পরম করুনাময় অসীম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি।
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন..। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার মেয়ের অসুস্থতার বিষয়ে একটি ব্লগ শেয়ার করবো। এখানে আমার একটি ভুলের কারণে আমার মেয়েটা আজকে অসুস্থ। আপনারা যেন আপনাদের বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকেন। সেজন্যই আমার আজকের ব্লগটি শেয়ার করা।
আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে কি পরিমান গরম আবহাওয়া ছিল। প্রাপ্ত বয়স্ক মানুষরাই গরমে হাসপাস ছেড়েছে। সেখানে ছোট বাচ্চারা আরো বেশি গরম অনুভব করেছে। এখন বাচ্চারা জন্ম নেওয়ার পর থেকে কৃত্রিম ফ্যানের বাতাসে বড় হয়। তাদের শরীরে প্রাকৃতিক বাতাস খুব কমই লাগে। যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণ বৈদ্যুতিক পাখা চলে। যখন বিদ্যুৎ চলে যায় তখন আবার চার্জার ফ্যান চলে। মানে ২৪ ঘন্টায় তাদেরকে বাতাসের মধ্যে রাখতে হয়। যদি কারেন্ট চলে যাই তাহলে ফ্যানের পাখা বন্ধ হওয়ার আগেই বাচ্চারা ঘুম থেকে উঠে যায়। সেজন্য খুবই সতর্কতার সাথে আমরা মায়েদের থাকতে হয়।
কিছুদিন আগে আবহাওয়ার অবস্থা এমন ছিল যে গাছের পাতা পর্যন্ত নড় ছিল না। আর সেই সাথে একটি ভাপসা গরম ছিল। সন্ধ্যার পরে সেই গরম যেন আরো তীব্র আকার ধারণ করতো। আমার হাজবেন্ড এবং আমি গরমের সময় প্রতিদিন রাতে ঘুমানোর আগে শরীরের মধ্যে পানি ঢেলে ঘুমাতে যেতাম। এর দ্বারা শরীর অনেক ঠান্ডা লাগতো, মোটামুটি ভালো একটা ঘুম হতো।
একদিন রাতের বেলা এমন প্রচন্ড গরম। বাবুর শরীর সুতি কাপড় দিয়ে কয়েকবার মুছে দিয়েছি। বাবুর শরীর ভিজা কাপড় দিয়ে মুছার সাথে সাথে কাপড়টা গরম হয়ে যেতো। সেজন্য একদিন রাত ১১ টার সময় আমি চিন্তা করলাম বাবুকে গোসল করিয়ে ঘুম পাড়ায়। সাথে সাথে ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে বাবুকে গোসল করিয়ে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিলাম। তখন আমি চিন্তা করলাম হয়তো গরমের কারণে বাবু এতক্ষন ঘুমাচ্ছিল না।
রাতের বেলা গোসলের প্রতিক্রিয়া পরের দিন সকাল বেলাই লক্ষ্য করলাম। সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে দশটার দিকে দেখতে পেলাম বাবুর নাক দিয়ে হালকা হালকা পানি বের হচ্ছে। তখন চিন্তা করলাম রাতের বেলা গোসল করানো ঠিক হয়নি। রাতের বেলা গোসল করানোর কারণে হালকা ঠান্ডা লেগে গেছে। এটা আমি গুরুত্ব দেইনি, ভেবেছি হয়তো এমনি ভালই হয়ে যাবে। রাতের বেলা হালকা জ্বর আসলো। আমার হাজব্যান্ড কে বিষয়টা বলার পরে তিনি একটা প্যারাসিটামল গ্রুপের এইস সিরাপ ও একটি ফেক্সোফেনাডিন গ্রুপের ফেক্সো সিরাপ নিয়ে আসলেন। সাধারণ ঠান্ডা এবং জ্বর ছিল যার ফলে কোন এন্টিবায়োটিক ডাক্তার দেইনি।
এই দুটি পরের দিন তিন বেলা খাইয়ে ছিলাম। কিন্তু দিন গিয়ে রাতের বেলা হঠাৎ করে কাশঁতে শুরু করলো। তারপর হাজবেন্ডকে বলার পরে তিনি আবার কাঁশির জন্য একটি ব্রোডিল সিরাপ নিয়ে আসলেন। রাতের বেলা এটাও খাওয়ালাম। কিন্তু পরের দিন সকালবেলা বাবুর অবস্থা একেবারে বেশি খারাপ। সারা শরীর গরম ঠান্ডা কাঁশি আবার দেখলাম জিব্বাটা কেমন সাদা হয়ে গেছে। এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সবকিছু দেখলেন, জ্বর ছিল ১০২°, তারপর ডাক্তার রক্সিম নামের একটি এন্টিবায়োটিক সিরাপ দিলেন। সাথে নরসল ড্রপ,জিব্বার জন্য মাইক্রোরাল জেন দিলেন। সাথে আগের এইস, ফেক্সো, ব্রডিল সিরাপ খাওয়াতে বললেন। গতকালকে এবং আজকে দুইদিন ধরে ওষুধগুলো খাওয়াচ্ছি।
এ ওষুধগুলো খাওয়ানোর পরে জ্বর কিছুটা কমেছে। কিন্তু ঠান্ডা কাঁশিটা রয়ে গেছে। এইজন্য কিছুটা টেনশন হচ্ছে। নিজের ভুলের কারণে আজকে মেয়েটা এত কষ্ট করছে। সন্তান যখন অসুস্থ হয়ে কষ্ট করে তখন নিজের কাছে খুবই খারাপ লাগে। আমি বুঝতে পেরেছি সেদিন রাতের বেলা বাবুকে গোসল করানো ঠিক হয়নি। আপনারা কেউ আপনাদের বাচ্চাদেরকে রাতের বেলা কখনো গোসল করাবেন না। কারণ রাতের বেলা গোসল করালে বাচ্চারা সেটা নিতে পারে না। আমি আমার মেয়েকে রাতের বেলা গোসল করেছি আর সকাল বেলায় ঠান্ডা লেগে গেছে। তারপর থেকে কি অবস্থা সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন।
সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর বাচ্চা অসুস্থ থাকলে প্রচুর জ্বালাতন করে। কোন কাম কাজ করা যায় না। কোন কিছুতেই শান্তি ও পাওয়া যায় না। তো বন্ধুরা আমি আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। একে অপরের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রেডমি নোট-৮ |
শিরোনাম | নিজের ভুলের কারনে আমার মেয়েটা আজ অসুস্থ। । |
স্থান | নারায়নগঞ্জ, ঢাকা,বাংলাদেশ। |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @titash |
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স তৃতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
বাচ্চাদের রাতের বেলায় গোসল করানো বোকামি ছাড়া কিছু না। যতই গরম হোক না কেন বাতাসের ব্যবস্থা করতে হবে। তবে সিলিং ফ্যান থাকলে আসতে দেওয়ার চেষ্টা করতে হবে। অসুস্থর সময় একমাত্র মায়ের বুকের দুধ, পাশাপাশি বায়োমিল বা কোটার দুধ NAN 110 খাওয়াতে পারেন তবে অল্প, কারণ এটা পায়খানা কষিয়ে দেয়। সর্দি জ্বর কাশি থাকলে levoster, ambrox syrup,deslor, zoli nasal নাকের ড্রপ দিবেন ও খাওয়াবেন এবং এমনিতে রেডি রাখবেন ঘরে। আশা করি ভালো কাজ দিবে। তবে বাচ্চাদের অসুস্থতার আগ মুহূর্তে মাকেই হতে হবে ডাক্তার। হুট করে হসপিটালে নিয়ে যাবেন না। নিকটস্থ চিকিৎসকের সাথে সবসময় পরামর্শ নিতে থাকবেন ইউটিউবে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেখবেন। নিজে থেকে প্রস্তুত থাকতে হবে। আমি খেয়াল করে দেখেছি বাচ্চারা বেশি অসুস্থ হয় হাসপাতালে নিলে। দোয়া করি আপনার সোনামনির জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন সন্তানকে নিয়ে এটাই কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পূর্ণবয়স্ক মানুষেরই রাতের বেলা গোসল করলে ঠান্ডা লেগে যায়। আর সে তো বাচ্চা। যাইহোক, বড় কোন মারাত্মক সমস্যা হয়নি। এন্টিবায়োটিক নিয়মমাফিক ৭ দিন খাওয়াবেন। তাতে আর অসুবিধা হবেনা আশাকরি। ভবিষ্যতের বিষয়ে সাবধান হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার মেয়ের সুস্থতা কামনা করছি।আপনি আপনার ভুলটা বুঝতে পেরে সবার উদ্দেশ্যে চমৎকার একটি ম্যাসেজ দিলেন পোস্টের মাধ্যমে। যা আমার কাছে ভালো লেগেছে। বাচ্চারা অসুস্থ হলে মায়েরা শান্তি পায়না।আল্লাহ সুস্থতা দান করুন আপনার মেয়ের এটা ই চাওয়া।ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit