বৃষ্টির কবিতা

in hive-129948 •  2 years ago 

fee357eabcf5dc8efa029abb9fdd8a49--weather-rain-summer-rain.jpg

বৃষ্টির মোসম এলো আবার,
জীবনে রঙিন হয়ে যাবে সবটা।
ঘুম ভেঙে উঠে পৃথিবীর সুর,
পোড়ানো মাটি হবে রাঙার সুর।

প্রকৃতি নিত্যই হাসে উঠে মেঘে,
বৃষ্টির জলে ভিজে দেয় মনেতে মেঘে।
মাটি সুরুচি ধরে আঁকা একটি বসন্ত,
বৃষ্টি হলে জীবনের সকল অঙ্গগুলির চিন্ত।

agrowon_2023-06_4c8ee174-3016-4544-bb05-f66d870f21bc_Untitled_design___2023_06_21T170325_111.png

পাখির গান বেজে যায় আকাশে,
ফুলের মাথায় বৃষ্টির পানির রাশি।
মানুষের হৃদয়ে উঠে উঠে গোপন বৃষ্টি,
সবার চোখে জলের দামি কোন দৃশ্য।

e64b20d3-rainfall-is-expected-in-kerala-chinimandi.jpg

বৃষ্টির গানে আমরা মুখ খুলে,
আনন্দে ভরে যায় আমাদের মনের কূলে।
বাসনা হয় সৃষ্টির পৃথিবীতে,
বৃষ্টি এলো যেন নিত্যই সবার হাতে।

ভালোবাসা বৃষ্টির মোসমে উঠে,
প্রেম বৃষ্টির নৌকায় পার হয়ে জুঁইতে।
আমরা জীবন যখন ভাবি একটি ছায়া,
বৃষ্টির মোসমে আসে
f752404e8036da1263901293e057cce1.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

image source: https://www.istockphoto.com/photo/rain-falls-on-green-grass-with-bright-sunlight-gm137335730-17384703