫০ টির মতো Live TV Channel পেয়ে যাবেন যার ভেতরে আছেঃ Entertainment, News, Cartoon, Sports, Movie Channel, Music, Religious, Infotainment Channel।

  3. Originals : Bioscope Original যেসকল Show, Movie আছে এখানে আপনি সবই পেয়ে যাবেন।

  4. Drama : এখানে সকল Drama গুলো একসাথে পেয়ে যাবেন।

আরেকটা কথা বলে রাখি এখানে কোনো Show/Movie এর জন্যেই আমাকে আলাদা করে কোনো টাকা Pay করতে হয়নি। তাই আমি এই App টি আপনাদেরকে Recommend করছি।

APP SCREENSHOTS :
Screenshot_2022-07-18_161249.jpg

Screenshot_2022-07-18_161241.jpg

Screenshot_2022-07-18_161220.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাইপ: চৌর্যবৃত্তি।

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:https://trickbd.com/apps-review/1607558