এলোমেলো কিছু রেনডম ফটোগ্রাফি অ্যালবাম

in hive-129948 •  6 days ago 
আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। ।
নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে।

রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফির মধ্য দিয়ে আমি আপনাদের সামনে কিছু ভিন্ন ছবি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি এ রেনডম ফটোগ্রাফিগুলো আপনাদের খুব ভালো লাগবে।

১নং-ফটোগ্রাফি

IMG-20240621-WA0106-01.jpeg
https://w3w.co/written.nosedive.parade

এই ফুলটি দেখে গ্রাম বাংলার প্রতিটা মানুষই চিনতে পারবে, এটি কি গাছ। গ্রাম অঞ্চলের ছেলে মেয়েদের কাছে খুবই সুপরিচিত একটি গাছ, এই গাছটি। এটি একটি সেনা আলাতা গাছ। গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় এই গাছটি দেখা যায়। যেখানে বন জঙ্গল রয়েছে এই গাছটি সেখানে অনেক বেশি জন্মায়। খুবই অবহেলিত একটি গাছ সেনা আলাতা গাছটি। তবে এই গাছের রয়েছে অসংখ্য গুনাবলী। ওষুধী গাছ হিসেবে এই গাছটি অনেক বেশি পরিচিত। এই ফুলটি অবহেলিত ফুল হলেও এটি অসাধারণ একটি ফুল। আমার দেখা অসম্ভব সুন্দর ফুলের মধ্যে এই ফুলটি অন্যতম। আমি এই ফুলটিকে ভীষণভাবে ভালোবাসি।

২নং-ফটোগ্রাফি

IMG-20240621-WA0010-01.jpeg
https://w3w.co/written.nosedive.parade

এই ফুলটি দেখা মাত্রই আশা করছি সবাই চিনতে পারলেন। নতুন ভাবে এই ফুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই। গ্রাম অঞ্চলের সবচেয়ে পরিচিত ফুল এই ফুলটি। এটি একটি কাঁকরোল ফুল। কাঁকরোল সবজি হিসেবে অসম্ভব সুস্বাদু একটি সবজি। সবজি ধরার আগ মুহূর্তে এই ফুলগুলো অনেক বেশি দেখা যায়। ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর। কাঁকরোল সবজি আমার খুব প্রিয় একটি সবজি। এটি একটি শীতকালীন সবজি। বর্তমানে এই সবজিগুলো বারো মাসে পাওয়া যায়। এ সবজিটি অসম্ভব সুস্বাদু হওয়া সবার কাছে খুবই প্রিয় একটি সবজি। এই সবজির ফুলের আকর্ষণ টা খুবই সুন্দর।

৩নং-ফটোগ্রাফি

IMG-20240523-WA0382-01.jpeg

https://w3w.co/written.nosedive.parade

ম্যান্ডেভিলা এই ফুলটি নিয়ে কারোই অজানা নয়। এ ফুলের বাহারি সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এই ফুলের মধ্যে রয়েছে ১৭৪ টি প্রজাতি। একটি নার্সারি গড়ে ওঠে হাজার ফুলের সমন্বয়ে। আমি নার্সারিতে প্রবেশ করা মাত্রই আমার দৃষ্টি আকর্ষণ করল এই ফুলটি। বাহারি মুগ্ধকর ফুলটি বর্তমানে প্রায় সবার কাছে সুপরিচিত। এই ফুলটির সৌন্দর্য যে কোন মানুষকেই বিমোহিত করতে পারে। এই ফুলটি আমি নার্সারি থেকে ফটোগ্রাফি করেছি। আমি সাথে সাথেই সেখানে গিয়ে ফুলটির ফটোগ্রাফি করে নিলাম। ফুলটির ফটোগ্রাফি করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি এই ফুলটির ফটোগ্রাফি আপনাদের কাছেও ভালো লেগেছে।

৪নং-ফটোগ্রাফি

IMG-20240523-WA0435-01.jpeg

https://w3w.co/written.nosedive.parade

এই ফুলটি দেখা মাত্রই সবাই চিনে গেলেন আশা করছি। কারো কাছে নতুন করে পরিচয় তুলে ধরার প্রয়োজন নেই। এটি বাংলাদেশের সুপরিচিত একটি ফুল টেক্সাস ব্লুবেল। এ ফুলের সৌন্দর্য সব মানুষকে বিস্মিত করে। বিভিন্ন অনুষ্ঠানাদিতে এই ফুল অনেক বেশি প্রদর্শন করা হয়। এই ফুল দিয়ে ফুলের তোড়া তৈরি করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের সংবর্ধনা এ ফুলের তোড়া দিয়ে দেওয়া হয়। এটি এত আকর্ষণীয় একটি ফুল যে, যে কাউকে আকৃষ্ট করবে। যারা ফুল ভালোবাসে না তারাও এই ফুলকে অনেক বেশি পছন্দ করে। এ ফুলটিকে সচরাচর দেখা যায় না। আমি এই ফুলটির ফটোগ্রাফি করেছি একটা নার্সারি থাকে। বর্তমানে বাংলাদেশের প্রতিটা নার্সারিতে এই ফুলটি দৃশ্যমান।

৫নং-ফটোগ্রাফি

IMG-20240621-WA0033-01.jpeg

https://w3w.co/written.nosedive.parade

এ প্রাণীটির পরিচয় তুলে ধরার কোন প্রয়োজন নেই। খুবই ক্ষতিকর এবং বিরক্তিকর একটি প্রাণী এটি। মাছি আমাদের জন্য অনেকে ক্ষতিকর একটি প্রাণী। এ মাছিটি মিনিটে প্রায় ৫২ বার বমি করে থাকে। তাই আমাদের বিভিন্ন খাওয়ারে এই মাছি বসলে বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। দয়াময় স্রষ্টার আশ্চর্যজনক এক সৃষ্টি এই মাছি। এ মাছির এক ডানাতে রয়েছে জীবাণু, অন্য ডানাতে রয়েছে জীবাণু নাশক। তাই কোন তরল জিনিসের মধ্যে মাছি পরলে তাকে পুরোটা ডুবাতে হয়। তারপর তুল্লে সেখানে আর জীবাণু থাকে না। মাছির মধ্যেও রয়েছে অসংখ্য প্রজাতি। বর্তমানে এক শ্রেণীর মাছির চাষ করা হয়। এই মাছিগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।

৬নং-ফটোগ্রাফি

IMG-20240523-WA0372-01.jpeg

https://w3w.co/written.nosedive.parade

জবা ফুলকে আমরা সবাই খুব ভালোভাবে চিনি। এই ফুলটি আমাদের কাছে খুবই সুপরিচিত একটি ফুল। তবে গ্রামাঞ্চলের মানুষ লাল জবা ফুলের সাথে অনেক বেশি পরিচিত। কিন্তু বর্তমানে জবা ফুলের মধ্যে অনেকগুলো জাত পরিলক্ষিত হয়। গ্রামের রাস্তার পাশে অনেকে বেশি জবা ফুল গাছ দেখা যায়। যখন এই গাছে ফুল ফোটে তখন পরিবেশটা অনেক চমৎকার লাগে। জবা ফুলকে ঘিরে অনেক কবি কবিতা লিখেছেন। এই ফুলকে ঘিরে অনেক উপন্যাস হয়েছে। তবে এই হলুদ জবা ফুলটি অনেক বেশি আকর্ষণীয়। আজকে আমি আপনাদের মাঝে হলুদ জবা ফুলটি প্রদর্শন করেছি। এই ফুলের সৌন্দর্য আমাকে অনেক বেশি আকর্ষণ করেছে। আমি এই ফুলটি নার্সারি থেকে তুলেছি।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।


ফোনের বিবরণ

ক্যামেরাআইফোন ৭
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলআইফোন ৭
ক্যাপচার@ti-taher
অবস্থানবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

1000106788.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফিগুলো ভীষণ সুন্দর হয়েছে। আমার এমনিতেই ফুল অনেক ভালো লাগে। তার উপর এত সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে ফুলগুলো তুলে ধরেছেন। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করেছেন এবং সেগুলো বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি পোস্টে আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য। আমার ফটোগ্রাফি গুলোর বর্ণনা সহ পড়েছেন জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

খুবই সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন দারুন সৌন্দর্য উপভোগ করলাম খুবই ভালো লাগলো।
বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটি আসলে অঞ্চল ভেদে নাম আলাদা হলেও এই ফুলের সৌন্দর্য কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে।
জবা ফুলটি সৌন্দর্য দারুন উপভোগ্য।
সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টে মন্তব্য করার জন্য। আপনাদের মন্তব্য গুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের মন্তব্য গুলো আমাকে ফটোগ্রাফির প্রতি আরো যত্নশীল করে তুলে।

আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল বেশ সুন্দর। আসলে আমরা সকলেই ফটোগ্রাফি করতে পছন্দ করি। আপনার ফটোগ্রাফির মধ্যে ৪ নং ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এই ফুলটি আমি আগে দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে প্রথম দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে দেয়ার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি পোস্টে আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য। আমার প্রতিটা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে আপনার তোলা জবা ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকী সব ফটোগ্রাফী বেশ দারুন লেগেছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি পোস্টে আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য। আমার প্রতিটি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। স্পেশালি জবা ফুল ভালো লেগেছে জেনে আরো বেশি খুশি হলাম।

ওয়ালাইকুম আসসালাম! আপনার পোস্টটি পড়তে গিয়ে আমি মুগ্ধ হয়েছি। রেনডম ফটোগ্রাফি নিয়ে যে এতো সুন্দর একটি অ্যালবাম তৈরি করা যায়, তা আপনার পোস্ট না দেখলে বিশ্বাস হতো না। প্রতিটি ফটোগ্রাফির পিছনে থাকা আপনার ব্যাখ্যা এবং অনুভূতি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

সেনা আলাতা গাছের ফুল থেকে শুরু করে জবা ফুল পর্যন্ত প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ। বিশেষ করে কাঁকরোল ফুলের ফটোগ্রাফি এবং তার বর্ণনা পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এমনকি সাধারণ একটি মাছির ফটোগ্রাফির পিছনে থাকা তথ্যগুলোও অনেক শিক্ষামূলক।

আপনার ফটোগ্রাফির প্রতি ভালোবাসা এবং প্রতিটি ছবির সাথে জড়িত সুন্দর অনুভূতি আমাকে খুব আকৃষ্ট করেছে। আশা করছি ভবিষ্যতে এমন আরও অনেক সুন্দর এবং অনুপ্রেরণামূলক ফটোগ্রাফি অ্যালবাম নিয়ে আসবেন। ধন্যবাদ আপনার এই সুন্দর পোস্টের জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করি।

[@redwanhossain]

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি পোস্টে এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্য উপস্থাপন করার জন্য। আপনার মন্তব্যটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার প্রতিটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রথম ফটোগ্রাফি হলুদ ফুলগুলো আমি কখনো দেখিনি। ফুল গুলো দেখতে খুব সুন্দর। জবা ফুলের ফটোগ্রাফিও অনেক সুন্দর হয়েছে। টেক্সাস ব্লুবেল ফুলগুলোও দেখিনি আগে। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

এক নাম্বার ফুলের ফটোগ্রাফিটি আমি খুব যত্ন করে তুলেছি। এ ফুলটি গ্রাম অঞ্চলে প্রায় সর্বত্রই দেখা যায়। এটি রাস্তার আশেপাশে এবং বিভিন্ন জঙ্গলে হয়ে থাকে। স্পেশালি জবা ফুলের ফটোগ্রাফিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনার শেয়ার করার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি এতটাই সুন্দর হয়েছে তা দেখে চোখ ফেরানো মুশকিল। বিশেষ করে প্রথমের ফুলের ফটোগ্রাফি এবং শেষের জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি পোস্টে আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য। আমার প্রতিটি ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে যার জন্য ধন্যবাদ আপনাকে। স্পেশালি জবা ফুলের ফটোগ্রাফি ভালো লাগার জন্য শুকরিয়া।

ফটোগ্রাফি করার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনি দারুণ ফটোগ্রাফি করতে পারেন। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা আমার বেশ ভালো লেগেছে। এছাড়া ও কাঁকরোল সবজির ফটোগ্রাফিটা বেশ সুন্দর ছিল। অনেক ধন্যবাদ অন্যান্য ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দিলেন।

আপনার মন্তব্যটি পড়ে খুব উৎসাহিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি পোস্টে আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য। কাঁকরোল গাছের ফুলটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আশা করি ভাইয়া ভালো আছেন? আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। হলুদ পাপড়ির ফুল দেখে ভালো লাগলো। জি ভাই মাছির এক ডানাতে জীবাণু আছে আর অন্য ডানাতে রয়েছে জীবাণু নাশক। টেক্সাস ব্লুবেল ফুলের সৌন্দর্য বেশ দারুন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আমার ফটোগ্রাফি পোস্টটি বর্ণনাসহ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে মাছি নিয়ে যে বিষয়টি উপলব্ধি করেছেন তার জন্য শুকরিয়া রইল। আমার প্রতিটি ফটোগ্রাফি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।

আপনার প্রথম ফটোগ্রাফিতে শেয়ার করা হলুদ ফুলটা আগেও দেখেছি। কিন্তু নাম জানতাম না। ঐটা বেশ অসাধারণ দেখতে লাগছে। অন্য ফটোগ্রাফি গুলো বেশ ভালো করেছেন। বিশেষ করে ফুলগুলো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

আমার ফটোগ্রাফি পোস্টে আপনার মহামূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিটি ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।