পরিচয় পর্ব- আমার বাংলা ব্লগ।

in hive-129948 •  3 years ago 

শুভ দিন।
বন্ধুরা কেমন আছেন সবাই । আশা করছি সকলে ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন এই করোনা মহামারীতে।
আমার বাংলা ব্লগ এ যুক্ত হয়েছি কয়েকদিন হল। বলতে গেলে স্টিমইট এই আমি একেবারে নতুন । চেষ্টা করছি সবকিছু বুঝার। আরআপনাদের সহযোগিতায় আশা করছি অনেক দূর এগোতে পারবো। আপনাদের সহযোগিতা তাই সবসময় কাম্য।
আচ্ছা এবার আমার পরিচয় দেই-
received_4439606312738296.jpeg

আমি জগদীশ চন্দ্র । আমি পেশায় বর্তমানে ছাত্র। এবছর স্নাতক এ ভর্তি হব। আমার জনস্থান বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের নীলফামারী জেলা সদর এ। পরিবারে আমরা বর্তমানে ৫ জন সদস্য। আমি ,আমার বড়ভাই, আমার বৌদি , আমার ছোট্ট একটা ভাতিজা আর আমার মা। আমার দুই বড় বোন ছিল তাদের বিয়ে হয়ে গেছে। এখন পরিবারে আমরা এই পাঁচজন।
এবার আসি আমার পছন্দ অপছন্দের বিষয় নিয়ে। মূলত অপছন্দ বলতে আমি কিছু বুঝি না। ব্যাপারটা হলো একেক মানুষের একেক ধরনের চাহিদা।

যেমন- আমি প্রথমত সঙ্গীতপ্রেমী, দ্বিতীয়ত ছবি আঁকা আর তৃতীয়ত মোবাইল এ আলোকচিত্র ধারণ এগুলাই আমার পছন্দের বিষয়। এর বাইরে ঘুরাঘুরি, খেলাধুলা, ভ্রমণ আমার পছন্দের সখ বলতে পারেন।

পড়ালেখার বিষয়ে বলতে গেলে অনেক বলা যায়। বরাবরই ভাল ছিলাম স্কুল ও হাই স্কুল পর্যায়ে, অবশ্য কলেজে কিছুটা খারাপ করি। তবে এখন অনেক ভাল করছি। সকলের সহযোগিতায় আরো ভালই করবো আশা করছি।
আচরণগত ভাবে আমি তেমন রাগী স্বভাবের মোটেই না। আমি সকল কে ভালোবাসতে ভালোবাসি। মানুষকে মানুষ হিসেবেই দেখি । সে যতই খারাপ কাজ করুক না কেনোর কারণ খারাপ মানুষ এমনি এমনি হয়না, হয়তো অভাবে পরে নতুবা কারো খারাপ প্রভাব এ। সবসময় সকল কে সহযোগিতা করতে ভালোবাসি। কেউ আমাকে নিয়ে বিরক্তি বোধ করুক এটাও আমি মোটেই পছন্দ করি না।
আচ্ছা আজ তাহলে পরিচয় পড়বে এটুকুই থাক । বাকি কথা গুলো বিভিন্ন পোস্ট আবারও ভাগাভাগি করে নেব নাহয়।
সবাই ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আমি তোমাকে ভোট দিসি তুমি আমার একাউন্টে গিয়ে আমাকে ভোট করো @haidar

পরিচিতি তুলে ধরার জন্য আরো সুন্দর উপস্থাপন করতে হবে, সাথে একাধিক ফটো এবং নিজের সেলফির সাথে একটি সাদা কাগজে স্টিম আইডি, তারিখ ও আমার বাংলা ব্লগ শব্দটি থাকতে হবে।

Loading...

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম