ABB Contest-34।। গুড়ের ইউনিক শরবত রেসিপি।। আমার বাংলা ব্লগ।।

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামুআলাইকুম,

প্রথমেই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই,

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন এবং খুব সুন্দরভাবেই রমজান মাসের রোজা গুলো পালন করতেছেন। দেখতে দেখতে আজকে রমজান মাসের ১৯টি রোজা শেষ হয়ে গেছে। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে পোষ্টি শেয়ার করা যাক।

101.jpg

113.jpg

114.jpg

photo_2023-04-11_21-05-01.jpg

বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের সম্মানিত মডারেটর ভাই বোনেরা পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি কনটেস্টের আয়োজন করেছেন। এবারের কনটেস্টের বিষয় হলো শেয়ার করো তোমার ইউনিক শরবতের রেসিপি। আমাদের কমিউনিটির সম্মানিত মেম্বাররা অনেক সুন্দর সুন্দর ইউনিক শরবতের রেসিপি শেয়ার করেছেন। তাদের শেয়ার করা রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

আমিও আপনাদের সাথে আমার ইউনিক গুড়ের শরবতের রেসিপি শেয়ার করে, আমার বাংলা ব্লগের ৩৪ তম কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সাধারণত সারা বছরই বিভিন্ন ধরনের শরবত পান করে থাকি। তবে রমজান মাস আসলে আমরা ভিন্ন জিনিষ দিয়ে শরবত তৈরী করে পান করে থাকি। আমার সম্মানিত মডারেটর ভাই বোনেরা সেদিকে লক্ষ্য রেখেই এবারের কনটেস্টের বিষয় নির্ধারণ করেছেন।

আজকে আমি বেশ কয়েকটি উপকরণ দিয়ে আমার সর্বোত্তম রেসিপিটি তৈরি করেছি। ইংরেজীতে একটি প্রবাদ আছে “sugar is a white poison” এর অর্থ হলো চিনি হলো সাদা বিষ। সেজন্য আজকে আমি চিনির পরিবর্তে গুড় দিয়ে একটি ইউনিক শরবতের রেসিপি তৈরি করেছি। এই শরবতটি শরীরের জন্য অনেক উপকারী। আশা করি আমার শরবতের রেসিপিটি আপনাদের সবার নজরে একটু হলেও আচঁর কাটবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করা যাক।

শরবত তৈরীর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

গুড়চার চামচ পরিমান
তোকমা দানাপরিমান মত
লেবুর রসদুই চামচ
মালটাপরিমান মত
খবার সেলাইনএকটি
বিট লবনপরিমান মত
বরফের টুকরাপাচঁটি
নরমাল পানিপরিমান মত

102.jpg

স্পেশাল গুড়ের ইউনিক শরবত রেসিপি তৈরির ধাপ সমূহ

প্রথম ধাপ

103.jpg

প্রথমে একটি সাদা কাঁচের শরবতের গ্লাসে চার চামচ গুড় দিয়ে দিলাম।

দ্বিতীয় ধাপ

104.jpg

তারপরে একটি খাবার স্যালাইন সম্পূর্ণটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম।

তৃতীয় ধাপ

105.jpg

তারপর ভিজিয়ে রাখা তোকমা দানা গুলো গ্লাসে দিয়ে দিলাম।

চতুর্থ ধাপ

106.jpg

তারপর লেবুর রস আর বিট লবন গ্লাসের মধ্যে দিয়ে দিলাম।

পঞ্চম ধাপ

107.jpg

তারপর কেটে রাখা লেবুর টুকরা গুলো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম।

ষষ্ট ধাপ

108.jpg

তারপর পরিমান মত পানি দিয়ে একটি চামচ দিয়ে সবকিছু একসাথে মিক্স করে নিলাম।

সপ্তম ধাপ

109.jpg

তারপর দুইটি গ্লাসে ভাগ করে বরফের টুকরা আর মালটা গুলো দিয়ে দিলাম। হয়ে গেল আমার ইউনিক গুড়ের শরবতের রেসিপি।

পরিবেশন

112.jpg

photo_2023-04-11_21-05-01 (2).jpg

বন্ধুরা কেমন হলো আমার শরবতের রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন।

ফটোগ্রাফির বিবরণ

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LetETmuDWKvqCPmaSADqzr7cvw5uMJgEuBeuvuxazYG8zoQXWgA6qkN5Yo32DcRzka1VLsrb2BJSkBrF9yjpHU.png

ডিভাইসমোবাইল
ক্যামেরারেডমি নোট-৮
কন্টেস্টের নামশেয়ার করো তোমার ইউনিক শরবতের রেসিপি
অবস্থাননিজ বাসা
কমিউনিটিআমার বাংলা ব্লগ

ddddoo.png

gPCasciUWmEwHnsXKML7.png

download-02.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিনি থেকে গুড়ের শরবত আমাদের শরীরের জন্য উপকার। মাঝে মাঝে আমারও গুড়ের শরবত খাওয়া হয়। আপনি খুব সুন্দর করে গুড় দিয়ে শরবত তৈরি করেছেন। যেটা দেখতে চমৎকার লাগছে। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এরকম শরবত খেতে খুবই ভালো লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

গুড়ের শরবত এমনিতেই আমাদের পেট ঠান্ডা রাখে। তাই আমি মাঝে মাঝে গুড়ের শরবত খেতে পছন্দ করি। আপনি খুব চমৎকারভাবে শরবতে রেসিপিটি বানিয়ে দেখিয়েছেন। সন্ধ্যা বেলায় ইফতারিতে এরকম শরবত হলে প্রাণ জুড়িয়ে যায়।

আপনার তৈরি করা গুড়ের শরবতের আইডিয়াটা বেশ ছিল। গুড় লবন দিয়ে আপনি এমনিতেই স্যালাইন তৈরি করেছেন সেখানে স্যালাইন ব্যবহার করাটা আমার মতে ঠিক হয়নি। এর ফলে শরবতটি স্বাস্থ্যের জন্য ঝুকি হয়ে গিয়েছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। গুড়ের শরবত তৈরি করেছেন আপনি সত্যি এটা খুবই ইউনিক ছিল। আপনার এই শরবত দেখে আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। ইফতারের সময় খেলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার ছিল এই শরবত।

প্রথমেই আপনাকে কনটেস্ট ৩৪ এর জন্য শুভকামনা জানাই।আপনার শরবতের রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুব টেস্ট ছিল।গুড়ের ইউনিক শরবত রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

image.png

অনেক ইউনিক একটি শরবতের রেসিপি শেয়ার করেছেন আপু। গুড় আমার অনেক পছন্দ। তবে গুড়ের শরবত আগে কখনোই খাওয়া হয়নি। শেষের পরিবেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক পুষ্টি সম্পন্ন একটি শরবত তৈরি করেছেন আপু খেতে অনেক ভালো লাগবে। বিশেষ করে রমজানের দিনে এই শরবত খেলে অনেক শান্তি পাওয়া যাবে। অনেক ধন্যবাদ মজার এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক শুভকামনা রইল।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চিনির থেকে গুড়ের শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনারা আইডিয়া বেশ ভালো ছিল। আপনার শরবতের রেসিপি আমার কাছে খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি গুড এবং তোকমা ও মালটা দিয়ে অনেক সুন্দর করে শরবত বানিয়েছেন। তবে ঠিক বলেছেন চিনি বেশি খেলে বিষের মতন হয়। আপনি চিনির পরিবর্তে গুড দিয়ে শরবত বানিয়েছেন। তবে শরবতের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খুব মজাই হয়েছে। এবং অনেক সুন্দর করে শরবতের রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি একদম ভিন্ন রকম একটি শরবতের রেসিপি করেছেন। তবে ঠিক বলেছেন অনেকেই বলে চিনি বেশি খেলে বিষের মত কাজ করে। সেই কারণে আপনি গুড ও তোকমা দানা এবং মালটা দিয়ে শরবত তৈরি করেছেন। রমজান মাস আসলে সবাই অনেক ধরনের শরবত করে। তবে আপনার শরবত গুলো খেতে মনে হয় অনেক মজাই হয়েছে।