হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবার সহ যেমন আছি, বেশ ভালো আছি। সকলের সুস্থতা কামনা করেই আমি আমার আজকের নতুন পোস্ট শুরু করছি।
আজ দীর্ঘ দিন পর আবারো আপনাদের সাথে যুক্ত হয়েছি। সত্যি কথা বলতে, মাঝে বেশ খারাপ কিছু সময়ের মাঝে দিয়ে গিয়েছি। তবে ভালো- খারাপ মিলিয়েই তো জীবন! এভাবেই একের পর এক ভালো আর খারাপের মাঝেই জীবন বয়ে যায়, এটাই নিয়ম। তবে আমি বেশ অনেকদিন ওই খারাপ সময়টায় আটকে ছিলাম বলতে গেলে। তবে, আর না। জীবন যেমন কোন কিছুর জন্য আটকে থাকে না, তেমনি কষ্টের ভেতরে নিজেকে আরোও বেশি আটকে ফেলতে হয় না- এই বিষয় টি আমি এবার খুব ভালো করেই উপলব্ধি করেছি। আজ এ নিয়েই কিছু কথা, মতামত আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি পোস্ট টি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকবেন।
মানুষ হিসেবে ছোট বেলা থেকেই আমি নিজেকে যথেষ্ট বাস্তববাদী বলেই মনে করতাম। এবং হ্যা, অনেকের তুলনায় অনেক বেশি ম্যাচুউর ছিলাম ছোট বেলা থেকেই। তবে মানুষ বরাবরই ভীষণ অদ্ভুত প্রাণী! কখন কোন মূহুর্তে, কীভাবে তার মাঝে পরিবর্তন চলে আসে সেটা ভীষণ ই আনপ্রেডিক্টেবল ব্যাপার। এবছর টা আমার জন্য একদম সেই রকমের একটা বছর যাচ্ছে। এই বছরের শুরু থেকেই জীবন নানা ভাবে আনপেক্টেড মোড় নেয় বিভিন্ন দিক থেকেই একের পর এক । তার সব টা মানিয়ে নেয়া এখনো হয়ে উঠে নি আমার। তার মাঝেও নানা ভাবে নিজেকে বার বার সামলে নেয়ার চেষ্টা করেই চলেছি। মাঝে মাঝে কিছু দিন সময় লেগেছে বটে, কখনো কম, কখনো বেশি - তবে সময়ের সাথে সাথে পথও চলেছি। সবটা সময় জুড়ে পাশে নিজের ভালোবাসার মানুষ টিকে পেয়েছি। তার অনুপ্রেরণাতেই ভালো আছি, ভালোবাসায় বেঁচে আছি।
আমার সাথে ঘটে যাওয়া ঘটনা গুলো আমাকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে জীবন সম্পর্কে, মানুষ সম্পর্কে, সম্পর্ক সম্পর্কেও৷ তাই বা কম কি! একেবারে তুমুল ভাবে ভেঙেচুরে না গেলে নাকি মানুষ নিজের ভেতরের শক্তিকে অনুধাবন করে নিজেকে নিজের সর্বোচ্চ টা দিয়ে গড়ে তুলতে পারে না... এই যে খারাপ সময় টা পার করে এসেছি, আমি জিতেছি, নতুন অভিজ্ঞতা যুক্ত করেছি জীবনের ঝুলিতে। আগের আমি'র চাইতে আরো শক্তিশালী এক আমি হয়েছি। টাই তো জীবনের প্রাপ্তি! এটাই বুঝি জীবনের আরেক সৌন্দর্য! সকলের জীবনেই এমন নানা প্রতিকূলতা আসেই। এই দুঃসময় টুকুতে ধৈর্যের পরীক্ষায় পাস করে গেলেই, এই অংশটুকু জীবনের গল্প হয়ে যায়! অনেক টা সময় পরে, সেই দুঃসময়ের গল্প বলতে গেলে আর দুঃখ লাগে নরং নিজের জন্য গর্ব লাগে... সেই সময় টার ই অপেক্ষ করছি আমি। দেখাই যাক না, জীবন আর কী কী শেখায়....
আজ আর কথা বাড়াচ্ছি না। আপনাদের সকলের সুস্থতা কামনা করি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এজন্য ই আপনার পোস্ট আজ অনেক দিন পর পেলাম।আশাকরি সব দুঃখ যন্ত্রনা কাটিয়ে আপনি আমাদের মাঝে আবার যুক্ত হবেন।সমস্যা আছে বলেই মানুষ অনেক কিছু শেখে। আপনি কি পরিস্থিতিতে এতোদিন ছিলেন তা আমার জানা নেই।তবে বলবো জীবনের কিছু কিছু সময় মানুষকে কঠিন মানুষ হতে হয়।ধন্যবাদ দিদি অনুভূতি গুলো শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাইতো আপনার পোস্ট ও ডিস্কোর্ডে আপনাকে পাচ্ছিলাম না। তবে আশাকরি এখন থেকে নিয়মিত আপনাকে পাবো। আর দুঃখ কস্ট নিয়েই জীবন। আর যারা তা জয় করতে পারে তারাই টিকে থাকে আর যারা পারে না তারে হারিয়ে যায়। আপনি কস্ট জয় করতে পেরেছেন বলেই জয়ী হয়েছেন। আপনার আগামী প্থ চলা আরো সুন্দর হোক।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দোয়া ও শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালোবাসা নিবেন ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit