আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে। যাদের সাথে আমরা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাই। সে সাথে আমাদের জীবনে এমন কিছু সময় থাকে। যে সময়গুলোতে আসলে আমরা এতো সুন্দর একটা সময় কাটাই, যে সময়টা চিন্তা করলে আমাদের শরীর এবং মন আলাদা রকমের পুলকিত হয়ে উঠে। যেনো আমাদের চারপাশটা স্বর্গের মত সুন্দর এবং কল্পনার মতোন মনে হয় এবং সেই মানুষগুলোই আসলে সেই তখনকার সময়ে আমাদের এমন ভাবে যত্ন আত্তি করে। তখন মনে হয় যে ওই মানুষগুলোকে ছাড়া আমাদের জীবনে একেবারেই অচল।
কিন্তু যখন আমরা একটু একটু করে ওই মানুষগুলোর উপরে ভরসা করতে শুরু করি এবং আমরা একটু একটু করে ওই মানুষগুলোর প্রেমে পরে যাই। তখন আসলে দেখা যায় যে ওই মানুষগুলো হুট করেই কোনো কারণ ছাড়াই এক্কেবারে অকারনে আমাদের হাত ছেড়ে চলে যায়। আমরা যখন খুব করে তাদের চাই। আমাদের চারপাশটাতে শুধু তাদের অস্তিত্বই টিকিয়ে রাখি ঠিক তখনই তারা আমাদের হাত ছেড়ে দিয়ে চলে যায়,আমাদেরকে একেবারে একলা করে।
এমনতর ঘটনা আসলে একেবারেই অহরহর বলা চলে। অর্থাৎ এই ধরনের ভালোবাসার তিক্ততা পূর্ণ ঘটনা আমাদের চারপাশে আমরা সর্বক্ষণই শুনতে থাকি। কিন্তু আমি মাঝেমধ্যে ভাবি যে যারা এভাবে আমাদের এতো বাজেভাবে আমাদেরকে মাঝ পথে ছেড়ে চলে যায়। তারা যদি আমাদের জীবনে আবার ফিরে আসতে চায়। তবে কি তাদের আমাদের জীবনে আবার ফিরে আসতে দেওয়ার কোনো প্রয়োজন আছে?
কিংবা ধরুন যে, হয়তো আপনি আপনার সবকিছু আবার নতুন ভাবে গুছিয়ে উঠার চেষ্টা করছেন। আপনার নিজের সাথে সেই মুহূর্তে নিজেই যুদ্ধ করছেন। ঠিক সেই মুহূর্তেই যদি আবার আপনাকে ওই মানুষটি দুর্বল করে দিতে আসে। তবে কি ওই মানুষগুলোকে খুব বেশি মেনে নেওয়ার দরকার হয়?
আমার মতে ওই মানুষগুলোকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না আর। কারণ তারা যেখানে আপনাকে একেবারেই একলা করে ছেড়ে চলে গিয়েছিলো। তখন যখন তারা আপনার কথা ভাবেইনি। তখন যখন আপনি স্ট্রং পজিশনে চলে গিয়েছেন। তখন তাদেরকে আর জীবনের চলার পথে পাশে নেওয়ার কোনো প্রশ্নই আমি দেখি না। কারণ যে একবার চলে যায়। সে চলে যাওয়ার জন্যই কিন্তু চলে যায়। আর তাকে যদি দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়। তাহলে সে প্রথমবারের মতোই করবে।
সুন্দর বিষয় উপস্থাপন করেছেন, এসব মানুষগুলো সুসময়ের বন্ধু। দুঃসময়ে হাত ছেড়ে দেয়, আর সুসময়ে আশেপাশে থাকে সুযোগ-সুবিধা লুফে নেওয়ার জন্য। ওদের স্বার্থসিদ্ধি হাসিল হলে তারা আবার আপনাকে ছেড়ে চলে যাবে। এরা এক ধরনের অতিথি পাখি। আমার মতে দুঃসময়ে যে আমার হাত ছেড়ে চলে যায় তাকে দ্বিতীয়বার সুযোগ দেবার প্রশ্নেই উঠে না। কারণ সে যে কোন মুহূর্তে আবারো হাত ছেড়ে দিতে পারে। তাই আবেগকে প্রশ্রয় না দিয়ে বিবেককে প্রাধান্য দেওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit