আজকে ভাবলাম আপনাদের সকলের সাথে একটি আমার লেখা শেয়ার করি। আসলে মাঝেমধ্যে অনেক বিষয় নিয়ে ভাবতে বেশ ভালো লাগে এবং সেই ভাবনাগুলো সকলের সাথে শেয়ার করে বিভিন্ন রকম মতামত পাবার মধ্যে যে আনন্দটা রয়েছে। সেটা অনেক কিছুর মধ্যেই থাকে না। অর্থাৎ বিশেষ করে যদি আমি শুধুমাত্র আমার কথাটাই বলি।
তাহলে আমার কাছে আমার লেখাগুলোর জন্যে পাওয়া মন্তব্য গুলো সব সময় অনেক বেশি ভালো লাগে। যাইহোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে লেখালেখি করতে এসেছি। এই লেখালেখি শুধুমাত্র একটি লেখা নয়, এই লেখাটি একটি সচেতনতার বার্তা।
আমরা মানুষ হিসেবে অন্য মানুষকে অনেক বেশি ভালোবাসি এবং বেশিরভাগ সময় কোনো মানুষ যদি বিপদে পরে। সে ক্ষেত্রে আমরা তার বিপদে সবসময়ই এগিয়ে যাওয়াটাই বেশি পছন্দের মনে করি এবং যাইও এবং এটা অবশ্যই খুব ভালো একটি ব্যাপার।
কিন্তু যে ব্যাপারটাতে ঘাটতি থেকে যায়। তা হলো, আমরা মানুষকে ভালবাসলেও জীব কেনো জানি সেই থেকেই দূরে সরিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমরা সকলেই ভুলে যাই যে, জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এই কথাটার অর্থ একেবারেই পরিষ্কার। এই কথাটার অর্থ হলো, যে জীবের সেবা করবে, সে যেনো ঈশ্বরের ই সেবা করবে কারণ। বিভিন্ন জীবজন্তুর মধ্যেই ঈশ্বরের বসবাস।
কিন্তু এতো কিছুর পরেও ঠিক হয়ে আমরা কখনো কুকুর বিড়ালকে ভালোভাবে খেতে দেই না। শুধুমাত্র খেতে দেই নাই এমনটাও না। অনেক সময় অহেতুক তাদের মারধর করে অনেক মানুষ। এটা অনেক বেশি অমানবিক মনে হয় আমার কাছে। তাই আমার মনে হয় যে এই জেনারেশনকে এই কথাগুলো জানানো উচিত, যাতে তারা এতোটা খারাপ না হয়।