সাগরের জীবন কেমন কাটে?
আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করছি আমাদের সাগরের জীবন কেমন কাটে তা নিয়ে একটি ব্লক। আমি নতুন জয়েন হয়েছি। আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, এবং আমার বাংলা ব্লগ থেকে বড় একটা সাপোর্ট পাবো আশা করছি ইনশাআল্লাহ। @rme দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ steemit এ বাংলার এমন একটা কমিউনিটি গড়ে তোলার জন্য।
আমার নাম টিপু সুলতান। বর্তমান নাবিক হিসেবে কাজ করছি। কাজের জন্য পৃথিবীর অনেক দেশেই আমাদেরকে যেতে হয়।
সাগরের জীবনে আমাদের শীপে অনেক সময় Rolling, Pitching হয়ে থাকে। এই Rolling, Pitching আমাদের নাবিকদের জন্য এক আতংকের নাম বলা চলে।
শীপে চাকুরী করি, দেশ বিদেশ ঘুরে বেড়ায়। পৃথিবীর সুখি মানুষ গুলোর মধ্যে আমাদের অবস্থান। এমনটা অনেকেই ভাবেন। জ্বি আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখেই আছি।
আজকে আমাদের সুখের কিছু বিবরণ দিচ্ছি হাতে সময় থাকলে পড়ার অনুরোধ রইল। শিখার মত কিছুই নেই, তবে কিছুটা হলেও পরিমাপ করতে পারবেন আমাদের সুখের পরিমাণ।
স্থলে বাস করেন, ৫-১০° (ডিগ্রি) কেঁপে উঠলে আমরা তাকে ভূমিকম্প বলে থাকি। সেদিন দেশের সব কয়টা পত্র-পত্রিকার প্রধান শিরোনামে বড় বড় অক্ষরে লিখা হয় ভূমিকম্পের কথা। সবাই কতই না আতংকে থাকে। নিমিষেই কত কিছু ধংস হয়ে যায়। পৃথিবীর এই কম্পন কিছু সেকেন্ড কিংবা বিশেষ ক্ষেত্রে মিনিটের বেশি হয়ে থাকে। আর আমরা নাবিকরা ২০-৪০° (ডিগ্রি) এঙ্গেলের রোলিং সহ্য করেও দিনরাত কাজ করে যাচ্ছি। এই ২০-৪০° (ডিগ্রি) এঙ্গেলে রোলিং এক বা দুই মিনিটের জন্য হয়না। এক বা দুদিন ও নয়, সাপ্তাহ খানিক ও হতে পারে। এই রোলিং সাগরের উত্তাল এবং বাতাসের উপর নির্ভর করে। রোলিং হলে আমরা ঘুমাতে পারিনা, ঠিকমত কাজ করতে পারিনা। আমাদের রুমের সমস্ত জিনিসপত্র গুলো সব এলোমেলো হয়ে যায়। ভেঙ্গে যায়, পড়ে যায়, গড়াগড়ি করে। কত কিছুই না হচ্ছে শীপের সমস্ত যায়গা জুড়ে। কি ভাবছেন এমন সময় আমরা সবাই কাজ বন্ধ করে রুমে ঘুমিয়ে থাকি? (যদিও ঘুমিয়ে থাকার মত অবস্থা তখন রুমে থাকেনা)। আসলে এমনটা আমদের সাথে ঘটেনা। সপ্তাহে সাত দিন, মাসে ত্রিশ দিন, বছরে ৩৬৫ দিন আমাদের কাজ থাকে। শীপ চলমান থাকে, রান্নার কাজ চলমান থাকে, ইঞ্জিন চলমান থাকে। এত ডিগ্রি এঙ্গেলে রোলিং হচ্ছে আপনি ঘুমাতে পারছেন না, আপনার মাথা ঘুরছে, আপনার ভুমিটিং হচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, ছোট খাটো ইঞ্জুরী, আপনার মনে হচ্ছে পেটের ভিতরটা ৩৬০° এঙ্গেলে ঘুরছে। যত কিছুই হোকনা কেন, কাজ বন্ধ থাকবেনা।
এই কঠিন পরিস্থিতিতেও মাস্টার, একজন অফিসার এবং একজন এবি আমাদেরকে নিরাপদে ভাসিয়ে নিয়ে যায়। আমাদেরকে এমন পরিস্থিতি থেকে কিছুটা ও রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় (রক্ষা করার মালিক আল্লাহ, উনারা উছিলা মাত্র)। এইসব পরিস্থিতিতে আমাদের বেঁচে থাকার মত কোন ক্ষমতা থাকেনা। একটা ঢেউ পার হলেই মনে করি এই যাত্রায় বুঝি বেঁচে গেলাম? আবার অন্য ঢেউ থেকে বাঁচার জন্য দোয়া প্রার্থনা। কেবল মাত্র আল্লাহর রহমতে আমরা বেঁচে থাকি। পরিস্থিতি স্বাভাবিক হয় আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা আবার নতুন স্বপ্ন দেখতে থাকি, নতুন করে চলতে থাকি। আমাদের থেমে থাকতে নেই, আমরা যেন ভাসমান কোনো বস্তু, কেবল ভেসেই যাচ্ছি।
ইমার্জেন্সি অবস্থায় আমাদের কাজের কোন টাইম থাকেনা। ১৮/২০ ঘন্টা ও কাজ চালিয়ে যতে হয়। ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক কিংবা সাগরের উত্তাল উত্তাপে ও আমাদের থেমে থাকতে নেই। আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে আসলে ও কাজের শেষ নেই। এক হাতে বাড়িতে যাওয়ার স্বপ্ন ভরা লাগেজ, আর অন্যহাত কাজ নিয়ে ব্যস্ত।
আমরা আমাদের পরিবার, প্রিয়জন ছেড়ে সাগরে সাগরে ভেসে বেড়াচ্ছি, প্রিয়জনের দুঃখের সময় পাশে থাকার ভাগ্য আমাদের হয় না। পাশে থাকা তো দূরের কথা একটু খোঁজ নেওয়ার মত নেটওয়ার্কের মাঝে ও আমরা থাকিনা। আমরা প্রিয়জন হারায়, এই খবর ও আমরা পাইনা। প্রিয়জন হারিয়ে গেলে ও আমাদের মন খারাপ করতে নেই, কান্না করতে নেই। কারণ, আমরা শুধু কার্গো ক্যারি করিনা, আমরা ক্যারি করি হাজার হাজার মানুষের সুখ৷ কাঁচামাল সামগ্রী, পোশাক শিল্প, তেল, গ্যাস, প্যাচেঞ্জার, গাড়িসহ অন্যান্য সামগ্রী। দেশের ৯০% ভাগের ও বেশি আমদানি রপ্তানি কাজ এখন জাহাজ শিল্পের উপর নির্ভরশীল। আমরা শুধু কার্গো ক্যারি করিনা, আমরা ক্যারি করি একটি দেশের আমানত। একদেশ থেকে অন্য দেশে আমরা শুধু ঘুরে বেড়ায় না, সাথে নিয়ে যায় কয়েক হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এক দেশের জিনিস অন্যদেশে পৌঁছে দেওয়া আমাদের কাজ, দ্বায়িত্ব ও আমানত। আমাদেরকে প্রিয়জন হারিয়ে ভেঙ্গে পড়লে চলবেনা। তাহলে যে আমানতের খেয়ানত হয়ে যেতে পারে। একটা নির্দিষ্ট সময় আমাদের বেঁধে দেওয়া থাকে, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করি।
নাবিকদের প্রিয় মানুষ থাকতে নেই, আর থাকলেও সময়ের স্রোতে তারা হারিয়ে যায়। কেন জানেন? একজন প্রিয় মানুষকে দেওয়ার মত পৃথিবীতে যত দামি উপহার রয়েছে তার মধ্যে প্রধান ও অন্যতম হচ্ছে সময়। আর আমরা নাবিকরা প্রিয় মানুষকে সময়টুকু দিতে পারিনা। সাগরে থাকলে নেট নেই, পোর্টে আসলে নেট পেলেও ইমার্জেন্সি কাজ থাকে হাতে সময় নেই। আমরা চাইলেই রাত জেগে ফেসবুক কিংবা ইউটিউব এর পাতা উল্টাতে পারিনা। আমরা চাইলেই ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে আপনাদের মত অনলাইনে পড়ে থাকতে পারিনা। কোন প্রকার নেটওয়ার্ক ছাড়া আপনার একটা দিন কেমন কাটবে ভেবে দেখুন প্লিজ। আর আমরা এমন নেটওয়ার্ক ছাড়া কতদিন পার করছি তার হিসাব নাই।
সুতরাং আমাদের বেতন দেখে কখনোই আফসোস করবেন না। আমরা বেতন কাজের জন্য পাইনা। আমরা বেতন পাই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে বেড়ানোর জন্য। উপরের উল্লেখিত কষ্ট গুলো স্যাক্রিফাইস করার জন্য আমরা বেতন পাই। আমরা (Man নয়, আমরা SeaMan)। আমরা জলে এবং স্থলে বাস করা উভয়চর প্রাণী৷
A smooth sea, never make a perfect sailor..
এই স্লোগান ধরে আমরা সব পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
আমি ব্যক্তিগত ভাবে এই চ্যালেঞ্জিং কাজটাকে ভালোবাসি। দেশ সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মত আনন্দ আর কি হতে পারে? ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। তাই নিজের সব কিছু ত্যাগ করে হলেও দেশের জন্য কিছু করতে পারছি (আলহামদুলিল্লাহ) এর থেকে সুখময় আর কিছু পৃথিবীতে নেই।
এত কষ্টের মাঝেও আমরা কাউকে বলিনা। বলতে চাইও না। আমরা চাইনা আমাদের কষ্টের কথা শুনে প্রিয় মানুষ গুলোর হাসি মাখা মুখ খানা মলিন হয়ে যাক। আমরা চাইনা প্রিয় মানুষ গুলো আমাদের নিয়ে সবসময় চিন্তায় বিভোর থাকুক। ভালো থাকুক আমাদের প্রিয় মানুষগুলো। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা৷
তবুও আমরা সুখি। কারণ, মাস শেষে আমাদের বেতনের টাকায় পরিবারের মুখে হাসি ফুটে। এই কষ্ট গুলোর বিনিময়ে আমরা পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। পরিবারের হাসিই আমাদের কে অনুপ্রেরণা যোগায়৷ পরিবারের জন্য কিছু করার মাঝেই আমাদের সব স্বার্থকতা।
ভালো থাকুক সকল সহযোদ্ধা নাবিক গুলো। তোমাদের জানাই লক্ষ কোটি সালাম।
বিঃদ্রঃ আমার এই পোস্ট সকল নাবিকের জন্য উৎসর্গ করলাম।
জলে এবং স্থলে বাস করা এক উভয়চর প্রাণী।
এস্তোনিয়ার পালডিস্কি, ইউরোপ থেকে লিখা।
সম্পূর্ণ পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ
Please Vote and Comment [Follow Me] @tipu2004
YouTube
আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না। ফটোগুলো রিমুভ করে নিজের কোনো ফটো বা কপিরাইট ফ্রি ফটো ইউজ করুন।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Image Courtesy: https://besthqwallpapers.com
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit