হঠাৎ এই উত্থান পতনে সোহাগ হতবিহ্বল হয়ে পড়ে। সোহাগ কিছুই বুঝতে পারেনা সে এখন কি করবে? কয়েকদিন আগে যে সমস্ত মিডিয়া তার প্রশংসায় পঞ্চমুখ ছিলো তারাই সোহাগের প্রচন্ড সমালোচনা করতে শুরু করে। দল থেকে বাদ পড়ে সোহাগ বাড়িতে গিয়ে বেশ কিছুদিন বসে থাকে। বেশ কিছুদিন চুপচাপ থাকার পরে সে আবার তার প্রথম কোচের সাথে গিয়ে দেখা করে। কোচের কাছে গিয়ে সে সাহায্য চায়। সে তার কোচ কে বলে আমার কোথায় সমস্যা হচ্ছে আপনি একটু দেখিয়ে দিন। আমার তো মনে হয় ব্যাটিং বোলিংয়ে আমার বেসিক ঠিকই আছে।
তখন তার কোচ বলে তোমার সমস্যা তোমার ক্রিকেট স্কিলে না। সমস্যা হয়েছে তোমার মনে। তুমি তোমার মনকে স্থির করো। আবার ক্রিকেটে পরিপূর্ণ মনোনিবেশ করো। তাহলে তুমি আবার আগের মত ভালো খেলতে পারবে।কোচের কথা শুনে সোহাগ আবার নতুন উদ্যমে প্র্যাকটিস শুরু করে। কিছুদিন স্থানীয় লিগে ভালো খেলার পর আবার সে জাতীয় দলে চান্স পায়। তারপর থেকে সোহাগকে আর কখনো পিছে তাকাতে হয়নি। এভাবেই সোহাগ তার লক্ষ্যে পৌঁছে যায়। এভাবেই তার স্বপ্ন পূরণ হয়। (সমাপ্ত)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আসলে পারফরম্যান্স সবসময় একরকম হয় না। তবে খারাপ সময়টা ওভারকাম করা এতটা সহজ না। কিন্তু সোহাগের প্রথম কোচের টিপস অনুযায়ী সোহাগ আবারও সফল হয়েছে তাহলে। বেশ ভালো লাগলো সম্পূর্ণ গল্পটা পড়ে। যাইহোক এতো চমৎকার একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit