জীবন নামের এই মরীচিকায় আমরা সকলেই ব্যস্ত নিজেদের জীবন গোছাতে।জীবনে কত কিছুই না পরিকল্পনা করি তবে সেই পরিমাণ মাফিক কোন কিছুই যেন হয়ে ওঠে না। বরঞ্চ তার বিপরীত কোন একটি বিষয় ঘটে যায়। তবে একটি বিষয় সবসময় আমরা মনে রাখি, সব সময় যেন আমরা ভালো কিছু করতে পারি এবং এই পৃথিবীতে যেন আমরা ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি। কিন্তু তারপরও জীবন মাঝে মাঝে এমন কিছু করে, যেগুলো সম্পর্কে আমরা নূন্যতম ধারণা রাখি না।
আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই জীবন পানির মত হওয়া উচিত। পানিকে যেমন যেকোন পাত্রের রাখলে সেটা সেই পাত্রে রাখার ধারণ করে, ঠিক তেমনি আমাদের জীবনকে যদি আমরা সেভাবেই গুছিয়ে ফেলতে পারি তাহলে যে কোন পরিস্থিতিতেই আমরা সেই পরিস্থিতির মোকাবেলা করতে পারব এবং আর নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিছু কিছু মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে আবার কিছু কিছু মানুষ যে অবস্থানে রয়েছে সেই অবস্থানেই থাকতে ভালোবাসে অর্থাৎ তারা পরিবর্তনকে ভয় পায়। যদি এই বিষয়টি আপনার সাথে ও হয় থাকে তাহলে আপনার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। কারণ আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন না করে থাকেন তাহলে পরবর্তীতে সময় আপনাকে পরিবর্তন করে দিবে।
জীবন যখন যেমন এই কথার তাৎপর্য আমার কাছে অনেক বেশি এবং এই কথা যে মনেপ্রাণে বিশ্বাস করবে তার জীবনে খুব কম সংখ্যক কষ্ট আসবে বলে আমি মনে করি। কারণ যে কোন পরিস্থিতিতেই সে মানিয়ে নিতে পারবে এবং জীবনে চলার পথে এগিয়ে যেতে পারবেন। জীবনের কিছুটা সময় আমরা এমনভাবে অতিবাহিত করি যেই সময়টাতে আমাদের কোন নির্দিষ্ট লক্ষ্য থাকে না বরঞ্চ আমরা বুঝে উঠতে পারি না। আমাদের জীবনে কি করা উচিত সে সময়টুকুতে শুধুমাত্র নিজের যেসব কাজ রয়েছে সেসব কাজগুলোকে যদি গুরুত্ব সহকারে করা যায় সে ক্ষেত্রে আমি মনে করি সেটাই আমাদের জন্য মঙ্গল করা হবে, ঠিক যেমনটা জীবন যখন যেমন।
জীবনে পরিবর্তন আসবে এবং সেটাকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা আমাদের সকলের মধ্যেই থাকতে হবে। তাহলেই তো একটি ভালো মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। সব সময় মনে রাখতে হবে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের আমাদের পক্ষে হবে না তাই জীবন যেভাবে মাঝে মাঝে নিয়ে যায় সেভাবে চলাটাই উত্তম বলে মনে করি। আজকের মত এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।