৩০০ ফিট ভ্রমন

in hive-129948 •  3 days ago 

1000031061.jpg

Location

Device: Honor 90

এইতো গত কয়েকদিন আগেই ৩০০ ফিট ভ্রমণ করতে গিয়েছিলাম। এটার সাধারণত গুলশান ২ থেকে ১০০ ফিটের রাস্তা দিয়ে ৩০০ ফিট যেতে হয়। কথাটা শুনতে গেলেও অনেকটা হাসি পায়। কিন্তু এটাই বাস্তবতা এবং এই এলাকার আশেপাশের নাম গুলো এমনভাবে দেওয়া হয়েছে যে কারো প্রথম অবস্থায় শুনলে হাসি পাবে। ঢাকায় অবস্থান করছেন কিন্তু কাশফুল দেখতে যাননি এমন মানুষ অনেক কম রয়েছে। আমি কিন্তু এই কম মানুষের মধ্যেই পরি। তবে কয়েকদিন আগেই পরিবার নিয়ে সেই এলাকায় ঘুরতে গিয়েছিলাম। যদিও সেখানে এখন কাশফুল নেই শুধুমাত্র কিছু প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে আমরা গিয়েছিলাম।

আমরা সাধারণত গিয়েছিলাম ভাটারা থানা হয়ে ১০০ ফিটের রাস্তা দিয়ে একটি অটো রিক্সায় করে। অটো রিক্সায় যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আশেপাশের পরিবেশগুলো উপভোগ করা। যখন আমরা ১০০ ফিটের রাস্তা দিয়ে সেই গ্রাম অঞ্চলের দিকে যেতে শুরু করলাম তখন পরিবেশটা আস্তে আস্তে শহর থেকে গ্রাম মুখী হতে থাকলো। এই যে ট্রান্সফরমেশন টা দেখতে সত্যিই অনেক চমৎকার। ৩০ মিনিটের মধ্যেই আমরা একটি ব্রিজের নিচে এসে দাঁড়িয়ে পরলাম। সেই ব্রিজে আমার পরিবার সহ বেশ কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। এছারাও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি। এছাড়াও সেখানে নৌকা দিয়ে নদী পার হয়ে আবার পরবর্তীতে আমরা নীলা মার্কেট নামের একটি জায়গায় গিয়েছিলাম। সেই মার্কেট সাধারণত নারায়ণগঞ্জের মধ্যেই পরে।

সেই এলাকাটাই আমি আগে কখনোই যায়নি তবে আমার ছোট ভাই গিয়েছিল এবং সেই আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিল। জায়গাটা অনেকটাই চমৎকার ঠিক যেমন আপনার আমার এলাকায় সবসময় বাণিজ্য মেলা হলে যেরকম একটা পরিবেশে সৃষ্টি হয় ঠিক তেমনি সেখানকার অবস্থা ছিল। আমরা সকলে মিলে সেখানে অনেক বেশি এনজয় করেছে এবং বেশ খানিকটা সময় সেখানেই ঘোরাঘুরি করেছি।

জায়গাটা অনেকটা মেলার মত হয়েছিল এবং আশেপাশে প্রচুর দোকানপাট ছিল। যেখানে একটু কম দামেই অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল। আমরাও বেশ কিছু জিনিস কিনেছিলাম, যেটা আসলে অন্যান্য জায়গার তুলনায় এর দাম অনেকটাই কম ছিল। সব মিলিয়ে সেই দিন অনেক ভালোই এনজয় করেছি নিজের পরিবারের সাথে। সন্ধা হওয়ার সাথে সাথে সেই স্থান ত্যাগ করে নিজ বাসস্থানে চলে আসি। আপনারা কি কখনো গিয়েছেন এই নীলা মার্কেটে? যদি জেগে থাকেন তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!