আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আপনাদের সাথে আমার সামনেই ঘটে যাওয়া একটি কাহিনী শেয়ার করবো।যে ঘটনা দেখে আমি অসম্ভব কষ্ট পেয়েছিলাম।মাঝেমধ্যে এমন অনেক অপ্রত্যাশিত ব্যাপার চোখের সামনে ঘটে যায়।যা দেখতে ইচ্ছে না করলেও অনেকটা জোর করেই দেখতে হয়।আর আজ যে ঘটনাটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে শেয়ার করবো।সে ঘটনাটিও অনেকটা তাই ই।আজকে আমি কথা বলবো বডিশেমিং নিয়ে।সে ঘটনাটা আমাদের চোখের সামনে হরহামেশাই ঘটতে থাকে।আর এই ব্যাপারগুলো আসলে আমাদের চোখের সামনে ঘটতে ঘটতে আমরা এতোটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে এখন আর অনেকসময় অনেক অপ্রকাশিত ঘটনা দেখলেও অবাক হই না।
যাই হোক,আর কথা না বাড়িয়ে মূল কথাই আসি।বেশ কয়েকদিন আগে আমি কিছু শপিং করার জন্যে শপিং মল এ গিয়েছিলাম।আর শপিং করাটা আমাদের প্রতিটি মেয়ের জন্যেই অনেক আনন্দের।এটা তো নতুন কিছু নয়। তো আমিও খুব খুশি মনেই ছিলাম।তো বলা ভালো,আমি সেদিন যে শপিং মল টিতে গিয়েছিলাম।সেটা অনেক ভালো একটি শপিং মল ছিলো। মোটামুটি সব ভালো ভালো ব্রেন্ড এর দোকান সেখানে।
তো আমি আমার মতো করে একটি শপিং মল এ ঢুকে কিছু ড্রেস দেখছিলাম।তো সেখানে বেশ কয়েকজন সেলস গার্ল ও ছিলো।তো আমার পরেই একজন মেয়ে ঢুকলো অর্থাৎ কাস্টোমার। সে দেখতে ভালোই হেলদি শরীরের ছিলো।তো সেলস মেয়ে গুলো মেয়েটিকে দেখেই প্রথমে নিজেদের মধ্যে একটু অদ্ভুত ভাবে হাসাহাসি করলো।এরপরে মেয়েটি যখন একটি ড্রেস দেখছিলো।তখন সেলস গার্লের একজন এসেই সাথেসাথে বললো,ম্যাম আপনার সাইজের কাপড় তো আমাদের নেই!মেয়েটি শুনা মাত্রই সাথে সাথেই দোকান থেকে বের হয়ে গেলো।পরে আমিও না কিনেই বের হয়ে গিয়েছিলাম।কিছু কিছু মানুষ এর মানষিকতা ও রুচি বোধ দেখলে সত্যিই অবাক লাগে!
কতো সহজেই এই সভ্য সমাজেই একজন একজন কে চোখের পলকেই ভদ্রতার খোলস ছেড়েই বডি শেমিং করা শুরু করে!একটা বার ভাবেও না যে, যে মানুষটিকে এসব বলছে সে কি ভাবলো!কিংবা তার মনে কথাগুলো ঠিক কিভাবে আঘাত করবে।এই সভ্য সমাজ নিয়েই আমরা আবার বড়াই করি।আমি অন্তত বড়াই করার কিছুই দেখি না।অন্তত এরকম সমাজ নিয়ে!