বর্তমানে বিশ্বের যারা সব থেকে বেশি ধনী ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু শত ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত কিছু সময় হলেও বিভিন্ন ধরনের বই পড়ে থাকেন। প্রাচীনকাল থেকেই এই বই জ্ঞান আহরণের জন্য সর্বশ্রেষ্ঠ উপায় বলে মনে করি। কিন্তু এই সময়ে এসে সবার ফোনে ফোনে রয়েছে হাজারো লাখো বই পিডিএফ আকারে। তবে বই হাতে নিয়ে পড়ার যে অনুভূতি সেটা আসলে কোন মোবাইল কিংবা ডিজিটাল গেজেটের মাধ্যমে পাওয়া অসম্ভব। নতুন বইয়ের একটি আলাদা আলাদা ঘ্রাণ থেকে এবং এই যে ওই হাতে নিয়ে পড়ার মধ্যে বিশেষ কিছু অনুভূতি কাজ করে এবং আমাদের মাইন্ড ওইভাবেই কাজ করে। যখন কোন বই আপনি হাতে নিয়ে পড়বেন তখন আপনার মাইন্ড বা মস্তিষ্কও সব কিছুই সেই বইয়ের উপর থাকবে। মানে আপনার মনোযোগটা সম্পূর্ণই বইয়ের মধ্যেই থাকবে এবং চমৎকার ভাবে আপনি জ্ঞান আহরণ করতে পারবেন।
বর্তমানের সবাই আমরা অনেক ব্যস্ততম জীবন পার করছি। এই ব্যস্ততম জীবনে একটু সময় বের করা অনেকটা কষ্টকর হয়ে যায়। এই বিষয়গুলো আমরা সকলেই সাফার করি। কিন্তু আপনার জীবনকে আরো গতিশীল করে তুলতে পারেন জ্ঞান। এবং এই জ্ঞান আপনাকে আহরণ করতে হবে বিভিন্ন ধরনের বই থেকে। যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বর্তমানে ধনী রয়েছেন তারাও কিন্তু প্রতিনিয়ত সময় করে বিভিন্ন ধরনের বই পড়েন তাহলে আপনি আমি কেন পারব না? আমরা বিশেষ করে ভাগ্যকে দোষারোপ করি যে, আমার ভাগ্য ভাল নয় আমি এই অবস্থানে রয়েছি। তবে বিশ্বাস করুন আমাদের প্রচেস্ট হয়তো অন্যান্য মানুষের তুলনায় অনেক কম থেকে যায়। তারা কেন বই পড়ে সেই বিষয়টা কি কেন এখনো আমাদের মাথায় আসেনা? আমরা সবসময় চেষ্টা করি কিভাবে শর্টকাটে বড় হওয়া যায়। কিন্তু আসলে সফল হবার কিংবা বড় হওয়ার কোন শর্টকাট থাকে না।
আপনি যতই ব্যস্ত থাকুন না কেন চেষ্টা করবেন প্রতিদিন একটু হলেও বই পড়ার জন্য। ১০ থেকে ১৫ মিনিট যদি কোন একটি বই আপনি পড়েন তাহলেই আপনার মস্তিষ্ক অনেক চমৎকার ভাবে কাজ করবে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য আপনি জানতে পারবেন। বিভিন্ন ধরনের উপন্যাসের বই আছে। যেগুলো আপনি আস্তে আস্তে শেষ করতে পারবেন। বইয়ের পাতার মধ্যে, উপন্যাসের মধ্যে যেসব রহস্যগুলো রয়েছে সে সব রহস্য গুলো আপনার ব্রেইনকে বুস্ট করতে সাহায্য সহযোগিতা করে। যার কারণে আপনি বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন। এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে পারি না। তাইতো আমরা সকলেই অনেক পিছিয়ে আছি।
আসুন এই ব্যস্ততম জীবনের মাঝে ও প্রতিদিন ঘুমানোর আগে অন্ততপক্ষে ১০ মিনিট কোন একটি বই পড়ার চেষ্টা করি। সেই বইটি আপনার পছন্দের হতে পারে, যে সব বিষয়ে আপনি ইন্টারেস্টেড সে সব বিষয়ের বই কিনে আনুন এবং প্রতিনিয়ত সেই বইগুলো পড়ার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।