আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আমি এমন একটা ব্যাপার নিয়ে লেখালেখি করতে এসেছি। যে ব্যাপারটি নিয়ে আমরা সব সময় অনেক বেশি উদ্যোগ প্রকাশ করি। কিন্তু আমরা কখনো খুব একটা মানার চেষ্টা করি না। কারণ আমাদের জীবনে চলার পথে আমাদের জীবনটা অনেক সময় এমন একটা ছন্দে চলে যাই। যেখানে আসলে নিজেদের উপরে নিজেদের খুব একটা নিয়ন্ত্রণ থাকে না। তখন নিজেদের উপরে পরিবেশের কিংবা পরিস্থিতির একটা নিয়ন্ত্রণ চলে আসে।
হয়তো একটু বেশি ভূমিকা করে ফেললাম। সরাসরি মূল কথাটিতেই চলে আসি। আমি আসলে যে ব্যাপারটি লক্ষ্য করেছি। সেটা হচ্ছে, ভালোবাসা আর সম্মান হলো একটি মুদ্রার এপিঠ ও ওপিঠ কিন্তু। এটা অনেকেই মানতে চায় না। আমি এমন আমার অনেক পরিচিতজনদের দেখেছি। যাদের মধ্যে ভালোবাসাটা অনেক রয়েছে। কিন্তু তারা তাদেরকে আর দশটা মানুষের সামনে সম্মানটা দিতে পারে না।
অর্থাৎ আমি আমার এমন বন্ধু বান্ধব দেখেছি। যারা আসলে নিজেদের প্রেমিক-প্রেমিকাকে নিয়ে যখন বন্ধুদের সামনে আসে। তখন ওই প্রেমিক-প্রেমিকাগুলো ওই মানুষগুলোকে অনেক বেশি পঁচায়। অর্থাৎ এমন এমন কিছু কথা বলে। যে কথাগুলো শুনে ওই মানুষগুলো বিব্রতকর পরিস্থিতিতে পরে যায়। আমার কাছে মনে হয় মজার একটা লিমিটেশন থাকা উচিত। কারণ মজা করতে করতে যদি তুমি তোমার ওই প্রিয় মানুষটাকে নিয়ে সকলের সামনে মজা করে অপমান করা শুরু করো। তখন সেটা কখনোই আসলে ভালোবাসার পর্যায়ে আর থাকে না।
আর আমার জেনারেশনে এটাই আমি সবচেয়ে বেশি দেখেছি। অর্থাৎ প্রেমিক,প্রেমিকা তাদের নিজেদেরকে পঁচাতে পঁচাতে এবং বন্ধুদের সামনে নিজেদেরকে বেশি ভালো দেখাতে গিয়ে এমন এমন কিছু কথা বলে কিংবা এমন এমন কিছু শব্দ ব্যবহার করে। যেই শব্দগুলোতে আর যাই হোক, সম্মান মোটেও প্রদর্শিত হয় না। এবং আমার এই ব্যাপারগুলো খুব চোখে লাগে। অর্থাৎ আমার মতে যেখানে ভালোবাসা রয়েছে। সেখানে অনেক বেশি সম্মান থাকে বলেই ওই মানুষগুলোর প্রতি ভালোবাসা থাকে।
আমি কেউই নই, অন্যের ভালোবাসা জাজ করার জন্য। কিন্তু আমি যেটা চোখের সামনে দেখেছি। সেটাই আমি বললাম। কারণ আপনি আপনার ভালোবাসার মানুষকে আমার সামনে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন। এবং এর পরে আবার বলছেন যে আপনি তাকে ভালবাসেন। সত্যিই কি কথাগুলো মিলছে? কিংবা আপনার ব্যাপারগুলো কি সত্যিই আপনার সাথে একটার সাথে আরেকটা মিলছে? কারণ আপনি যদি তাকে ভালোই বাসতেন। তাহলে আপনি কখনোই চাইতেন না যে আপনার ভালোবাসার মানুষটি আমার সামনে বিব্রতকর পরিস্থিতিতে পরুক, তাই না ?