আমার রক্তদানের গল্প।
গত ০৮/০৯/২০২৩ তারিখে আমি পঞ্চম বারের মত রক্তদান করেছি। রক্তদান করলে মানসিক একটা প্রশান্তি লাগে যা ভাষায় প্রকার করা যাবেনা।
copyright free image source PixaBay
আমি প্রথম বার ২০১৭ সালে রক্তদান করেছি আমার আম্মুকে। তখন আমি এবং আমার বড় ভাই আমরা আম্মুকে রক্তদান করেছি। তখন আমার বয়স ছিল ১৮ বছর আম্মু কোনো ভাবেই আমার রক্তদান মেনে নিচ্ছেন না। আম্মুর কথা ছিল আমি এখনো ছোট্ট আর আমার নিজের শরীর ও দর্বল ছিল। তাই আম্মু আমার রক্ত গ্রহন করতে রাজি হচ্ছিনা। কিন্তু আমিও দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছি আমি আমার আম্মুকেই রক্তদান করব। আর আমার প্রথম রক্তদান আমার আম্মুকে দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। শেষমেশ ডাক্তারের কথায় আম্মু আমার রক্তদান গ্রহন করলেন।
copyright free image source PixaBay
যেদিন আমি আমার আম্মুকে রক্তদান করেছি সেদিন আমার থেকে বেশি খুশি এই পৃথিবীতে কেউ ছিলনা। আমরা সবাই কম বেশি রক্তদান করে থাকি। কিন্তু নিজের জীবনের প্রথম রক্তদান আম্মুকে করার মত সৌভাগ্য মনে হয় খুব কম মানুষের হয়েছে। আম্মুকে দেওয়ার পরে ও আমি আরও ৪জনকে রক্তদান করেছি। আমার কাজের সুবাদে বছরের ৯-১০ মাস দেশের বাহিরে থাকা হয়। সেই জন্য সময় সুযোগ করে রক্তদান করা হয়না। তা না হলে ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমার কম করে ১৫+ বার রক্তদান করা হয়ে যেত। তাও আমি প্রতিবার বাড়িতে আসলেই চেষ্টা করি রক্তদান করতে।
copyright free image source PixaBay
এইবার আগষ্টের ১০ তারিখে আমি বাড়িতে আসি, আসেই এক ভাইকে বলে রাখি আমার রক্তদান করতে হবে। সেই ছোট্ট ভাই রক্তদানের বিভিন্ন সংস্থার সাথে কাজ করে। সেই সুবাদে গত ০৮/০৯/২০২৩ তারিখে আমি পঞ্চম বারের মত রক্তদান করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
copyright free image source PixaBay
আমার আম্মুর পরে ২/৩/৪ নাম্বারে যে রক্তদান করেছি তাতে এত আনন্দ পাইনি। রক্তের প্রয়োজন ছিল দিয়ে আসছি এইটুকুই এর থেকে বেশি না। রোগী কে ছিল তাও দেখিনাই। কিন্তু পঞ্চম বার যে রক্তদান করেছি তাতে অনেক আনন্দ পেয়েছি নিজের কাছে ও অনেক অনেক ভালো লেগেছে।
copyright free image source PixaBay
এর কারণ হচ্ছে আমি যাকে রক্তদান করেছি সেই ছেলেটি খুবই গরীব। নিজের মা বাবা ও নেই। একমাত্র দাদির কাছেই বড় হয়েছে। ছেলেটির রক্ত শূণ্যতা। প্রতি মাসেই তাকে রক্ত দেওয়া লাগে। তার যখন রক্ত শূণ্যতা দেখা দেই তখন ছেলেটির খিচুনি রোগে দেখা দেই। কত কালকে তার হিমোগ্লোবিন মাত্রা ছিল ৫.৫। আমার এক ব্যাগ রক্তের পরে হয়তো ৬.৫ হতে পারে। ছেলেটির আরও ২/৩ ব্যাগ রক্ত লাগবে।
copyright free image source PixaBay
গরীব হওয়ায় কেউ এগিয়ে ও আসেনা। স্থানীয় এক ডাক্তার ছেলেটির রক্তের সন্ধান করে যা পান তাই ছেলেকে দিয়ে থাকেন। ডাক্তার ও এই কাজের জন্য ছেলেটির থেকে কোনো টাকা পয়সা নেই না। এমনকি গত কালকে ডাক্তার নিজেই আমাকে নাস্তা চা নাস্তা করাই দিছে। আমি নিজে টাকা দেওয়ার অনেক চেষ্টা করে ও টাকা দিতে পারলাম না।
copyright free image source PixaBay
আসলে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছেন বলেই হয়তো পৃথিবী এখনো বেঁচে আছেন।
সর্বশেষ ছেলেটি এবং ডাক্তারের সুস্বাস্থ্য কামনা করছি।
#steemit #steem #blockchain #bitcoin #crypto #steemitri #blogger #cryptocurrency #switzerland #suisse #svizzera #ticino #tessin #art #mannequin #fashion #swiss #dummy #model #fashionblogger #cryptoguy #manichino #schweiz #cryptoblogger #lugano #ethereum #dtube #eth #hodl #cryptonews
Follow Me
Follow Me YouTube
Follow Me Facebook
সঠিক নিয়মকানুন না জেনে এই ধরনের পোস্ট করা মোটেও ঠিক নয়। আর এ ধরনের স্প্যামিং পোস্ট থেকে বিরত থাকবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@nevlu123
ঠিক আছে ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@successgr.with
Thank You So Much..
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতিরিক্ত অপ্রাসঙ্গিক ট্যাগ লেখা থেকে বিরত থাকুন। এটি স্প্যামিং।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit