তারা কিছুতেই শোভনের এই পরিবর্তন হওয়ার রহস্য ধরতে পারেনা। শুধু যে তার দলের লোক বা আশেপাশের লোকজন তার পরিবর্তন দেখে অবাক হয় তা নয়। তার স্ত্রী ও তার পরিবর্তন দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। যে শোভন আগে একটা সিগারেট পর্যন্ত খেতোত না। এখন সে প্রায়ই রাতে মাতাল হয়ে বাড়িতে ফেরে। সেই সাথে তার স্ত্রী শুনতে পায় শোভনের নাকি নারী ঘঠিত সমস্যা তৈরি হয়েছে। শোভনের স্ত্রী তাকে এই সমস্ত অপকর্ম থেকে অনেক ফেরাতে চেষ্টা করে।
সে শোভনকে বলে তোমাকে আগে এই এলাকার মানুষজন অনেক সম্মান করতো শ্রদ্ধা করতো। এখন সবাই তোমাকে ঘৃণা করতে শুরু করেছে। সবাই বলতে শুরু করেছে এতদিন তুমি একটা মুখোস পড়েছিলে। ক্ষমতা হাতে পেতেই তুমি তোমার আসল চেহারায় ফিরে এসেছো। এদিকে শোভনের অপকর্মের খবর দলীয় হাইকমান্ডের কাছেই পৌঁছে যায়। হাই কমান্ড থেকে শোভনকে ডেকে তার বিরুদ্ধে পাওয়া রিপোর্ট সম্বন্ধে জিজ্ঞেস করে। শোভন তাদেরকে বেমালুম মিথ্যা কথা বলে।
সে বলে তার বিরোধীপক্ষ তার নামে ষড়যন্ত্র করে এ সমস্ত কুৎসা রটনা করছে। তবে দলীয় হাইকমান্ড তার এই কথায় খুব একটা সন্তুষ্ট হতে পারে না। এদিকে তার এলাকার লোকজন তার দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার এ অতিষ্ঠ হয়ে ওঠে। তখন এলাকার লোকজনকে তার বিরোধীপক্ষের লোকজন আরো ক্ষেপিয়ে তোলে। শেষ পর্যন্ত এমন তৈরি হয় যে শোভন একসময় তার এলাকার সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলো। সে তার এলাকার সবচাইতে ঘৃণিত ব্যক্তিকে পরিণত হয়। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
মানুষ যখন লোভে পড়ে যায়,তখন হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যায়। কথায় কথায় মিথ্যা বলে,এমনকি সব ধরনের বাজে কাজকর্মে লিপ্ত হয়ে যায়। আর এমনটা করলে ধ্বংস অনিবার্য। শোভনের ধ্বংস হতে আর সময় লাগবে না। যাইহোক গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit