আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সবসময় অনেক বেশি কাজে ব্যস্ত থাকে এমন অনেক মানুষ রয়েছে।আবার এমন অনেক মানুষ রয়েছে, যাদের আসলে এতো বেশি কাজ থাকে। অর্থাৎ সত্যিকার অর্থেই এতো বেশি কাজ থাকে যে দম ফেলানোর সময় পায় না। অর্থাৎ ব্যস্ততা নিজের জায়গায় থাকবে। কারণ যার যতো বেশি বিজনেস, তার ততো বেশি ব্যস্ততা, তার ততো বেশি টাকা। কিন্তু জীবনে চলার পথে কিংবা জীবনে আসলে উন্নতি করতে হলে অনেক কাজ করতে হয়। অনেক ব্যস্ত সময় পার করতে হয়। জীবনের অনেক সময় সেই কাজের জন্য ইনভেস্ট করতে হয়। এই সবকিছুই একেবারে ঠিক আছে।
কিন্তু এই যে আপনি কাজ করছেন। আপনি এতো এতো টাকা ইনকাম করছেন। একটা সময় ভেবে দেখবেন যে, এই টাকাগুলো আসলেই কার জন্য ইনকাম করছেন? হয়তো বলবেন নিজের জন্য, আর না হলে নিজের পরিবারের জন্য। কিন্তু আপনি যদি সারাক্ষণ কাজের মধ্যেই ডুবে থাকেন এবং সারাক্ষণ কাজ করেন। তাহলে এই যে কষ্ট করে কাজ করে এতো এতো ইনকাম করছেন। সে ইনকামগুলোর আনন্দটা কখন নিবেন? কারণ জীবনের প্রতিটা সময় এক রকম থাকে না। আপনার যুবক বয়সে যেখানে যেতে ইচ্ছে করবে, বার্ধক্যতে সেখানের নাম শুনলেও ভয় লাগবে।
ঠিক তাই, জীবনের সবকিছুর জন্যই সময় করে নিতে হয়। অর্থাৎ শুধুমাত্র আমি ব্যস্ত আছি, আমি কোথাও সময় দিতে পারছি না, আমি পরিবারের কাউকে সময় দিতে পারছি না, আমি প্রিয় মানুষদের সময় দিতে পারছি না সবসময় এই কথাগুলো বললে কিন্তু চলবে না। কারণ সময় করে নিতে হয়, এটা একটা আলাদা ব্যাপার। অর্থাৎ যেভাবেই হোক আপনার সময় করে নিতে হবে। যেমন নিজের জন্য সময় বের করে নিতে হবে। ঠিক তেমন ভাবেই প্রিয়জনদের জন্যও সময় বের করে নিতে হবে। কারণ এই সময় গুলো আর কখনোই খুঁজে পাবেন না। ঠিক একইভাবে প্রিয়জনদেরও সবসময় পাশে পাব না। তাই জীবন যতোদিন রয়েছে, ততোদিন কিছুটা হলেও উপভোগ করা দরকার।
কর্মজীবনের পাশাপাশি সব সময় পরিবারের সদস্যদেরকে সময় দিতে হবে কারণ আপনি যতই কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকেন যখন পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন সেটা আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে আপনার বিপদের সময় পরিবারের সেই সদস্যদেরকে পাশে পাবেন যেটা আপনার সবচেয়ে বড় পাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি উপলব্ধি! সত্যিই, শুধু ব্যস্ততার পেছনে ছুটে গেলে জীবনের আসল আনন্দ ফিকে হয়ে যায়। কাজ, সফলতা, অর্থ সবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও জরুরি হলো প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, জীবনের মুহূর্তগুলো উপভোগ করা। সময় চলে গেলে ফিরে আসে না, তাই ব্যালান্স বজায় রাখা শিখতে হবে এটাই প্রকৃত সুখের চাবিকাঠি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি কাজ ও টাকা জরুরি, তবে শুধু কাজের পেছনে ছুটলে জীবনের অনেক আনন্দ মিস হয়ে যাবে। পরিবারের জন্য ইনকাম করলেও, যদি সময় না দেন, তাহলে সেই সুখের আসল অর্থ হারিয়ে যাবে। সময় করে প্রিয়জনদের সঙ্গে থাকা ও জীবন উপভোগ করাও দরকার। কারণ সময় একবার চলে গেলে এই মুহূর্তগুলো আর ফিরে আসবে না।বাস্তবিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit