আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বাংলাদেশকে এখন যে নামে ডাকা হয়। সেটা হচ্ছে ভাইরালের দেশ কিংবা ভাইরালের বাংলাদেশ। এই কথাটি আসলে কটুক্তি করেই বলা হয় কিংবা খোঁটা দিয়েই বলা হয়। কিন্তু আমি বাংলাদেশের হয়েও এই খোটাটাকে আসলে মিথ্যা বলতে পারছি না। কারণ এই যে এই কথাটা একেবারেই কিন্তু সত্যি কথা। কারন আমাদের চারপাশের মধ্যে একটা অসুস্থ ব্যাপার গড়ে উঠেছে এবং সেই অসুস্থ ব্যাপারটি হলো কিভাবে কেউ কতোটা কম সময়ে ভাইরাল হবে তা নিয়ে। আর তাই আসলে ভাবলাম যে রিসেন্ট একটা টপিক অনেক বেশি ভাইরাল হয়েছে। তো সেটা নিয়েই আমার মতামত আমি ব্যক্ত করি।
কয়েক দিন ধরেই একটা মহিলার ছবি পুরো ফেসবুক জুড়ে রয়েছে এবং সেটা হচ্ছে সেই মহিলাটি একটি তার আত্মীয়ের বিয়েতে বউয়ের চেয়েও বেশি গয়না পরেছে। আমি আসলে এইটাতে এতো বেশি কথা বলার কিংবা এতো বেশি মাতামাতি করার মতোন কিছু দেখতে পাইনি। কারণ যাদের বিয়ে এটা তাদের ব্যাপার। অর্থাৎ যার স্বর্ণ এটা তার ব্যক্তিগত ব্যাপার,সে কোথায় কতোটা পরবে। কারণ কোথাও যদি কোনো ড্রেস কোড মেনশন করে দেওয়া না হয়। তাহলে আমার মনে হয় না সেখানে ধরা বাধা নিয়ম মেনে যায় কেও।কারণ সেখানে সবাই নিজ নিজ ইচ্ছামতোই পোশাক-আসাক গয়নাগাটি ইত্যাদি পরে যায়।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে, এই যে অতিরিক্ত ভাইরাল কিংবা অতিরিক্ত সমালোচনার কারণে দেশের ক্ষতি কিভাবে হচ্ছে। আমার মতে এতে দেশের ক্ষতি অবশ্যই হচ্ছে। কারণ দেশের জনগণ যখন এসব উল্টোপাল্টা ব্যাপারে মাথা ঘামায়। তখন দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমালোচনা করতে মানুষ ভুলে যায়। আর এতে করে সবচেয়ে বেশি লাভবান হয় দুর্নীতিবাজরা। কারণ মানুষকে এই ধরনের কিছু চটকদার নিউজ দিয়ে তারা তার গোপনে কিন্তু তাদের স্বার্থসিদ্ধি করে ফেলে। তাই আমার মনে হয়, যে ব্যাপারটি নিয়ে সমালোচনার কোনো দরকার নেই। সেই নিয়ে অহেতুক সমালোচনার কোনো মানেও নেই।
বাঙালি জাতি হিসেবে মাঝেমধ্যেই ব্যাপারটি ভাবতেই আসলে লজ্জা লাগে। অর্থাৎ আমরা সব সময় অন্যের ঘরে কি হচ্ছে, অন্যের জীবনে কি ঘটছে। এসব নিয়ে বেশি ভাবতে ব্যস্ত আর এদিকে তখন আমাদের দেশের অবস্থা খারাপ।