RE: আধুনিক গদ্য কবিতা কি আসলেই দুর্বোধ্য ? [পর্ব ০১]

You are viewing a single comment's thread from:

আধুনিক গদ্য কবিতা কি আসলেই দুর্বোধ্য ? [পর্ব ০১]

in hive-129948 •  5 months ago 

আমি এই সিরিজটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি আমার লেখায় কোনোদিনই সিদ্ধহস্ত ছিলুম না । আমি একটা আধুনিক গদ্য কবিতা শেয়ার করছি আপনাদের সাথে । দেখি কেমন ভাবনা আপনাদের, আমার সাথে মেলে কী না !
নিচে আমার লেখা পুরোনো দু'টি কবিতা দিলাম । কবিতা দু'টি পড়ে সেদু'টির অন্তর্নিহিত ভাবটি সম্পর্কে আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখে ফেলুন ঝটপট -
(১)
আমার সে দিন ভিজে গেছে
শ্রাবণ মেঘের ধারায় ।
আমার সে দিন ভেসে গেছে
বর্ষণমুখর সন্ধ্যায় ।
আমার সে দিন মরে গেছে
তোমার অপেক্ষায় ।
আমার সে দিন ফুরিয়ে এসেছে,
হয়নি তো বলা - ভালোবাসি তোমায়।
(২)
আমি একটা গল্প থেকে বের হওয়ার চেষ্টায় আছি,
গল্পটা আমাকে একটু একটু করে আঁকড়ে ধরছে রোজ ।
ধীরে ধীরে সে গ্রাস করে নিচ্ছে গল্পকারকে,
গল্পের মাঝে বিলীন হওয়ার এক সুতীব্র আহব্বানে ।
সে ইশারায় সাড়া না দিয়ে থাকা যায় না ।
গল্পের সে মেয়েটি আমার কাছে আসে,
খাঁ খাঁ করা বৈশাখের নির্জন দুপুরে,
বর্ষণ সিক্ত কোনো এক ঝুম বরষার শ্রাবণ সন্ধ্যায়,
সে আসে, বারে বারে সে আসে ।
আমার হৃদয় কুটিরে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ার সাথে সে আসে,
বর্ষণমুখর রাতে সে আসে বৃষ্টির ছাঁটের সাথে ভেজা হওয়ায় মিশে ।
কল্পনার মোড়কে আমার বাস্তব সত্ত্বা,
আজ হারিয়ে ফেলেছে বাস্তবতার মোড়কে সাজানো কল্পনার রাজ্যে ।
------- ধন্যবাদ ------

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!