প্রথম শুভ বিবাহ বার্ষিকী।।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সদস্য বন্ধুরা । আপনারা সবাই কেমন আছেন । আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন । আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। স্টিমিটে আমার নাম তিতাস । আর আমি হলাম মিসেস জনি প্রিন্স। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আজকের পোষ্টের মাধ্যমে আমাদের প্রথম বিবাহ বার্ষিকীর কিছু মুহূর্ত শেয়ার করবো। চলুন শুরু করি ।

01.jpg

দেখতে দেখতে কিভাবে যে একটি বছর কেটে গেল বুঝতে পারলাম না । আমাদের বিয়ে হয়েছিল দুই হাজার বাইশ সালের ছয় মে । আর এখন চলছে দুই হাজার তেইশ সালের মে মাস । এই বছর মে মাসের ছয় তারিখে আমাদের বিবাহ বার্ষিকী উদযাপন করা হয়েছে । তেমন ঘটা করে উদযাপন করা হয়নি । সিম্পল ভাবে উদযাপন করা হয়েছে । আমার এবং উনার ফেমিলির কেউ কোন নির্ধারিত দিনকে ধুমধাম করে উৎযাপন করা সাপোর্ট করে না। যায়হোক মোটামুটি ভাবে হয়েছে আর কি। কেক কাটার সময় কোন মুরব্বি বা সিনিয়র কোন মানুষ জন ছিল না। শুধু আমার এক ছোট বোন,একজন ভাগনা আর একজন ভাগনি ছিল। আমার ছোট বোনই কাউকে না জানিয়ে কেকটা এনেছে। কেকটি ও তিন পাউন্ডের ছিলো। আমরা কেউ জানতাম না । এটা আমার ছোট বোনের পক্ষ থেকে একটি সারপ্রাইজ ছিলো ।

02.jpg

আমরা ছয় তারিখ আপুর বাড়িতে সিলেট গিয়েছিলাম। রাতের বেলা খাওয়া দাওয়া করে সবাই বসে আছি এমন সময় আমার ছোট বোন কেকটি নিয়ে এসে আমাদের সামনে রাখলো। আমি আর আমার হাসবেন্ড তো কেক দেখে অবাক। আমার হাসেবেন্ড বললো এটা কি হলো আমাকে তো আগে জানালে কিছু গিফট কিনে নিয়ে আসতাম। আমার ছোটবোন বললো সারইপ্রাইজ। তখন বাজে রাত এগারোটা। আমার হাজবেন্ড রুম থেকে বের হয়ে দোকানের দিকে গেলেন। দোকানে গিয়ে গিফট হিসাবে এই চকলেট গুলো নিয়ে আসলেন। এই চকলেট পেয়েই আমি অনেক খুশি।

09.jpg

আমার বোন আর ভাগনি প্লান করে কেকটি এনেছে। আমার ভাগনি ছোট মানুষ সেও একটি লাভ আকৃতির শোপিস গিফট করেছে। আমি জীবনে অনেক কেক খেয়েছি তবে এই কেকটির মত এত সুস্বাদু কেক আমি আর খায়নি। নিজের বিবাহ বার্ষিকীর কেক সম্পর্কে নিজেই প্রশংসা করছি,হি হি হি । সত্যিই বলছি এত স্বাদ লেগেছে আমার কাছে বলে বুঝানো যাবে না। প্রথমে চিন্তা করেছিলাম এত বড় কেক কে খাবে। পরে স্বাদের কারনে খুজেই পেলাম না,কে কে যেন খেয়ে শেষ করে ফেলেছে।

07.jpg

আমার হাসবেন্ড অনেক ভালো মানুষ । একটি বছর উনার সাথে সংসার করে আমি ওনাকে যতোটুকু চিনতে পেরেছি । উনার মত এত ভালো মানুষ আর হয় না । এক বছরে আমাদের মধ্যে কোন ঝগড়া হয়নি । কখনো কোন কিছু নিয়ে আমার সাথে উনি ঝগড়া করার চেষ্টাও করেনি । আমি মাঝে মাঝে রাগ করলে , আমার রাগ ভাঙ্গানোর চেষ্টা করেছে ।আর বিশেষ করে আমার পছন্দের জিনিসগুলো উনি আমাকে এনে দেই। আমি শুনেছিলাম আমার শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে উনার নাকি অনেক রাগ কিন্তু আমার সাথে এখনো পর্যন্ত কোন রাগ দেখায়নি । আর উনাকে আমি অনেক বিশ্বাস করি। আপনারা হয়তো জানেন আমি চকলেট অনেক পছন্দ করি । আমার হাজব্যান্ড আমাকে অনেক চকলেট গিফট দেয় । তবে ঐদিন যে চকলেট গুলো গিফট করেছিল সেগুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি । কারণ আমার কাছে এর থেকে বড় কোন গিফট এর প্রয়োজন নেই । আমি আমার হাজব্যান্ডকেই সব থেকে বড় গিফট হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ,আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি । আমি আমার হাসবেন্ড কে যত দেখি তত মুগ্ধ হই এবং বার বার প্রেমে পড়ি ।

photo_2023-05-25_14-20-52 (2).jpg

ছোট বোনের সারপ্রাইজ আসলেই অনেকে চমৎকার ছিল । আমার মনে ছিল কিন্তু আমরা যে এইদিনটাকে পালন করব তা ছিল না। যাইহোক সবার গিফট গুলো আপনাদের সামনে তুলে ধরেছি । এইগুলো ছাড়াও আমি অন্য গিফট পেয়েছি । আমার বড় আপুদের কাছ থেকে দোয়া এবং কিছু টাকা পেয়েছি। আমার আপুরা আমাকে অনেক আদর করে । আমার পরিবারে যেমন সবাই আদর করতো ,সাপোর্ট করতো । শশুর বাড়িও পেয়েছি একদম নিজের পরিবরের মতো । সব মিলিয়ে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। ভবিষ্যতে যেন এভাবে এক সাথে থাকতে পারি সেই দোয়া কামনা করি।

বন্ধুরা আজকে এ পর্যন্তই। ব্লগটা বেশি বড় করলাম না। নতুন কোন বিষয়ে ব্লগ নিয়ে আবার হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আমাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থী। সবাইকে ধন্যবাদ।

ধন্যবাদ বাই @Titash

ফটোগ্রাফির বিবরণ

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LetETmuDWKvqCPmaSADqzr7cvw5uMJgEuBeuvuxazYG8zoQXWgA6qkN5Yo32DcRzka1VLsrb2BJSkBrF9yjpHU.png

ডিভাইসমোবাইল
ক্যামেরারেডমি নোট-৮
ফটোগ্রাফার@Titash
অবস্থাননিজ বাসা
কমিউনিটিআমার বাংলা ব্লগ

ddddoo.png

gPCasciUWmEwHnsXKML7.png

download-02.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জনি প্রিন্স ভাইয়া আপনার হাজব্যান্ড এটা জানতাম না আপু। আজকে প্রথম জানতে পারলাম। যাই হোক আপনাদের দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবে যেন জীবনের প্রতিটি বছর আনন্দে কাটে এই প্রত্যাশাই করি। শুভকামনা রইল আপনার জন্য।

জি আপু দোয়া করবেন। যেনো প্রতিটি বছর এইভাবে আনন্দে কাটাতে পারি। ধন্যবাদ আপু।

আপু, প্রথমে আপনাদের প্রথম শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ আপনার বিবাহ বার্ষিকী উপলক্ষেই জানতে পারলাম জনি প্রিন্স ভাই আপনার হাজব্যান্ড। দেখতে দেখতে যেমন আপনাদের দাম্পত্য জীবনের একটি বছর কেটে গেল, ঠিক তেমনি ভাবে যেন সারাটি জীবন একসঙ্গে হাসিখুশিতে দিন যাপন করতে পারেন সেই কামনা করছি। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  ·  2 years ago (edited)

জি ভাইয়া উনিই আমার ইনি হয়। হাহা। দোয়া করবেন সারা জিবন যেনো এইভাবেই একসাথে কাটাতে পারি। আপনাকেও অনেক ধন্যবাদ এত সুুন্দর কমেন্ট করার জন্য।

জনি প্রিন্স ভাইয়া আপনার হাসবেন্ড এটা জানা ছিলনা।যাইহোক আপনাদের বিবাহবার্ষিকীতে অনেক শুভকামনা রইল।সারাজীবন এভাবেই একসাথে একে অপরের পাশে থাকুন,দোআ রইল।আপনার বোন আর ভাগ্নী প্ল্যান করে কেক এনেছিল,জেনে ভালো লাগলো।সবার থেকে অনেক গিফট পেয়েছেন এজন্য আরও ভালো লেগেছে আপনার।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।