পরম করুনাময় অসীম দয়াল মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি।
হ্যালো প্রিয় আমার বাংলা ব্লগ বাসি বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে আমার ছোট্ট $PUSS ধীরে ধীরে ডাল পালা গজানোর অনুভূতি শেয়ার করবো।
আপনারা সবাই জানেন যে, এখন সবার আলোচনার মূল বিষয় হলো আমাদের কমিউনিটির ফাষ্ট মেমো কয়েন $PUSS. আর এই কয়েনকে নিয়ে আমাদের ধীরে ধীরে প্রায় দেড় মাস অতিক্রম হয়ে গেছে। এই দেড় মাসে $PUSS কয়েন প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। ধীরে ধীরে অনেক গুলো এক্সেন্জ সাইটে আমাদের $PUSS কয়েন লিস্টেড হয়েছে। দাদা, এডমিন-মডারেটর প্যানেল সহ সবাই $PUSS কয়েনের প্রমোশনে অংশ গ্রহন করছে। প্রতিদিন নতুন নতুন বিষয়ে দিয়ে $PUSS কয়েন কে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
গত হ্যাংআউটে শুনেছিলাম আমাদের $PUSS কয়েন খুব তারাতারি বাইনান্সে লিস্টেড হতে যাচ্ছে। অলরেডি বিশ্বের বড় একটি এক্সেন্জ সাইট https://poloniex.com/ এ আমাদের $PUSS কয়েন লিস্টেড হয়েছে। এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ। এভাবেই প্রতিনিয়ত আমাদের $PUSS কয়েন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে সফলতা অবশ্যই আসতে বাধ্য।
আমি প্রথম দিকে $PUSS কয়েন কিনতে পারি নাই। কারন প্রথম দিকে TronLink এ কিভাবে $PUSS কয়েন কিনতে হয়ে সেটা আমি বুঝতে পারি নাই। যখন স্টিমের মাধ্যমে $PUSS কয়েন কেনার সুযোগ এসেছে তখনই আমি $PUSS কয়েন কিনেছিলাম। পুশ কয়েন লঞ্চ করার অনেকদিন পরে আমি আমার একাউন্টের স্টিম দিয়ে ১২০০০ $PUSS কয়েন কিনেছিলাম। যখন আমার TronLink একাউন্টে $PUSS কয়েন গুলো এসেছিল, তখন আমি দেখেছিলাম আমার ডলার আকারে দেখিয়েছিল $20 . তারপর প্রতিদিন দেখতাম দুই এক ডলার করে বাড়তেছে। যখন দেখি দুই এক ডলার বাড়ে তখন খুবই খুশি লাগে।
দেখতে দেখতে প্রায় দেড় মাস অতিক্রম হয়ে গেছে। এখন আমার একাউন্টে $PUSS কয়েন বারোহাজার থাকলেও ডলার দেখাচ্ছে $81. মানে ষাট ডলার প্রফিট পেয়েছি। এটা সত্যিই একটি খুশির ব্যাপার। আমি জানি যারা $PUSS কয়েন কিনেছি সবাই এখন লাভমান। সবার মুখে হাঁসি ফুটেছে। যারা বেশি কিনতে পেরেছে তারা বেশি প্রফিট পাচ্ছে। তবে যারা একেবারে প্রথম দুই তিন দিনের মধ্যে কিনেছে তারা আকাশে উড়ছে। তারা খুবই খুশি। আমি যতটুুকু কিনেছি, যত প্রফিট পেয়েছি তাতেই আমি খুশি। সৃষ্টিকর্তার নিকট লক্ষ কোটি গুন শুকরিয়া আদায় করি।
যে মানুষটার জন্য আমাদের সবার মুখে হাঁসি ফুটেছে, তার জন্য অবশ্যই দোয়া করি। তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। যেন আমাদের $PUSS কয়েনটি ভালো একটি পর্যায়ে দাড়ায়। আমি জানি সবাই চেষ্টা করছে। যদি প্রফিট সবাই পেতে চাই, যদি সবাই লাভমান হতে চাই, তাহলে সবার চেষ্টা করতে হবে। একজন দিন রাত পরিশ্রম করবে আর আমরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকবো.... এটা যেন না হয়। এই যুদ্ধে সবাই সমান ভাবে অংশগ্রহন করতে হবে। যে যেভাবে পারি প্রমোশনে অংশ গ্রহন করি। এটা আমার আপনার সবার দায়িত্ব।
বন্ধুরা আর কথা বাড়াবো না। সবাই নিজ থেকে দায়িত্ব গ্রহন করুন। নিজের মাধ্যমে প্রথম শুরু করুন। এখন কে কি করলো সে দিকে তাকানোর সময় নেই। আমরা সফলতার দাড়প্রান্তে দাড়িয়ে। এখন থেকে পিছনে ফিরে তাকানোর সময় নেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
হ্যাঁ আমরা সবাই আশাবাদী এভাবেই খুব শীঘ্রই প্রিয় করেন সামনের দিকে এগিয়ে যাবে বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে। আর ব্যাপক বিস্তার লাভ করবে অনলাইনে থাকা মানুষের মাঝে। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে দেখে। আমরা সবাই আশা করি আমাদের অল্পপ্রাইজে কেনা প্রিয় কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপনি। যখনই এক্সচেঞ্জার সাইটে স্থান করে নিতে পেরেছে তখনই বুঝতে পারছেন ডালপালা গজানোর মতো অগ্রসর হচ্ছে দিন দিন প্রিয় কয়েকটা। অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবে নিজের মনের অনুভূতি উপস্থাপন করেছেন দেখে। আমরা সবাই আশাবাদী আমাদের এই পুষ কয়েনকে নিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$PUSS নিজের সফলতায় অনেক দূর এগিয়ে গিয়েছে। সেই সফলতা একসময় আরো ভালো কিছু বয়ে আনবে। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে নিজের অনুভূতি থেকে কথাগুলো লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার একটা কথা শুনে খুব ভালো লাগলো আপু যে, আপনি যতটুকু কয়েন কিনেছেন এবং তাতে যতটুকু প্রফিট পেয়েছেন তাতেই আপনি খুশি। আসলে প্রথমদিকে যারা এই কয়েন কিনেছে তারা আসলেই অনেকটা লাভবান হয়েছেন। তবে সবাই কম বেশি লাভ করেছে এই কয়েন থেকে। আশা করি, ভবিষ্যতে আরো খুব ভালো একটা জায়গায় যাবে আমাদের দাদার তৈরি এই $PUSS কয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক মাস বয়স হিসেবে puss অনেক টা এগিয়ে গিয়েছে। কিন্তু puss এখনও প্রাথমিক পর্যায়ে আছে। আশাকরি পরিকল্পনায় থাকা puss এর অন্য প্রজেক্ট গুলো আসলে দারুণ কিছু দেখতে পারব আমরা। চমৎকার ছিল আপনার পোস্ট টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit