পরম করুনাময় অসীম দয়ালু, মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি-
হ্যালো আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি,আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে মজাদার বাঁধাকপি ভাজি রেসিপি শেয়ার করবো।
শীতকালীন সবজির মতে বাঁধাকপি অন্যতম। শীতকাল আসলে ফুলকপির পাশাপাশি সবাই বাঁধাকপিও খায়। বাঁধাকপি দিয়ে অনেক প্রকারের রেসিপি তৈরি করা হয় শীতকালে। অনেকে বাঁধাকপি সাথে চিকেন অথবা ফিস দিয়ে বিভিন্ন প্রকার মজার মজার খাবার তৈরি করে থাকেন। আমিও বাঁধাকপির সাথে মাছ অথবা মাংস দিয়ে রান্না করে খেতে পছন্দ করি। তাছাড়া বাঁধাকপির পকোড়া বাঁধাকপির রোল ইত্যাদি ইত্যাদি খাবার তৈরি করে খেয়ে থাকি। তাই আপনাদের মাঝেও মাছ দিয়ে কিভাবে বাঁধাকপি বাজে রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি প্রত্যেকটি ধাপ আপনাদের মাঝে শেয়ার করি।
বাঁধাকপি | তিন ভাগের এক ভাগ |
---|---|
কাঁচা মরিচ | চার পিস |
পেঁয়াজ | দুই পিস |
গাজর | একটি |
সরিষার তেল | পরিমান মত |
হলুদের গুঁড়ো | পরিমান মত |
জিড়ে গুঁড়ো | পরিমান মত |
রসুন বাটা | পরিমান মত |
সিলভার কার্প মাছের | ২ টি লেজা ও পেটি |
আঁদা বাটা | পরিমান মত |
লবণ | পরিমাণ মতো |
রন্ধন পদ্ধতি
প্রথমে একটি কড়াইতে চিকন করে কাটা বাঁধাকপি গুলো অল্প একটু পানি দিয়ে ভাব দিয়ে নিলাম। তারপর একটি ছাকনি দিয়ে ছেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিলাম।
এই ধাপে প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে একটু গরম করে নিলাম। তারপর গরম সরিষার তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ গুলো হালকা ভাজা হয়ে আসলে তাতে আদা-রসুন বাটা দিয়ে দিলাম।
এই পর্যায়ে আদা রসুন বাটা গুলোকে ভালোভাবে ভেজে নিয়ে হলুদের গুড়ো ও জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তার পাশাপাশি অন্য একটি কড়াইতে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম।
এ পর্যায়ে কষানো মসলার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে মসলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কিছুক্ষণ রান্না করার পর মাছগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিলাম। যাতে করে মাছগুলো ভেঙে না যায়।
মাছগুলো উঠিয়ে নেওয়ার পর অতিরিক্ত মসলাগুলোর মধ্যে গাজর ও ভাপ দিয়ে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মসলার সাথে মিশিয়ে নিলাম।
বাঁধাকপি ও গাজর একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলাম। বাঁধাকপির মধ্যে অতিরিক্ত পানি শুকিয়ে গেলে, তারমধ্যে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর আবারো কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার মাছ দিয়ে তৈরি করা সুস্বাদু বাঁধাকপি ভাজি রেসিপি।
পরিবেশন-
বন্ধুরা আজ এ পর্যন্তই। কেমন হলো আমার আজকের এই মাছ দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। এ প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রেডমি নোট-৮ |
শিরোনাম | মাছ দিয়ে মজাদার বাঁধাকপি ভাজি রেসিপি ।। |
স্থান | নিজবাসা, নারায়নগঞ্জ,ঢাকা,বাংলাদেশ। |
তারিখ | ০১- ০২ -২০২৫ |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @titash |
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
![image.png](
ঠিক বলেছেন আপু শীতকালে বাঁধাকপি অনেক বেশি খাওয়া হয়। কিন্তু কখনো এভাবে মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়নি। আপনার মাছ দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপি ইউনিক লেগেছে আমার কাছে। দেখে মনে হচ্ছে খেতেও বেশ মজাদার হয়েছিল। লোভনীয় লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু যেহেতু আপনি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি খাননি। একবার ট্রাই করে দেখবেন। অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঁধাকপি ভাজি খেতে আমি খুব পছন্দ করি। এই সিজনে মাঝে মাঝেই বাঁধাকপি ভাজি খাওয়া হয়। তবে মাছ দিয়ে কখনও খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনি রেসিপির প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু মাছ দিয়ে বাঁধাকপি ভাজি রান্না করলে অনেক মজা হয়ে থাকে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাছ দিয়ে মজাদার বাঁধাকপি ভাজি রেসিপি দেখে দেখেই খেতে ইচ্ছা করছে।রেসিপি পরিবেশনটা দারুন হয়েছে। বাঁধাকপি ভাজি আমি খুবই পছন্দ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনিও বাঁধাকপি পছন্দ করেন যেনে খুব ভালো লগলো। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালীন সবজি হিসেবে বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু ভালোই লাগে। সেই বাঁধাকপির চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। সিলভার কাপ মাছ ,গাজর এবং বাঁধাকপি দিয়ে তৈরি করা আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেজায় স্বাদ হয়েছিলো। সহজবোধ্য ভাবে রেসিপিটি তৈরি করার প্রসেসগুলি উপস্থাপন করেছেন। এখন যে কেউ চাইলে আপনার এই রেসিপি পোস্ট টি দেখে এরকম রেসিপি বানিয়ে ফেলতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া বাঁধাকপির পকোড়া আমার ও ভালো লাগে। সুন্দর কমেন্ট করছেন আপনি, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঁধাকপি দিয়ে চমৎকার সুন্দর করে মাছ রান্না করেছেন। আমি কখনো মাচ দিয়ে বাঁধাকপি রান্না করে খাইনি তবে বড়ো মাছের মাথা দিয়ে বাঁধা কপির ঘন্ট করে খেয়েছি। আপনার এই রেসিপিকে আমরা ঘন্ট বলে থাকি।খুবই সুস্বাদু রেসিপিটি। দেখেই লোভ লেগে যাওয়ার মতো।দারুণ হয়েছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয়তো এই ভাজিটির নাম ঘন্ট। আমিও জানতাম এটার নাম। আমার আম্মু এইভাবে রান্না করে। তাই আমিও আপনাদের মঝে রেসিপিটি শেয়ার করলাম। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঁধা কপির ভাঁজি খেতে ভালোই লাগে আমার।আর যদি মাছ দিয়ে বাঁধা কপি রান্না করে তাহলে তো খেতে আরো বেশি মজা লাগবে। বাঁধা কপি শীতের মৌসুমেমাঝে মাঝেই খাওয়া হয়। আপনার রেসিপি দেখে লোভনীয় লাগছে, খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া দেখতে যেমন লোভনীয়, খেতে তেমন মজা হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালীন নরম বাঁধাকপি স্বাদে খুবই ভালো। তাই এই সময়ের বালাকবি মাছের মাথা দিয়ে রান্না করলে সুস্বাদু যে হবেই তা বলার অপেক্ষা রাখে না। আর আপনি বেশ চমৎকার পদ্ধতিতে সুন্দরভাবে রান্না করেছেন। দেখেই তো মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল আশা করি যারা খেয়েছিলেন তারা খুবই আনন্দ পেয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু সবাই এটা পছন্দ করেছে। আর খেতেও দরুন হয়েছে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঁধাকপি সব সময় এমনিতেই ভাজি করা হয়েছে। কিন্তু মাছের সাথে এভাবে কখনো ভাজি করা হয়নি। আপনার কাছে নতুন একটি রেসিপি শিখতে পেরে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছে রেসিপিটি নতুন লাগছে তাই আপনিও এটা কখনো তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মাছ দিয়ে মজাদার বাঁধাকপি ভাজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া প্রত্যেকটি উপকরণ পরিমাণ মতো না দিলে রেসিপি এর স্বাদ ঠিক থাকে না। উপকরণগুলো সঠিকভাবে দিতে পারলেই তরকারি মজাদার হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঁধাকপি ভাজির খুব মজার একটা রেসিপি শেয়ার করেছেন। গরম ভাত কিংবা রুটি দিয়ে এরকম ভাজি গুলো বেশ ভালো লাগে খেতে। তবে মাছ দিয়ে কখনো বাঁধাকপি ভাজি খাওয়া হয়নি। ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। খুব সুন্দরভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু একদম ঠিক কথা বলেছেন বাঁধাকপি দিয়ে গরম রুটি বা গরম ভাত দিয়ে খেলে আমার কাছেও খুবই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালের বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে। আমি তো বাঁধাকপি দিয়ে মাছ রান্না খেতে খুব পছন্দ করি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি এভাবে ভাজি করলে খেতে চমৎকার লাগে। আপনি দেখছি মাছের লেজা ও পেটি দিয়ে চমৎকার বাঁধাকপি ভাজি করেছেন। এভাবে ভাজি করলে অনেক বেশি সুস্বাদু হয় জানি। রেসিপিটি বেশ ভালো লাগলো। চমৎকার বাঁধাকপি ভাজির রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঁধাকপি ভাজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে মাছ দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি করেছেন। তবে আমার কাছেও বাঁধাকপি মাছ মাংস দিয়ে ভাজি করে খেতে ভালো লাগে। মজার রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit