আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন @steemitযোগদান করছি এবং এটা আমার প্রথম পোস্ট। দয়া করে সবাই আমাকে সাপোর্ট করবেন
আমার প্রথম পোস্ট একটা কবিতা দিয়ে শুরু করছি
কবিতার নাম : তেলবাজি ⛽
বিবেক আজ ধীরে ধীরে,
ভুবন থেকে যাচ্ছে উড়ে।
তেলবাজি আজ গেছে বেড়ে,
শান্তি নেই তাই কারো নীড়ে।
নাহ জেনেও রাজনীতিটা,
তেল দিয়েই কেও হচ্ছে নেতা।
উন্নয়নে পরে ভাঁটা,
থাকলে দেশে এমন নেতা।
বস কে দেখো মারে তেল,
প্রমোশনে দিচ্ছে ঢেল।
তেলের জোরে বস বলে,
তুমিই ইহার যোগ্য ছেলে।
করে আমলা তেলবাজি,
বড় পদে যাচ্ছে আজি।
এরাই করে কারসাজি,
তেলবাজরা ভন্ড পাঁজি।
তেলের গুণ চমৎকার,
অপরাধেও দেয় ছাড়।
তেলের বলে বুক ফুলিয়ে,
যা ইচ্ছে তাই করেই চলে।
সমাজ পতি করে ক্ষতি,
থাকে যদি তেলের নীতি।
দিয়ে তেলের বেড়াজাল,
জ্ঞানকেও করে নাজেহাল।
জানতাম আগে তেলের বলে,
লুচি পুড়ি কেবল ফুলে।
এখন দেখি তেলের বলে,
আমলা নেতা সবাই ফুলে।
তেলের মাথায় থাকতে তেল,
দিচ্ছে আরো ব্যারেল ব্যারেল।
এই সমাজে তেলের নীতি,
যাচ্ছে করে অনেক ক্ষতি।
সমাপ্তি
ধন্যবাদ সকলকে কবিতাটা পড়ার জন্য । কবিতাটা কেমন হয়েছে কমেন্ড করে জানাবেন। সামনে নতুন কিছু নিয়ে আসবো।
সবার প্রতি ভালোবাসা রইলো
@tipubd