আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বৃদ্ধ বয়সের দিনগুলি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে যখন থেকে আমাদের জন্ম হয়েছে তখন থেকে কিন্তু আমাদের বয়স বেড়েই চলেছে। আসলে যত বয়স বাড়ে ততই আমাদের কর্ম ক্ষমতা কমতে থাকে। এই পৃথিবীতে আমার কাছে মনে হয় যে যারা বয়স্ক মানুষ তাদের সময়টা কিন্তু অনেক বেশি কষ্ট যায়। কেননা একজন বয়স্ক মানুষ তার বয়স কালে তার সাথে মেলামেশা করার কেউ থাকে না। এছাড়াও সবাই সবার নিজের মত জীবনে ব্যস্ত থাকে তাই এইসব পরিবারের বয়স্কদের তারা মোটেও সময় দিতে পারে না। একজন লোক যিনি সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন তখন কিন্তু সেই বয়সে তার প্রচুর পরিমাণে বন্ধু ছিল। আসলে সেই বয়স্ক কালে এসে সে দেখে যে তার সেই বন্ধুগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। অর্থাৎ কেউ বয়সের কারণে মারা যাচ্ছে অথবা কেউ দূরে চলে যাচ্ছে। আসলে সেই সময় কিন্তু সেই সব বন্ধুদের কথা খুব মনে পড়ে।
কিন্তু বন্ধুরা সব দূরে চলে গেলে তখন তার জীবনটা ফাঁকা মনে হয়। আসলে যৌবনকালের পর যখন আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যাই তখন আমাদের একজন সঙ্গী হয়। আর এই সঙ্গে কিন্তু আমাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকে। কিন্তু এই সুখ দুঃখের সাথীদের ভেতর থেকে একজন যদি আগে চলে যায় তাহলে বাকি যে পড়ে থাকে তার কাছে এই পৃথিবীটা নরকের মতো মনে হয়। কেননা তখন তার সুখ দুঃখ শেয়ার করার মত লোক থাকে না। আসলে একজন বয়স্ক মানুষের ব্যথা বেদনা কিন্তু একজন বয়স্ক মানুষ বুঝতে পারে। তখন তো অন্যান্য মানুষের ভরা যৌবনকাল। তাই তারা বয়স্কদের কথা তেমন একটা বেশি গ্রাহ্য করে না এবং তাদের সাথে বেশি একটা সময় কখনো কাটাতে চায় না। আসলে বয়স্ক কালে একজন মানুষের সব থেকে বেশি প্রয়োজন হয় তার সাথে কথা বলা এবং তার সাথে ভালো সময় কাটানো।
আসলে এই পৃথিবীতে মানুষ কখনো খাবারের অভাবে মারা যায় না। মানুষ মারা যায় ভালবাসার অভাবে। একজন মানুষ যখন এই পৃথিবীতে কারো কাছ থেকে ভালোবাসা পায় না তখন সে নিজেকে একাকী মনে করে। আর এই একাকী সময়টা পার করা বড়ই কঠিন। আর এ জন্য বয়স্ক কালে আমরা যদি আমাদের মা বাবা অথবা পরিবারের যদি কেউ বয়স্ক থাকে তাদের সাথে ভালো ব্যবহার এবং মেলামেশা না করি তাহলে আস্তে আস্তে তারা মনের দিক থেকে দুর্বল হয়ে যায়। আর মানুষ যদি মনের দিক থেকে দুর্বল হয়ে যায় তাহলে সে কিন্তু শারীরিক দিক থেকেও দুর্বল হয়ে যায়। কিন্তু আমাদের সব সময় উচিত যে এই সকল মানুষের ব্যথা বেদনা গুলো শোনা এবং তাদের সকল ধরনের চাহিদা আমাদের পূরণ করা। আসলে আমাদেরও মনে রাখতে হবে যে এই বয়সের সময় আমরা একদিন আসবো।
তাইতো আমাদের সবার উচিত যে বাড়িতে যেসব বয়স্ক লোকজন রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করা এবং বিভিন্ন আনন্দের সময় গুলো তাদের সাথে কাটানো। আসলে আমরা যদি আমাদের বয়স্ক লোক গুলোর সাথে ভালো সময় কাটাতে পারি তখন কিন্তু আমাদের দেখাদেখি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গুলো আমাদের বয়সকালে আমাদের সাথেও ভালোভাবে তারা সময় কাটাবে। আসলে আপনারা একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি যখন কোন বয়স্ক লোকের কাছে যান তখন সে আপনাকে আপন মনে করে তার মনের সকল কথা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করে। কারণ একজন বয়স্ক মানুষের কথা বলার লোক থাকে না তাই তার মনের ভিতর প্রচুর কথা জমা হয়ে যায়। আর এজন্য আমাদের সব সময় বয়স্কদের সম্মান করা উচিত এবং তাদেরকে মন থেকে ভালোবাসা উচিত।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।