একটি প্রচলিত গল্প দিয়ে আজকের আমার পোস্ট শুরু করতে চাই। কোন এক ব্যক্তি সৃষ্টিকর্তাকে জিজ্ঞাসা করল, সৃষ্টিকর্তা তুমি যে সময়ে যেটা দরকার তুমি সেটা দিলেই তো পারো তাহলে তো কৃষকের এত কষ্ট হয় না। তাদের ফসলি জমিতে আরো হয়তো ভালো উৎপাদন করতে পারতো। তখন সৃষ্টিকর্তা তাকে বলল তাহলে এই বছরের দায়িত্ব তোমাকে দেওয়া হলো। সেই ব্যক্তি যথাসময়ে বর্ষা করলো যথাসময়ে যতটুকু রোদ দরকার ছিল সেটা দিলো।
সেই ব্যক্তি তো মহা খুশি কারণ যখন যতটুকু দরকার ছিল সেভাবে সে আবহাওয়া পরিবর্তন করেছে। কিন্তু যখন কৃষকেরা ফসল কাটতে গেল তখন সে অন্যান্য একটি বিষয় আবিষ্কার করল। ধানের ভিতরে কোন ধরনের চাল নেই। এটা কেন হলো, তখন সৃষ্টিকর্তা বলল আমি এসব কিছুই করি। শুধুমাত্র নিজেদের শক্ত করার জন্য বর্ষা মৌসুম কিংবা রোদ কিংবা ঝড়-বৃষ্টি এসব এসব কিছুর মাধ্যমেই ধানের গোড়া শক্ত হয় এবং ধানের ভেতরে চাল উৎপন্ন হয়। কিন্তু এসব পরিস্থিতি যদি না দেওয়া হয় তাহলে ধানের ভেতরে চালের কোন অস্তিত্ব পাওয়া যাবে না। এখানে যদিও এটা প্রচলিত একটি গল্প কিন্তু এখান থেকেও আমরা বড় শিক্ষা গ্রহণ করতে পারি।
জীবনে চলার পথে কতইনা বাধা-বিপত্তি চলে আসে, কতই না হোচট খেতে হয়, কতবারই না মন ভাঙতে হয় কিন্তু এর ফলে যদি আপনি নিজের কাজ বন্ধ করে মন খারাপ করে বসে থাকেন তাহলে কিন্তু হিতে বিপরিত হতে পারে। জীবনে সফল হতে গেলে সব ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সবার সাথে চলতে হবে। মানিয়ে নিতে শিখতে হবে তাহলেই হয়তো জীবনে ভালো কিছু করা সম্ভব। পরিস্থিতি যেমনই হোক না কেন সেটাকে মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বার বার জীবন চলার পথে হোঁচট খেতেই হবে। কিন্তু হোটচ খেয়ে যদি আপনার কোন কিছু শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে সেই হোঁচট খাওয়া মানেই ব্যাথা ছাড়া আর কিছুই হবে না। সব জায়গা থেকে অভিজ্ঞতা অর্জন করে জীবনের পথে কাজে লাগাতে হবে, তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব।
মনে রাখতে হবে হোঁচট খাওয়া মানেই থেমে যাওয়া নায় বরঞ্চ নতুন একটা সম্ভাবনা, নতুন একটা সূর্যোদয়। এখন সেই সূর্যোদয় কি আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা সম্পূর্ণই আপনার ওপর নির্ভর করে। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।