আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সৌন্দর্য রক্ষা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আমরা সকলে নিজেদেরকে অবশ্যই অনেক গর্বিত মনে করি কারণ আমরা এত সুন্দর একটা পৃথিবীতে জন্ম গ্রহণ করেছি। আসলে আমাদের পৃথিবীর মত এত সুন্দর একটা গ্রহ হয়তোবা এই মহাবিশ্বে আরেকটিও নেই। এই পৃথিবীর যেদিকে তাকাই সেদিকেই আমাদের কাছে স্বর্গ মনে হয়। আসলে এই পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা এই প্রকৃতির মাঝে বড় হয়ে উঠি। আমরা বেঁচে থাকার জন্য প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করি এবং আমাদের শরীরের উৎপন্ন কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করি। আর কার্বন ডাই অক্সাইড প্রকৃতি গ্রহণ করে আবার পুনরায় আমাদের জন্য অক্সিজেন তৈরি করে। আমরা এই প্রকৃতির অবদান ছাড়া কখনোই বেঁচে থাকতে পারবো না। এই প্রকৃতির থেকে আমরা আমাদের জীবন ধারণের জন্য অনেক কিছু গ্রহণ করি।
কিন্তু মানুষ দিন দিন এই প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে বিভিন্ন কাজের মধ্য দিয়ে। আসলে প্রকৃতিকে ধ্বংস করা মানে মানবজাতি নিজের পায়ে নিজেদের কুড়াল দেওয়া। অর্থাৎ প্রকৃতিকে যদি মানুষ ধ্বংস করে ফেলে তাহলে আমরা কখনো প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারবো না এবং আমাদের মানবজাতির সব নিশ্চিহ্ন হয়ে যাবে। শুধুমাত্র মানবজাতি নয় এই পৃথিবীতে যেসব প্রাণীরা রয়েছে সবকিছুই বিলুপ্ত হয়ে যাবে এই পৃথিবী থেকে। আসলে আমাদের মানুষের জন্য কেন অন্যান্য প্রাণীরা কষ্ট পাবে। এই পৃথিবীকে যারা ধ্বংস করে তারা কখনো পৃথিবীর উন্নতি চায়না। তারা সবসময় নিজেদের স্বার্থকে বড় করে মনে করে। আর আমার মনে হয় যে এই পৃথিবীতে এইসব স্বার্থপর লোকেদের কোন স্থান নেই। কেননা এমন সুন্দর পৃথিবী পেয়ে আমরা সবাই ধন্য।
আসলে এই পৃথিবীকে রক্ষা করা কিন্তু আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু প্রতিনিয়ত যে হারে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এর ফলে কিন্তু মানুষ এই অতিরিক্ত জনবসতির জন্য অতিরিক্ত গাছপালা কেটে পৃথিবীর সৌন্দর্যকে নষ্ট করে ফেলছে। আর এর ফলে আমরা দেখতে পাই প্রতিবছর বিভিন্ন ধরনের দুর্যোগ লেগেই থাকে। আসলে এইসব প্রকৃতি কিন্তু আমাদের বিভিন্ন দুর্যোগের হাত থেকে এটা সব সময় রক্ষা করে। আসলে নিঃস্বার্থভাবে প্রকৃতি আমাদের সব সময় রক্ষা করে আর আমরা প্রকৃতিকে সবসময় ধ্বংস করার জন্য প্রকৃতির পিছনে লেগে থাকি। আর এই জন্য শহর অঞ্চলে আমরা দেখতে পাই যে সেখানে অক্সিজেনের প্রচুর অভাব রয়েছে। কিন্তু যখন আমরা গ্রামাঞ্চলের দিকে যাই তখন সেখানে নির্মল হাওয়া আমাদের সত্যিই মনটা জুড়িয়ে দেয়।
আর এজন্য আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হবে এই প্রকৃতিকে রক্ষা করার। আর যদি কোন ব্যক্তি এই প্রকৃতিকে নষ্ট করতে চেষ্টা করে তাহলে আমরা তার বিরুদ্ধে অবশ্যই কঠোর হব এবং সেইসব ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা সবাই যদি এক এক করে প্রকৃতিকে নতুন করে আবার রক্ষা করতে পারি তাহলে আমাদের প্রকৃতি আবার আগের মত ফিরে আসবে এবং আমাদের এই পৃথিবীতে বিভিন্ন দুর্যোগের পরিমাণ অনেক কমে যাবে। আর এর জন্য সর্বপ্রথম আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আসলে গাছ হল প্রকৃতির প্রাণ। এই গাছের সংখ্যা যদি কমে যায় তাহলে প্রকৃতির সৌন্দর্য দিন দিন হারিয়ে যাবে। আর সরকারের প্রতি আমাদের অনুরোধ যে কোন ব্যক্তি যদি প্রকৃতিকে ধ্বংস করতে চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।