ভালোবাসা এমন একটি শব্দ যে শব্দের বিশ্লেষণ এখনো চলে চলছে এবং ভালোবাসার প্রকৃত মানে আসলে আমরা কেউ জানিনা। প্রত্যেকের কাছেই ভালোবাসা মানে আলাদা আলাদা হয়ে থাকে, ভালোবাসার অর্থ ভিন্ন হতে পারে। তাই এই শুধুমাত্র ভালোবাসা কি এই কথার উত্তর আমরা দিতে পারবো না। ঠিক তেমনই আমার কাছে ভালবাসার সংজ্ঞা মানে নিজেকে ভালো রাখা। আমি সেই মানুষটার সাথে থাকলে হয়তো ভালো থাকি, এটার নামেই কিন্তু ভালোবাসা। নিজেকে ভালো রাখার নামেই হচ্ছে ভালোবাসা। এতটুকুই শুধু মাত্র আমি বুঝেছি।
ভালোবাসা এমন একটি মধুর মুহূর্ত যে মুহূর্তের মধ্যে আমরা সব সময় থাকতে চাই এবং একটি কমফোর্ট জনের মধ্যে আমি থাকতে চাই। যাতে আমরা ভালো থাকতে পারি। আমাদের কাছের মানুষ গুলো ভালো থাকতে পারেন। কিন্তু বাস্তবতার চরম বাস্তবতার সম্মুখীন হতে গেলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহন করতে হয় যার কারণে হয়তো সব ভালোবাসা নিজের করে পাওয়া হয়না কিংবা আপন করে নেওয়া হয় না। এজন্যই আজকে পোস্টের এই টাইটেল দিয়েছি।
তবে আমি এটাও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের জন্য যা করেন না কেন সব আমাদের মঙ্গলের জন্যই করেন। এতে যদি আমার নিজের ভালোবাসার মানুষ আমার থেকে দূরে থাকে হয়তো এর মধ্যেও ভালো কোন উদ্দেশ্য রয়েছে হয়তো। আমার জীবনে যে আসবে তার জন্য ভালো কিছু উদ্দেশ্য রয়েছে সৃষ্টিকর্তার। তাই আমি এসব সবকিছুই আল্লাহতালার হাতে ছেড়ে দিয়েছে এবং তিনি যেভাবে আমাকে পথ দেখাচ্ছেন ঠিক সেই পথে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জানি বিষয়টা খুব একটা বেশি সহজ নয় তবে সবকিছু মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।