আপনারা যারা আমার এই পোস্ট পড়ছেন তারা বেশিরভাগই ক্রিপ্টো জগতের মানুষ এবং এ সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন। এখন মার্কেটে আমরা সব সময় আপ এন্ড ডাউন বিষয়টা দেখে থাকি। কখনো হয়তো কয়েনের প্রাইজ বাড়ছে কখনো কমছে। কিন্তু এমন একটি অবস্থায় মানুষেরা থাকে যেটা সব সময় নেগেটিভ চিন্তাধারা থাকে। এমন কিছু মানুষ রয়েছে যখন দেখে একটি কায়েনের দাম হুরহুর করে বাড়তে শুরু করছে তখন তারা সেই কয়েনটিকে কিনে নেয়। কিন্তু যখন সেই কয়েনের দাম কমে যায় তখন চিন্তাগ্রস্ত হয়ে সেই সব কয়েন গুলোর লস করে বিক্রি করে দেয়। যাতে করে তার ব্যক্তিগতভাবে অনেক আর্থিক ক্ষতি হয়। এটাই হচ্ছে সাধারণত সঠিক জ্ঞান না থাকা এবং অধৈর্যের পরিচয়।
যেমন ক্রিপ্টো মার্কেটেরও একটি সাইকেল রয়েছে এবং প্রতি চার বছর পর পর হ্যালভিং এর ছয় থেকে নয় মাস পরেই এই ইফেক্ট দেখা দেয়। ঠিক তেমনিভাবে আমাদের জীবনে কিন্তু এই ধরনের অনেক সাইকেল রয়েছে। যেগুলো আমরা অনেকেই বুঝতে পারি না যে, কোন বিপদ আসলেই আমরা তাড়াহুড়ো করে রাগের মাথায় বা অন্য কোন চিন্তায় সেই বিষয়গুলোর একটি সিদ্ধান্ত গ্রহণ করি। যেটা পরবর্তীতে গিয়ে আমরা বুঝতে পারি সেই সিদ্ধান্তটা সঠিক ছিল না। যার কারণে আপনার আর্থিক এবং বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।
বিপদে পড়লে সব সময় চুপ থাকার চেষ্টা করুন, নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনি চমৎকার একটি পথ খুঁজে বের করতে পারেন। কিন্তু অপরদিকে বিপদে পড়লে রাগারাগি করে কিংবা হুট করে কোন একটি সিদ্ধান্ত গ্রহণ করলে হিতে বিপরীত হতে পারে। যেটা আপনার জন্যই অমঙ্গল কর হবে। ধৈর্য এমন একটা বিষয় যেই বিষয়টি আপনাকে প্রমাণিত করবেন আপনি আসলে কেমন মানুষ এবং যার মধ্যে ধৈর্যের বিষয়টা অনেক কমতি রয়েছে তারা হুটহাট করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহন করেন। যেটা আসলে মোটেও ঠিক নয় বরং আমাদেরকে বিপদের সময় ধৈর্যের সাথে চুপ করে থাকতে হবে এবং সেই বিষয়টা থেকে বের হওয়ার জন্য সঠিক সমাধান খুঁজতে হবে, সেটাও ঠান্ডা মাথায়।
আমাদের এই জীবন মাঝে মাঝে অনেক কিছু দেয়, আবার অনেক সময় অনেক কিছু কেড়ে নেয়। সবকিছুর মধ্যেই রয়েছে এই সৃষ্টিকর্তার নির্দেশ। তাই আপনার কাছেও যদি এখন বিপদের সময় চলছে সে ক্ষেত্রে চিন্তিত হবেন না বরঞ্চ আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন এই তো বিপদের সময় হয়তো শেষ হয়ে আসছে। অন্ধকারের পরেই সব সময় আলো আসে। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
আমাদের জীবন চলার পথে সুখ-দুঃখ হাসি আনন্দ বিপদ আসবেই। তবে বিপদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় পরীক্ষার বিষয় ধৈর্য ধারণ করা। যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে তার ততো বেশি সুযোগ-সুবিধা সৃষ্টি হবে নতুন ফল পাওয়ার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit