কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।।

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোসাম্মৎ নীলা আক্তার স্টিমিটে আমার নাম @ titash। আমি প্রায়ই আপনাদের মাঝে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়। আজকেও আমি আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে আমি বাগান করতে খুবই পছন্দ করি। তাই আমার ভবিষ্যতের চিন্তাধারা হলো যকন আমার নির্দিষ্ট একটি বাড়ি হবে সেখানে ছাদে এবং বাড়ির আঙিনায় ফুলের বাগান করব। যাইহোক চলুন আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবামের পোস্ট মাঝে মাঝে শেয়ার করি।

উপরে যে ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছি। ফুলটিকে দেখে অনেকে চিনতে পারছেন আবার অনেকেই চিনতে পারছেন না। আমরা অনেকেই ফুলটির সাথে পরিচিত হলেও আবার অনেকেই এই ফুলের সাথে পরিচিত নয়। এই ফলটি হচ্ছে ড্রাগন ফলের ফুল। ড্রাগন ফলের ফুল সচরাচর দিনের বেলায় ফোটে না। রাতের বেলায় এই ফুল ফুঠে রাতের আঁধারে। তাই রাতের বেলা এই ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম। আবার ভোর সকালে সকাল আটটার আগে এই ফুল ফুটে থাকে তারপর আস্তে আস্তে চুপষে যায়। সাদা রংয়ের ড্রাগন ফুল দেখতে একদম আমাদের জাতীয় ফুল শাপলার মতো দেখতে মনে হয়। আবার মাঝে মাঝে ডালিয়া ফুলের মত মনে হয়। ড্রাগন ফুল অনেক সুন্দর একটি ফুল। ড্রাগন ফুল থেকে ড্রাগন ফল হয়।কে কে এই প্রথম এই ফুলটি দেখেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।

আপনারা ওপরে যে ফুলটি দেখতে পারছেন সেটি হচ্ছে জবা ফুল। জবা ফুলের অনেক গুনাগুন রয়েছে। যেগুলো আমি অনেক পোস্টে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। জবা ফুলের অনেক ভ্যারাইটি বর্তমানে দেখা যায়। এটি এক প্রকারের জবা ফুল। জবা ফুল গাছটি আমাদের ছাদে লাগানো হয়েছে সৌন্দর্যের পাশাপাশি চুলে ব্যবহার করার জন্য।

আমাদের ছাদে আরেকটি ফুল ফুটেছে সেই ফুলটির নাম হচ্ছে অ্যালকেন্দা। এই ফুলটি প্রায় সারা বছরই একটি দুটি করে ফুটে। তবে বর্ষাকালে অ্যালকেন্দা ফুল বেশি ফুটে।

এই ফুলটির নাম জানেন না এমন কেউ নেই। কারণ এই ফুলটি প্রায় সব জায়গাতেই দেখা যায়। খুব সহজভাবে এ ফুল গাছ জন্মায়। এই ফুলটির নাম হচ্ছে টাইম ফুল। টাইম ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। আমি এখানে কয়েকটি কারণে টাইম ফুলের একটি ক্যাপচারে আপনাদের মাঝে শেয়ার করেছি। গাছগুলো আমি ছাদের সামনের অংশে লাগিয়েছিলাম। দূর থেকে ফুলগুলো ঝলমল করে। এখন শুধু কাজগুলো কয়েকটি ফুল দিয়েছে। কয়েকদিন পরে সুন্দরভাবে অনেকগুলো ফুল একসাথে ফুটবে।

এই ফুলটি পাথরকুচি গাছের মতো একটি গাছে জন্মায়। ফুলগুলো দেখতে অনেকটা রঙ্গন ফুলের মত। কিন্তু এর একটি সুন্দর নাম আছে। এই মুহূর্তে আমার সেই নামটি মনে নেই। আপনাদের কারো এই নামটি জানা থাকলে অবশ্যই আমাকে কমার্সের মাধ্যমে জানাবেন।

এখানে আমি আরেকটি জবাব ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। আগে যে জবা ফুলের মাঝে শেয়ার করেছিলাম। সেটি একটি গাছের আর এটি অন্য একটি গাছের। দুইটি ফুলের মধ্যে একটু একটু পার্থক্য রয়েছে। প্রথম জবা ফুলের পাপড়ি গুলো একটার সাথে একটা সুন্দরভাবে লেগেছিল আর এই জবা ফুলের পাপড়ি গুলো হালকা হালকা আলাদা। কথা কতই না সুন্দর করে এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আর সেই সৌন্দর্য আমরা উপভোগ করি প্রকৃতির নানা সৌন্দর্য দেখে। কত রকমের ফুল কত রকমের ফুলের বাহার। কত রকমের ফুলের গন্ধ। আমাদের মনকে সতেজ রাখে। খারাপ থাকলে প্রকৃতির মাঝে ঘোরাফেরা করলে সকলেরই মন ভালো হয়ে যায়।

বন্ধুরা আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমার সাথী রান্না ফুলের ফটোগ্রাফি। আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন । আশা করি আপনাদের সবার কাছে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে । সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।।

ধন্যবাদ @titash

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
স্থানব্রাহ্মণবাড়িয়া
ফটোগ্রাফার@titash

3YjRMKgsieLsXiWgm2BURf.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFYLUUkHV6dSwLV7zz7zNE5rVJ5qtN3Zm6SdmcqGFekXXVnJVmd6y7N12FUdQdbdzipDFEFaWmdmFe1K9CCqMuRmX9o7cDLXe7oZxUwNZXbSxanRUefX7PYzUbi2zovtPsG5QcGuGgiyhkJur9LnLhaBtL31haW2181Ss.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

ddddoo.png

4789.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ কিছু ফুলের ফটোগ্রাফি দিয়ে সুন্দর একটি অ্যালবাম তৈরি করেছেন আপু। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে।তবে আমার কাছে ড্রাগন ফলের ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপু আমার কাছে আমার ফটোগ্রাফি গুলোর মধ্যে আপনার কাছে, ড্রাগন ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। তাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আমারও খুব ইচ্ছা আছে বাড়িতে ছাদ বাগান করার এবং ছাদ বাগান আমার ভীষণ ভালো লাগে এবং আপনি যে ইচ্ছাটা করেছেন, এটা যেন খুব শীঘ্রই পূরণ হয়ে যায়। সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন এবং নাম না জানা ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগতেছে এবং অনেক সুন্দর ভাবে একটি ফুল দেখতে পারতেছি, জবা ফুল জবা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম পুরা। টাইম ফুল সময় মত ফুটে এবং টাইমফুল বেশ জনপ্রিয়। প্রতিটা মানুষ চেনে এবং আপনি সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনার ফটোগ্রাফি করা দক্ষতা অনেক সুন্দর।

Posted using SteemPro Mobile

ভাইয়া আমার চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তাভাবনার অনেক মিল রয়েছে। আসলে ভাইয়া ছাদের মাঝে বাগান করলে প্রকৃতিটি অন্যরকম বুঝা যায়। যাইহোক আপনার ইচ্ছাও যেন আল্লাহ পূরণ করে সেই দোয়া রইল।

Posted using SteemPro Mobile

আপু আপনি দেখছি অনেক সুন্দর সুন্দর সব ফুলের ফটোগ্রাফি করেছেন। সাথে সুন্দর করে বিবরণ ও দিয়েছেন।ড্রাগণ ফুলটি আমি আপনার পোস্টের মাধ্যমে এই প্রথম দেখলাম । এতো সুন্দর হয় এই ড্রাগন ফুল।দিনের বেলায় দেখতাম এই ফুল চুপসে থাকে।অনেক ধন্যবাদ আপু আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম।

Posted using SteemPro Mobile

হে আপু আপনি একদম ঠিক বলেছেন, দিনের বেলায় এই ফুল চুপসে যায়। তাই সচরাচর কেউ ড্রাগন ফুল দিনের বেলায় দেখতে পায় না। কারণ ড্রাগন ফল রাতের বেলায় ফোটে ভোরের সময়। আপনাকেও ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ৷ বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

ভাইয়া আমার তোলা ফটোগ্রাফি গুলোর মধ্যে, আপনার কাছে জবা ফুলের ফটোগ্রাফিটি বেশ ভালো লেগেছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

টাইম ফুল গুলো কেনো জানি আমার অনেক ভালো লাগে। ড্রাগন ফলের ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। জবা ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারন লাগতেছে। সব মিলিয়ে সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিলো। ফুলের ফটোগ্রাফি শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

জ্বী ভাইয়া টাইম ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আপনি পছন্দ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার আজকের এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার বেশ ভালো লেগেছে যেখানে আমি খুজে পেয়েছি চেনা অচেনা অনেক ফুল। ফুল সৌন্দর্যের প্রতি, ফুল ভালোবাসা না এমন মানুষ খুব কম সংখ্যক রয়েছে। নিশ্চিন্তে বলতে পারি এই ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।

জ্বি ভাইয়া, আপনি একদম ঠিক কথা বলেছেন। ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই রয়েছে। আপনার কমেন্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার পোষ্টের মাধ্যমে প্রথমবারের মতো ড্রাগন ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। এছাড়াও আপনার শেয়ার করা জবা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

ভাইয়া আমার তোলা ফটোগ্রাফি গুলোর মধ্যে আপনার কাছে জবা ফুলের ফটোগ্রাফিটি অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে এই প্রথমবারের মতো ড্রাগন ফুল দেখতে পেরেছেন। তাই আমার কাছে আরো ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

বেশ চমৎকার কিছু ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে ড্রাগন ফলের ফুল এর আগে আমি দেখি। এই ফুলের মাঝখানের কলি দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনি ড্রাগন ফুল এই প্রথম দেখলেন যেনে অনেক ভালো লাগলো। আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনি প্রথম এই ফলটি দেখতে পেরেছেন। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

ফুল দেখলেই মন ভালো হয়ে যায় ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে ,তবে ফটোগ্রাফি গুলো একটু কাছ থেকে করলে ফুলগুলো সৌন্দর্য আরো ভালোভাবে প্রকাশ পেত। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

জি ভাইয়া ফুল সবাইকেই মুগ্ধ করে। তবে আমি তেমন ভালো ফটোগ্রাফার নয়। তাই হয়তো তেমন ভালোভাবে প্রকাশ করতে পারিনি। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

অপরূপ সৌন্দর্যময় ফুল গুলোর ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে ফুলের দৃশ্য দেখলে আমারও ফটোগ্রাফি করতে খুব ইচ্ছা করে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি এবং বর্ণনা পড়ে ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

জ্বী ভাইয়া ফুল দেখলে সবাই ফটোগ্রাফি করতে চায়। আপনারা দেখছি আমার মতই ফুলের ফটোগ্রাফি করতে মন চাই। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

আপু আপনার সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে রাতের বেলায় ফুটে থাকা ড্রাগন ফুলের সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এছাড়া অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাইয়া প্রথমে অসংখ্য ধন্যবাদ আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন বলে। আর রাতের বেলা ড্রাগন ফোলটি দেখতে সুন্দর ছিল বলেই আমি এটার ফটোগ্রাফি করেছিলাম।

Posted using SteemPro Mobile

আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য সব সময় আমাদের মুগ্ধ করে। আপনি ফুলের বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। অ্যালকেন্দা ফুল টি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে সাদা পাপড়ির ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ভাইয়া জানিনা কথাটা সুন্দর হয়েছে। তবে আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আর আপনি মুগ্ধ হয়েছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ফুল তো সকলেই ভালোবাসে। তাই ফুলের সৌন্দর্য দেখলে সকলেই ফটোগ্রাফি করতে চেষ্টা করেন।আমি আপনার আজকের এই পোস্ট দেখেই প্রথম ড্রাগন ফুল দেখলাম আপু। প্রথমে রাতে ছবি দেখে ভেবেছিলাম নাইট কুইন ফুল বোধ হয়, তার উপর এই ফুলটিও সাদা! পরে পড়ে বুঝলাম যে এটি ড্রাগন ফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

জ্বি আপু ড্রাগন ফলটি এত সুন্দর যে এটিকে নাইট কুইন বললেও মন্দ নয়। তবে এটি তো ড্রাগন ফিল তাই এটিকে ড্রাগন ফুল বলা হয়।

Posted using SteemPro Mobile

বাহ আপনার চিন্তাভাবনা জানতে পেরে খুবই ভালো লাগলো। আমার বেশ ভালই লাগে ফটোগ্রাফি করার এবং ফুলের বাগান করার। যেহেতু বাড়ি হলে আপনি সুন্দর একটি বাগান করবেন আপনার জন্য শুভকামনা রইল। আর প্রথম ফটোগ্রাফিটা দেখে সত্যি বুঝতে পারি নাই। আপনার লেখা গুলো পড়ে বুঝতে পারছি ড্রাগন ফলের ফুল। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লেগেছে।

জি আপু এই ফুলটি দেখে কেউ বুঝতে পারবে না। এটা কি ডালিয়া নাকি আমাদের জাতীয় ফুল শাপলা। কিন্তু এটার বিবরণ পরে বুঝতে পারবেন যে এটা একটি ড্রাগন ফুল। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে নতুন একটি তথ্য জানতে পারলাম ড্রাগন ফুল শুধু রাতের বেলায় ফোটে এটা যারা ছিল না। তবে এই ফুলের সৌন্দর্যটা কিন্তু যে কাউকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট।

Posted using SteemPro Mobile

ভাইয়া আমিও জানতাম না ড্রাগন ফুল যে রাত্রে ফোটে। তবে আমাদের বাড়িতে ড্রাগন ফুল গাছ আছে। যতবারই ফুল ফুটেছে ততবারই রাতের বেলায় ফুটেছে। আর দিনের বেলায় ফুলগুলো চুপসে গেছে। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

আজকে আপনি বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার তোলা ফটোগ্রাফী গুলো আমার কাছে বেশ পরিচিত। ছোট বেলা থেকেই এই ফুল গুলোর সাথে পরিচিত। আপনি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে ফটোগ্রাফী গুলো সংগ্রহ করেছেন।

  ·  9 months ago (edited)

জি ভাইয়া যারা ফুল পছন্দ করে তারা সব রকমের ফুলই চিনতে পারে। আপনি যেহেতু এই ভুলগুলো আগে থেকেই চিনতেন, তাইতো এখন দেখে আপনার কাছে আরো ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile