পরম করুনাময় অসীম দয়ালু, মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি-
হ্যালো আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি,আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের মাঝে আমি "আমার বাংলা ব্লগের" প্রথম ফান MEME টোকেন $PUSS কেনার পদ্ধতি ও অনুভূতি শেয়ার করবো।
আপনারা সবাই জানেন যে, বর্তমানে কিপ্টোকারেন্সি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। অনলাইনে প্রবেশ করলেই কিপ্টোকারেন্সির কথা শুনা যায়। ফেসবুক, ইউটিউব, টুইটার সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিপ্টোকারেন্সির বিষয়ে প্রচুর তথ্য পাওয়া যায়। বাংলাদেশে যদিও কিপ্টোকারেন্সির বিষয়টা সবার নলেজে নেই। তবে ধীর ধীরে সবার কানেই কিপ্টোকারেন্সির খবর পৌছতেছে। সবাই কম বেশি কিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করছে। আমি স্টিমিটে জয়েন না করলে কিপ্টোকারেন্সিরি বিষয়ে কিছুই জানতাম না। এখন সারা বিশ্বে অনলাইন মার্কেটের অন্যতম কয়েন হলো কিপ্টোকারেন্সি।
কিছুদিন আগে আমাদরে সম্মানিত ফাউন্ডার দাদা নতুন একটি মেমো কয়েন লঞ্চ করেছেন। আমাদের ভবিষতের কথা ভেবে, আমাদের বাড়তি কিছু ইনকামের জন্য এই মানুষটা নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে একটি হলো এই মেমো কয়েন লঞ্চ করানো। আমাদেরকে এই বিষয়ে উতসাহিত করার জন্য দাদা অলরেডি ফান MEME টোকেন $PUSS HODL করার কনটেস্ট দিয়েছেন। সবাইকে যথা সম্ভব কিছু কিছু কয়েন কিনে রাখতে বলেন। তবে এটা নিয়ে কোন চাপচাপি নেই। যাদের ইচ্ছা তারাই এটা হোল্ড করতেছে। আমিও আজকে কিছু $PUSS মেমো কয়েন কিনে হোল্ড করবো। চলুন তাহলে পদ্ধতিটা দেখা যাক।
বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার tronlink pro ওয়ালেটে কোন $PUSS টোকেন নেই। আর আমার TRX ওয়ালেটেও মাত্র পাঁচ TRX রয়েছে। tronlink pro এর মাধ্যমে যদি $PUSS টোকেন কিনতে হয় তাহলে TRX লাগবে। যেহেতো আমার পর্যাপ্ত পরিমানে TRX নেই, তাই আমি স্টিমের মাধ্যমে $PUSS টোকেন কেনার চিন্তা করেছি।
স্টিম দিয়ে $PUSS টোকেন কেনার জন্য আমি আমাদের কমিউনিটির ডিস্কোর্ড চ্যানেলের puss-trade অপশনে গিয়ে ..buy 12000 PUSS লিখে আমার TRX এড্রেস দিয়ে দিলাম। আমার কাছে যত স্টিম ছিল সব গুলো স্টিম দিয়েই $PUSS টোকেন কেনার ইচ্ছা করেছি। এই জন্যই ১২০০০ দিলাম। কেউ কম কিনলে কমও দিতে পারবেন।
কয়েক সেকেন্ট পরেই আমাকে রিপলে দিয়ে বললো TRX এড্রেস ভালোভাবে চেক করে, সিউর হলে puss.coin এই একাউন্টে ১২০০০ $PUSS টোকেন সমপরিমান ১৩৪.৭ স্টিম সেন্ড করতে। আর মেমোর ঘরে 3xtilcctkbl ওয়ার্ড গুলো দিতে। এবং আরো বললো স্টিম পাঠিয়ে ..verify 3xtilcctkbl এই ওয়ার্ড গুলো লিখে রিপলে দিতে।
উপরে স্কিন শর্ট দেখতে পাচ্ছেন, আমি ঠিকঠাক ভাবে ১২০০০ $PUSS টোকেন সমপরিমান ১৩৪.৭ স্টিম সেন্ড করে দিলাম। খুবই সহজ ভাবে স্টিম ট্রান্সফার হয়ে গেলো।
এই যে দেখতে পাচ্ছেন আমি ..verify 3xtilcctkbl এটা লিখে রিপলে দিলাম। কয়েক সেকেন্টের মধ্যেই আমাকে জানালো তারা আমার স্টিম রিসিভ করেছে। কিছুক্ষনের মধ্যেই আমাকের আমার পাউনা ১২০০০ $PUSS টোকেন সেন্ড করে দিবে। সে জন্য আমি অপেক্ষা করতে লাগলাম।
কিছুক্ষন পরেই আমার TRX এড্রেসে ১২০০০ $PUSS টোকেন পাঠিয়ে আমাকে ম্যাসেজ দিয়ে জানিয়ে দেওয়া হলো। এখন আমিও আমার একাউন্ট চেক করতে যাবে।
এই যে দেখেন আমার TRX এড্রেসে ১২০০০ $PUSS টোকেন পাঠিয়ে দিয়েছে। এখানে প্রথমে দেখা যায় না। পাশে + চিহৃ আছে, সেখানে ক্লিক করে একাউন্টে এড করে নিতে হয়। আমার ১২০০০ $PUSS টোকেন আমার একাউন্টে জ্বল জ্বল করছে। কত সহজে টোকেন কিনে ফেললাম।
বন্ধুরা দেখলেন, আমাদের সম্মানিত দাদা আমাদের $PUSS টোকেন কেনার জন্য কত সহজ পদ্ধতি বের করেছেন। কত সুন্দর ও সহজ ভাবে আমি টোকেন কিনে ফেললাম। খুবই খুশি লাগছে। ধন্যবাদ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
Thank you, friend!
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd7of2TpLGqvckkrReWahnkxMWH6eMg5upXesfsujDCnW/image.png)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDnFh7Kcgj2gdPc5RgG9Cezc4Bapq8sQQJvrkxR8rx5z/image.png)
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো লাগলো আপনার এই কয়েন কিনতে দেখে। আমাদের সকলের কমবেশি কেনা প্রয়োজন রয়েছে। যে যত বেশি কিনতে পারবে তার জন্য ততই মঙ্গল। হয়তো ভবিষ্যতে এই কয়েন আমাদের জন্য সুফল বয়ে আনবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটি প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে অনেক ভালো লাগলো। আসলে এই প্রতিযোগিতায় আমাদের কম বেশি সকলেই অংশগ্রহণ করা উচিত। কারণ এটি আমাদের প্রথম নিজস্ব একটি কয়েন। তাই এটির প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🌟 WOW! 🤩 What a stunning combination of images! 😍 I'm loving the creativity and energy behind this post! 👏
Let's dive in and explore the amazing world presented here... 🔍 The vibrant colors, intriguing patterns, and mesmerizing designs are sure to captivate and inspire! 💫
Feel free to share your thoughts, ask questions, or simply enjoy the visual feast. I'm all ears (or rather, all eyes) and can't wait to see what you have to say! 🤗
And don't forget to cast your vote for the witness 'xpilar.witness' by visiting https://steemitwallet.com/~witnesses. Your support means the world to us, and together we can continue to grow and thrive as a community! 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit