অপূর্ণ স্বপ্ন-গল্প-(প্রথম পর্ব)

in hive-129948 •  3 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


নসু মিয়া তার অটো রিক্সা নিয়ে ট্রাফিক জ্যামে আটকে রয়েছে। প্রচন্ড গরমের ভেতর ট্রাফিক জ্যামে বসে থেকে তার মেজাজটা বেশ খারাপ হয়ে গিয়েছে। এর ভেতরে হঠাৎ করে তার পকেটে থাকা মোবাইলটি বেজে উঠলো। মোবাইলটি যখন বাজতে শুরু করেছে ঠিক তখনই সামনের সিগনালটি ছেড়ে দিলো। এখন নসু মিয়া সিদ্ধান্ত নিতে পারছিলো না সে মোবাইল ফোন রিসিভ করবে নাকি সামনে আগাবে। শহরের মানুষ গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে রাগারাগি করেন। এই জন্য নসুমিয়া সিদ্ধান্ত নিতে পারছিলো না। কিছু দূর আগানোর পর নসু মীয়া যখন দেখল পকেটে থাকা মোবাইলটি বেজেই চলেছে।

Blue Aqua Minimalist Sea Soothes the Soul Quote Instagram Post_20240428_223128_0000.png

তখন তার গাড়িতে থাকা প্যাসেঞ্জারদের কাছে অনুমতি নিয়ে সে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার মেয়ের গলা শুনতে পেলো। হ্যালো বলতেই নসু মিয়ার মেয়ে জিজ্ঞেস করল বাবা তুমি কেমন আছো। মেয়ের গলা শুনে নসু মিয়ার মুখটা আনন্দে ঝলমল করে উঠলো। সে বলল আমি ভালো আছি গো আম্মা তুমি কেমন আছো। মেয়ে বললো আমি বেশি ভালো নাই বাবা। তখন নসু মিয়া মেয়েকে জিজ্ঞেস করে কেনো গো মা কি হইছে? মেয়ে বলে আর কয়দিন পর ঈদ আমার সব বান্ধবিরা জামা কাপড় কিন্যা ফালাইছে। আর আমি অহনো কিনতে পারলাম না।


তখন নসু মিয়া তার মেয়েকে বলে তুমি কোন চিন্তা কইরো না গো মা। আমি আসার সময় তোমার লাইগা সুন্দর লাল টুকটুকে জামা নিয়া আইবো। এই কথা শুনে তার মেয়ে খুশি হয়ে যায়। এদিকে তার অটোতে বসে থাকা প্যাসেঞ্জাররা তাকে তাড়া দিতে থাকে। নসু মিয়া তখন তার মেয়েকে বলে মাগো আমি এখন গাড়ি চালাইতাছি। গাড়িতে প্যাসেঞ্জার আছে। প্যাসেঞ্জার নামায় দিয়া তোমার লগে কথা কমুনে। তার মেয়ে বলে আচ্ছা বাবা তারপর নসু মিয়া ফোন রেখে দেয়। ফোন রেখেদিয়ে নশু মিয়া আবার গাড়ি চালানোতে মন দেয়।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। মেয়ের আবদার পূরণের জন্য বাবা সবকিছুই করতে পারে। আপনি চমৎকারভাবে একটি ধারাবাহিক গল্প আমাদের সাথে শেয়ার করতেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ধারাবাহিক গল্প শেয়ার করার জন্য।